উইনডোজ ৭ অপারেটিং সিস্টেম এর জন্য মাইক্রোসফট সব জেনুইন থিম

আমরা অনেকেই আমাদের পিসিকে সুন্দর থেকে আরও সুন্দরতর করতে চাই । তারপরও যেন সৌন্দর্যের শেষ নেই । আর ডেস্কটপকে সুন্দর করতে থিমের বিকল্প কিছু নেই । কারএ থিম কম্পিউটারের ডেস্কটপকে আকর্ষনীয় করে তুলে । আর আমরা বেশীরভাগ কম্পিউটারেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি । আমাদের অপারেটিং সিস্টেমের সাথে কিছূ থিম দিয়ে দেয় কিন্তু ওইগুলোতে কি আর মন ভরে নতুন কিছু চাই । এজন্যই এই টিউনটি করা।

[thumb]http://windows.microsoft.com/en-US/windows/downloads/personalize[/thumb]

http://windows.microsoft.com/en-US/windows/downloads/personalize

এই সাইটের মধ্যে আপনি পাবেন থিম , ডেস্কটপ ব্যকগ্রউন্ড , ডেস্কটপ গ্যাডগেট , সাইড সো গ্যাডগেট ইত্যাদি যা আপনার ডেস্কটপকে আরও আকর্ষনীয় করে তুলবে । আশা করি টিউনটি সৌখিনদের কাজে আসবে । সবাইকে ধন্যবাদ...............

বিদ্র: এই থিমগুলো শুধুমাত্র উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম-এ ব্যবহারের জন্য ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

windows XP ব্যবহার করি।
তাই ……………..

———– ধন্যবাদ ————–

অমি orginal vista use করি। তো ?

আমাদের মধ্যে বেশির ভাগ টিউনার xp ব্যবহার করে তাই xp-এর জন্য কিছু থিম দিয়েন।

Level 0

Thanks for it. Ami win 7 use tai amar jonno compotable hoyeche eta. abaro thanks

Level New

গতকালই থীমগুলা সব ডাউনলোড করছি।মাইক্রোসফটের হিসেবে থীমগুলা যথেষ্ঠ ভালো কিন্তু থার্ড পার্টি থীমের তুলনায় কিছুই না।যেমন বিং থীমটা ২৬ মেগাবাইট,আমার প্রশ্ন আছেটা কি এতে?তবে ডুকাটি,পোরশে,ফেরারি থীমগুলা যথেষ্ঠা ভালো লাগার মতো,অন্তত ওয়ালপেপার বিবেচনা করলেও।
আর শুধু থীম নিয়ে আমার একটা ব্লগ সাইট আছে।এক্সপি,ভিসতা আর সেভেনের সেরা সব থীমকে একত্রিত করার চেষ্টা করেছি।একবার দেখে আসতে পারেন।আর সবাইকে খবরটা জানাবার জন্য আপনাকে ধন্যবাদ।
http://freewindowstheme.blogspot.com/

VISTA R JANNE KI ACHHE ?