আপডেটঃ সীমান্তের রেশ এবার অনলাইনে । সাইবার যুদ্ধে বাংলাদেশ ভারতের হ্যাকাররা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তে নিরীহ বাংলাদেশিদের উপর অত্যাচার হত্যা ইত্যাদির প্রতিবাদ স্বরূপ বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার যুদ্ধ ঘোষণা করেছে । ইতি মধ্যে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপ ইউটিউবে বিএসএফ প্রধানের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছে । যে বার্তায় সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা , অত্যাচার , অপহৃরন বন্ধ না হলে ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করবে বলে বলা হয়েছে । উক্ত ভিডিওয়ে বিএসএফ দ্বারা ১ হাজারেরও বেশি বাংলাদেশী নাগরিককে হত্যা উল্লেখ সহ ফেলানী হত্যার ছবি দেখানো হয় ।

‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রুপ এর সাথে সাথে আরও কয়েকটি হ্যাকার গ্রুপ ভারতীয় ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু করছে । ভারতীয় যে সমস্ত ওয়েবসাইট বাংলাদেশি হ্যকারের আক্রমণের স্বীকার সেখানে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ 'এক্সপায়ার সাইবার আর্মি' এবং 'বাংলাদেশ সাইবার আর্মি' গ্রুপের নাম পাওয়া গিয়েছে। আক্রমণের স্বীকার ওয়েব সাইট গুলোতে বাংলাদেশের জাতীয় সংগীত অডিও, অত্যাচারিত এবং অপহৃত নাগরিকদের ছবি সহ ভিবিন্ন বার্তা লেখা দেখা যায় ।

আজ রাত সারে বারটার দিকে ‘বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার’ গ্রপ তাদের ফেসবুকে  হ্যাক কৃত ওয়েবসাইট এর একটা লিস্ট প্রকাশ করে যেখানে সরকারী এবং বেসরকারী প্রায় হাজার খানেক ওয়েব সাইট এর ঠিকানা দেখা যায় ।

সর্বশেষ হ্যাক কৃত কতো গুলো  ভারতীয় ওয়েব সাইট:

http://www.aashwasan.org/
http://www.aayaam.co.in/
http://www.aayulok.com/
http://www.achingrover.com/
http://www.adceptsolutions.com/
http://www.adkoli.net/
http://www.aholidayplanner.com/
http://www.ajubablog.com/
http://www.akhilyadav.com/
http://www.alalamain.com/
http://www.alivemedia.in/
http://www.allabout4g.in/
http://www.ameenulhasan.com/
http://www.amenministry.in/
http://www.amitinside.com/
http://www.amrgindia.com/
http://www.ankalknits.com/
http://www.ankushtoursandtravels.com/
http://www.aparneet.com/

বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পর থেমে নেই ভারতীয় হ্যাকার গ্রুপও । তারাও পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে । সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপও । ইতি মধ্যে অনেক বাংলাদেশি ওয়েব সাইট আক্রমণের স্বীকার হয়েছে । এদের বেশির ভাগই ভারতীয় হ্যাকার গ্রুপ ‘ইন্ডিশেল’ এর দ্বারা আক্রমণের স্বীকার । ইতি মধ্যে একাধিক সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট ‘ইন্ডিশেল’ এর আক্রমণ এর স্বীকার হয়েছে । “সিকিউরিটি-রে” এর এক বার্তায় দেখা যায় ইন্ডিশেল পাকিস্তান আক্রমণের পর তাদের পরবর্তী টার্গেট এখন বাংলাদেশ । কেননা বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণে তারা ক্রদ্ধ ।

গতকাল পর্যন্ত তথ্য থেকে বেশ কিছু ওয়েব সাইট ভারতীয় হ্যাকার নিয়ন্তনে নিয়ে নেয় তবে এগোলো কতো গুলো পুনঃউদ্ধার করা গেলেও এখনো অনেক সাইট হ্যাকার দের দখলে রয়েছে । ভারতীয় হ্যাকার দের আক্রমনের  কিছু সাইট :
http://www.commissionerrajshahi.gov.bd/
http://cdvs.ac.bd/
http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/
http://www.nationalnews.com.bd/
http://dshe.gov.bd/
http://www.police.gov.bd/

