সফটওয়ার ছাড়াই অনলাইনের মাধ্যমে কাজ করা

আমরা অনেকেই অন্য কম্পিউটার চালানোর সময় যদি দেখি লিনাক্স সেটআপ দেয়া তথন চিন্তার কোন কারন নেই কারন অনলাইনে বসেই কোন সফটওয়ার ছাড়াই কয়েকটি কাজ করা সম্ভব হবে । যা গতকাল এই রকম একটি টিউন করেছিলাম । আজও কিছু ওয়েবসাইট নিয়ে বলব যার মাধ্যমে খুব সহজেই কয়েকটি কাজ করা সম্ভব হবে ।

১ . freeonlinephotoeditor :

[thumb]http://www.freeonlinephotoeditor.com[/thumb]
http://www.freeonlinephotoeditor.com/

এই ওয়েব সাইটে বসেই আপনি যে কোন ছবির কাজ করতে পারবেন যেমন ব্রাইটনেস বাড়ানো, কমানো , রিসাইজ করা , ক্রোপ করা , বিভিন্ন ইফেক্ট যোগ করা , টেক্স যোগ করা , গ্লিটার টেক্স যোগ করা ইত্যাদি । আশা করি যাদের ছবি ইডিট করার কোন সফটওয়ার নাই তাদের এই ওয়েব সাইটটি অনেক কাজে আসবে ।

২ . keepandshare :

[thumb]https://www.keepandshare.com[/thumb]
https://www.keepandshare.com/

এই ওয়েব সাইটে আপনি রেজিস্ট্রেশন করে আজীবন ফ্রি ফাইল এবং ছবি আপলোড করে রাখতে পারবেন । বিশেষ করে যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তাদের জন্য এই রকম ওয়েব সাইট খুব দরকারী । এর ফলে তারা এই সাইটে ছবি আপলোড করে শুধু মাত্র লিংক দিলেই তার অনেক স্পেস বেচে যায় ।

৩ . zamzar

[thumb]http://www.zamzar.com[/thumb]
http://www.zamzar.com/

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক প্রকার ছবি এবং ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন । এছাড়া্‌ও আপনি অনেক প্রকার ফাইল কনভার্ট করতে পারবেন । যেসব ফাইল কনভার্ট করতে পাপরবেন তা এখান থেকে জানতে পারবেন । তবে এই ওয়েব সাইটের সবচেয়ে খারাপ দিক হল আপনার মেইলে ও ফাইলটি সেন্ড করবে এবং আপনাকে আপনার মেইল থেকে ফাইলটি ডাউনলোড করতে হবে । তবে যদি কোন বন্থুর মেইলে পাঠাতে চান তাহলে তাদের জন্য এটি একটি আদর্শ সাইট ।

৪ . media-convert

[thumb]http://media-convert.com[/thumb]
http://media-convert.com/

এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি প্রায় ১৯ টি ফরমেটে আপনার ভিডিও ফাইলটি কনভার্ট করতে পারবেন । এবং আপনি প্রায় ১০০ টি ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন যার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড , পাওয়ার পয়েন্ট ছাড়া কম্প্রেশন টুলস রয়েছে । এর মাধ্যমে আপনি ওয়ার্ড , ইমেজ , ভিডিও , মিউজিক , কম্প্রেশন , ডাটা , টেক্স ডকুমেন্ট , ভেকটর ডকুমেন্ট , রিংটোন , পলিফোনিক রিংটোন ইত্যাদি ফাইল কনভার্ট করতে পারবেন ।

৫ .go2convert

[thumb]http://www.go2convert.com[/thumb]
http://www.go2convert.com/

এই ওয়েব সাইটের মাধ্যমে আপনি আপনার ছবি কে প্রায় ১২০ টি ফরমেটে কনভার্ট করতে পারবেন । এমন সব ফরমেটের ফাইল আছে যা আমি নিজেই আজ প্রথম শুনলাম । এই সাইট টি শুধুমাত্র ইমেজ ফাইল কনভার্ট করার জন্য ।

৬ . cometdocs

[thumb]http://www.cometdocs.com[/thumb]
http://www.cometdocs.com/

এই সাইটি থেকেও অনেক প্রকার ফাইল কনভার্ট করা যায় । যা আপনারা এই সাইটে গেলেই দেখতে পাবেন ।

৭ . filespump

[thumb]http://filespump.com[/thumb]
http://filespump.com/

এই সাইটটি আমার কাছে সবচেয়ে ভাল মনে হয়েছে কেননা এই সাইটের মাধ্যমে আপনি ১৬ টি সার্ভারে একসাথে কোন ফাইল খোজার অভিযান শুরু করতে পারবেন । এজন্য আলাদ আলাদা সার্চ ইন্জনের কাছে যাওঢার প্রয়োজন নেই । আর এখনেই আমি প্রথম দেখলাম 4shared এর সার্চ ইন্জিন আছে ।

আশা করি সাইটগুলো আপনাদের খুব কাজে আসবে এবং ব্যবহার করতে ভাল লাগবে । সকলকে ধন্যবাদ..............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসিব কিছূ দিন পর সবাই সব কাজ অনলাইনে করবে।হার্ডডিস্ক জিনিসটা হয়ত বিলুপ্ত হয়ে যাবে ।আমি আছি সেই আশায়

Level New

হাসিব ভাই দেখি যখন যে জিনিস নিয়ে একবার টিউন শুরু করে তার শেষ না দেখে ছাড়ে না ……… 😛

    মঈন ভাই ব্যপারটা বুঝছেন তাইলে । আসলে যা নিয়ে লিখি তা নিয়ে যেন প্রায় একই রকম কেউ কোন টিউন না করতে পারে তার ব্যবস্থাই করছি ।ফান করলাম ……. 🙂

    অনেক খুশি হইছি মঈন ভাই , আমি তো মনে করেছিলাম আপনি আমার উপরে এখনও রেগে আছেন । ধন্যবাদ ………..

হূমম জোস টিউন……………আমি অলরেডী অনলাইন ইউজার। আমার পিসিতে মাত্র ৩ টি সফট আছে আমি বাকী সব কাজ করি অনলাইনে।

জটিল…..আর বলার কিছু নাই ।
http://wondertechnologynews.blogspot.com

অনেক অনেক ধন্যবাদ ।

হাসিব ভাই……পিসি তে কাজ করার চেয়ে অনলাইনে কাজ করাটা কি সময়সাপেক্ষ হয়ে যাবে না??? আপনি কি বলেন???