একটি হস্টিং একাউন্টে একাধিক ডোমেইন হস্ট করারাই হল Addon Domain । মনে করেন আপনার দুটি ডোমেইন আছে। আপনি একটা ডোমেইন দিয়ে হস্টিং একাউন্ট নিছেন , এখন আপনি নতুন করে আর কোন হস্টিং নিতে চাচ্ছেন না কিন্তু আপনি আপনার অপর ডোমেইনটিও হস্ট করতে চাচ্ছেন । আর এই কাজটিই করা হয় Addon Domain ডোমেইন দ্বারা । তবে সব হস্টিং প্রোবাইডার আপনাকে এই সুবিধা নাও দিতে পারে । কাজেই হস্টিং কেনার আগে আপনার প্রোবাইডার থেকে বিস্তারিত যেনে নিন ।
প্রথমে সি-প্যানেলে লগইন করে ডোমেইন ট্যাব থেকে Addon Domain এ ক্লিক করেন।
তারপর আপনার ডোমেইন নেইম , ইউজার নেইম, এবং পাসওয়ার্ড দিয়ে “Add Domain” এ ক্লিক করেন । ব্যস কাজ শেষ ।ডোমেইনটি আপনার সি-প্যানেলে এড হয়ে গেছে। পাবলিক এইচটিএমল ডাইরেক্টরিতে তৈরিকৃত ফোল্ডারটিই (Yourdomain.com) আপনার ডোমেইন এর জন্য নির্দিষ্ট ডাইরেক্টরি । ঠিক এভাবেই একটি সি-প্যানেলে একাধিক ডোমেইন ব্যবহার করতে পারবেন ।
বুজতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট এ লিখে যাবেন। উত্তর দিতে চেষ্টা করব।আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। সবাই ভাল থাকবেন।
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
valo laglo.