ভারতীয় হ্যাকার দ্বারা বাংলাদেশী ওয়েবসাইটগুলোতে আক্রমণ শুরু হওয়ায় আতংকে আছে অনেকে । এর প্রভাবে বাংলাদেশি অনেক ওয়েব সাইট বড় ধরনের ক্ষতির সস্মক্ষিন হতে পারে । কেননা বাংলাদেশের সরকারি ও বেসরকারি অনেক ওয়েব সাইটের সিকিউরিটি ব্যবস্থা দুর্বল ।

Time 02:00 আপডেটঃ  এদিকে বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ  তাদের ফেসবুকে জানিয়েছে এখন পর্যন্ত শেষ ৩ ঘণ্টায় বিডি হ্যাকাররা ৭৪০৩ টি ওয়েব সাইটে আক্রমণের কবলে ফেলতে সক্ষম হয়েছে ।

Time 02:30 মাএ কিছু ক্ষন আগে 'বাংলাদেশ সাইবার আর্মি' আরও ১০৫ টা ওয়েব সাইট হ্যাক করল সুএ ফেসবুক

এই মাএ প্রমান হাতে পেলাম  বাংলাদেশ 'বাংলাদেশ সাইবার আর্মি'  Bytegrafix  এর ফুল সারভার হ্যাক করতে সক্ষম হয়েছে । যার ফলে শতাধিক ভারতীয় ওয়েব সাইট ক্ষতিগ্রস্থ ।।
সর্বশেষ বিগত ২৪ ঘন্টায় বিডি হ্যাকার দল ভারতীয় আট হাজার এর মত ওয়েব সাইটে আক্রমন করতে সক্ষম হয় ।

 

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা!!!!!!!!!!!!!!

ভাই এই যুদ্ধ চলতে থাকুক, তাতে কোন সমস্যা নাই। আমি চাই ওদের সাইট বেশী বেশী হ্যাক হোক। কিন্তু আমাদের দেশের সাইটের যেন ক্ষতি না হয় সেই ব্যবস্থা করতে হবে। আজ গুরুত্বপুর্ন একটি সরকারি সাইটে ঢুকে দেখি সাইট হ্যাক 🙁 কেমন লাগে?

আল্লাহ জানে সামনে কি হবে ।

Level 0

প্রথম দিকে বিডি হ্যাকাররা ৩০০+ ইন্ডিয়ান সাইট হ্যাক করে ।
এর জবাবে ইন্ডিয়ান রা ১০৮ টি গভ সাইট হ্যাক করে।
এখন পর্যন্ত শেষ ৩ ঘণ্টায় বিডি হ্যাকাররা ৭৪০৩ টা সাইট খায়া দিসে । 😛
অদের একটিভই অফ । [ সুত্রঃ Bangladesh Black HAT Hackers এর ফেসবুক ফ্যান পেজ]

Level 0

আসলে যুদ্ধ যখন শুরু হয় তখন পাইকারি চুক্তিতেই শুরু হয়.. কে ভাল কে মন্দ কোন বাচ বিচারের কোন সুযোগ থাকে না। কারো সাইট যদি সত্যিই হ্যাক হয়ে যায় তহলে মন খারপ কইরেন না .. নিজেকে একজন শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে ভেবে নিয়েন। 🙂

সাইবার যুদ্ধ ভালই জমছে মনে হয়।… এই যুদ্ধের মধ্যে আমি একটা পজেটিভ দিক খুজে পেলাম সেটা হল এখন থেকে সব ওয়েবমাস্টারই সতর্ক হয়ে যাবে.. তারা আরও আপগ্রেড হবে, নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করবে, জ্ঞানের চর্চা হবে জ্ঞান বাড়বে। যে সাইট হ্যাক হাবার তা হবেই, ভাল সাইট হ্যাক করা অত সহজ না।
হ্যাকারদের কাজই হচ্ছে সাইটের দুর্বল পয়েন্ট বের করা.. কাজেই সকলের প্রতি অনুরোধ সাইটের নিরাপত্তা ব্যাবস্থা আরো শক্তিশালি করুন.. দেখবেন কেউ কিছু করতে পারবে না।
বাস্তব জীবনেও তাই, অপ্রিয় হলেও সত্য যে…. দুর্বলের কোন স্থান নেই।
আসলে আমি এই যুদ্ধের পক্ষে 😀 যুদ্ধ চলতে থাকুক.. হ্যাকার ভাইদের বলছি যে সকল সাইট হ্যকিংয়ের যোগ্য জাষ্ট হ্যাকিয়ে দাও ডোন্ট লেট। 🙂

@M H BULBUL>> Vai ami tahole ekjon sohid muktijodha….. Amarta soho 40 ta site amr server theke hacked hoyese. Bisal jhaelay asi. 3 din holo…. salara database e haat diyese… khotita okhanei besi korese. Jak bapar na…. amrao kom jobab dissi na…. Egiye jao Banglar damal celera. Amra asi tomader sathe.

