চলমান সাইবার যুদ্ধে ইউজারের ইমেইল নিরাপত্তা যখন প্রশ্নবিদ্ধ তখন আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইয়াহু মেইলের নিরাপত্তা বৃদ্ধির ছোট্ট কিন্তু কার্যকরী একটি ট্রিক্স।
আপনার ইয়াহু মেইলে কখন, কোন আইপি অ্যাড্রেস থেকে, কে প্রবেশ করেছিল ইচ্ছে করলে আপনি তা বের করতে পারেন।
(এরকম একটি টিউন পূর্বে djuicelife ভাই প্রকাশ করেছিলেন কিন্তু সেখানে বিস্তারিত ছিল না)
এজন্য যা করতে হবে তা হলঃ
১) প্রথমে এই লিঙ্কে যান।
২) আপনার ইয়াহু আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
৩) রিসেন্টলি আপনার অ্যাকাউন্ট এ ভিজিট করা মোট ১০টি দেশ, তারিখ, সময়, ব্রাউজার বা ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি এখানে শো করবে।
৪) Location এর স্থানে IP Address করে দিলে কোন কোন আইপি থেকে আপনার অ্যাকাউন্ট এ সাইন ইন করা হয়েছে তা দেখতে পারবেন।
আইপি অ্যাড্রেসের অবস্থান বলতে কোন ইন্টারনেট সার্ভিস প্রভাইডার থেকে আইপি অ্যাড্রেসটির সার্ভিস প্রদান করা হচ্ছে তাকে বুঝায়। আপনি যদি সবসময় একই কম্পিউটার থেকে লগিন করে থাকেন এবং সবসময় একই কোম্পানির ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে থাকেন তাহলে সবগুলো আইপি অ্যাড্রেস একই দেখাবে। অর্থাৎ আপনি যে কোম্পানির ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট এ গত দশবার লগিন করেছিলেন আইপি অ্যাড্রেস এর স্থানে তাই শো করবে।
যদি দেখেন ভিন্ন কোন আইপি বা ভিন্ন কোন সময় অর্থাৎ যা আপনার পরিচিত নয় এমন কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার অ্যাকাউন্ট এ লগিন করা হয়েছিল তাহলে আপনি ওই আইপি অ্যাড্রেসটির বিস্তারিত বের করতে পারেন। এজন্য,
১) প্রথমে এই লিঙ্কে যান।
২) অপরিচিত আইপি অ্যাড্রেসটি টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন।
৩) দেখুন ওই আইপিটি কোন সার্ভিস প্রভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি; এমনকি গুগল ম্যাপে শো করছে ওই আইপিটির অবস্থান।
৫) সবতো জানলেন, এবার আপনার প্রয়োজনমত ব্যবস্থা নিন।
প্রথম প্রকাশঃ বিকন ব্লগ
============ ধন্যবাদ ============
আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্ল্যাক এন্ড হোয়াইট
ধন্যবাদ।কাজে আসবে।