আমরা অনেকেই আমাদের প্রয়োজনের সময় সফটওয়ার খুজে পাই না কিংবা আমাদের কাছে সিরিয়াল কে থাকে না বিধায় আমরা অনেক কাজের সফটওয়ার ভ্যবহার করতে পারি না । এর জন্য সবচেয়ে ভাল হল যেসব সাইট সফটওয়ার ছাড়াই আপনার প্রয়োজনীয় কাজ করতে দেয় । এর ফলে আপনাকে যেমন কোন সফটওয়ারের ঝামেলা পোহাতে হবে না তেমনি আপনার পিসি তে কোন জাংক ফাইল জমবে না । তাই আজ কয়েকটি সাইট নিয়ে আজ টিউন করলাম যার মাধ্যমে আপনি অনলাইনে বসেই আপনার কয়েকটি কাজ সেরে ফেলতে পারবেন ।
[thumb]http://ico.bradleygill.com[/thumb]
http://ico.bradleygill.com/
এই সাইটের মাধ্যমে আপনি আপনার যেকোন ছবিকে আইকনে রুপান্তর করতে পারবেন । আমরা অনেকেই ইন্টারনেট থেকে আইকন ডাউনলোড করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আইকন না দিয়ে png ফাইল দেয়া তখন আমরা এই সাইট থেকে png ফাইলগুলো আইকনে রুপান্তরিত করতে পারব ।
[thumb]http://www.htm2pdf.co.uk[/thumb]
http://www.htm2pdf.co.uk/
এই সাইট থেকে আপনি অনলাইনে বসেই কোন ওয়েব সাইটের সম্পূর্ন পেজটি পিডিএফ ফাইলে রুপান্তরিত করতে পারবেন । আপনি এখান থেকে Html থেকেও পিডিএফ ফাইল রুপান্তর করতে পারবেন ।
[thumb]http://www.generate-password.com[/thumb]
http://www.generate-password.com/
আমরা অনেকেই অনলাইনের কোন পাসওয়ার্ড ব্রেক করতে চাই এবং এর জন্য সয়টওয়ার খুজে থাকি । কিন্তু আপনি এই সাইট থেকেই পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন । তবে আমি সিওর না যে এই পাসওয়ার্ডগুলো কাজ করে কি না । তবে কেউ ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন ।
[thumb]http://vozme.com[/thumb]
http://vozme.com/
এই সাইট থেকে আপনি যা লিখবেন তা mp3 আকারে প্রকাশ করতে পারবেন । আপনি চাইলে এমনকি ভয়েস চেন্জও করতে পারবেন ।
কারও ভাল লাগলেই এই টিউনটির সার্থকতা । সকলকে ধন্যবাদ...................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
খুব ভাল হয়েছে ধন্যবাদ আপনাকে ।
http://wondertechnologynews.blogspot.com