    @Liton-Online.com: ভাই আমিও আছি নিন্তায় । সব ক্লাইন্টরে মেইল দিয়ে দিছি নিজেদের ব্যাক আপ রাখার জন্য ।

@বিপুল বিডি ০৮>> Ami file restore koresi. Ekhon database restore kortesi. Then mail korbo client der.

Level 0

কারো সাইট যদি সত্যিই হ্যাক হয়ে যায় তহলে মন খারপ কইরেন না .. নিজেকে একজন শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে ভেবে নিয়েন। 🙂

মজা পাইলাম

owaoooooooooooooooooooooo ! !!!!!!!!! !!!!!!!!!!!! ! !!!!!!!!!!!

যাও বাংলাদেশিরা এগিয়ে যাও , সবাই তোমাদের সাথে আছে

ভাই এই যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, কারন ভারত আমাদের প্রতি গত কয়েক বছর যাবত যে আচরন করছে, সরকার তাদের প্রতিহত করতে কোন উদ্দেগ তো নিচ্ছেইনা, বরং কিছু অসৎ ভারতের দালাল পারলে দেশটাকে ভারতের কাছে বেচে দেয়। উপরন্তু এই হ্যাকিং এর কাহিনী কিন্তু বদমাইশ ভারতীয়রাই প্রথমে শুরু করেছিল, আমাদের হ্যাকাররা এখন উপযুক্ত জবাব দিচ্ছে। আরেকটা জিনিষ খেয়াল করেছেন, ভারতীয় বদমাইশগুলা সবসময় আমাদের প্রতি অত্যন্ত বাজে ভাষা ইউজ করে।
তবে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেন আমাদের নিজেদেরই যেন অপূরণীয় কোন ক্ষতি না হয়ে যায়।

আমি জানি আমার কমেন্ট পড়ে কিছু “হৃদয়ে ভারত” টাইপের নামে বাংলাদেশী কামে ভারতের চামচা মার্কা পাবলিকের গায়ে রীতিমতো আগুন লেগে গেসে!!

আমি জানিনা দিবালকের মতো স্পষ্ট একটি কথা আমাদের অনেকে কেন বুঝতে চায়না যে ভারত কোনদিন আমাদের বন্ধু ছিলনা, বন্ধু নয়, সুদূর ভবিষ্যতেও ভারত

আমাদের সাথে বন্ধুত্তের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মনে হয়না, ভারত আমাদের কেবল ক্ষতিই করতে চায়।

যাও বাংলাদেশিরা এগিয়ে যাও , সবাই তোমাদের সাথে আছে!!
ভাই এই যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল, কারন ভারত আমাদের প্রতি গত কয়েক বছর যাবত যে আচরন করছে, সরকার তাদের প্রতিহত করতে কোন উদ্দেগ তো নিচ্ছেইনা, বরং কিছু অসৎ ভারতের দালাল পারলে দেশটাকে ভারতের কাছে বেচে দেয়। উপরন্তু এই হ্যাকিং এর কাহিনী কিন্তু বদমাইশ ভারতীয়রাই প্রথমে শুরু করেছিল, আমাদের হ্যাকাররা এখন উপযুক্ত জবাব দিচ্ছে। আরেকটা জিনিষ খেয়াল করেছেন, ভারতীয় বদমাইশগুলা সবসময় আমাদের প্রতি অত্যন্ত বাজে ভাষা ইউজ করে।
তবে আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে যেন আমাদের নিজেদেরই যেন অপূরণীয় কোন ক্ষতি না হয়ে যায়।

আমি জানি আমার কমেন্ট পড়ে কিছু “হৃদয়ে ভারত” টাইপের নামে বাংলাদেশী কামে ভারতের চামচা মার্কা পাবলিকের গায়ে রীতিমতো আগুন লেগে গেসে!!

আমি জানিনা দিবালকের মতো স্পষ্ট একটি কথা আমাদের অনেকে কেন বুঝতে চায়না যে ভারত কোনদিন আমাদের বন্ধু ছিলনা, বন্ধু নয়, সুদূর ভবিষ্যতেও ভারত আমাদের সাথে বন্ধুত্তের সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মনে হয়না, ভারত আমাদের কেবল ক্ষতিই করতে চায়।

Level 0

And the winer is “internet data packege”.