নতুন পাসপোর্টের আবেদন করেছেন ? অনলাইনে জেনে নিন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না ।

বন্ধুগন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। পাসপোর্ট সম্পর্কে অনেক ব্লগ লেখা হয়েছে। এ ব্যপারে আপনারা অনেক দক্ষ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে। যারা নতুন পাসপোর্ট আবেদন করে আসছেন তারা এখন থেকে অনলাইনে ই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না। তাহলে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়ে গেছে। প্রথমে আপনাকে

নিচের লিংকটিতে ক্লিক করতে হবে।

http://www.immi.gov.bd/passport_verify.php

তার পর নিচের মত একটি পেইজ আসবে। ঠিক দিয়ে দেখানো যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি থেকে লাল কালি দিয়ে দেখানো সর্ব শেষ ৫টি ডিজিট টাইপ করুন। এবং Date of Birth জন্ম তারিখ টি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আশা করি আপনার তথ্যটি পেয়ে যাবেন।

undefined

সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি বিডিফয়ছল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Foysol Ahmed Dowara Bazar, Sunamgonj.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টি অবগত করার জন্যে ধন্যবাদ।

কাজের জিনিস, ধন্যবাদ

কাজের জিনিস, ধন্যবাদ

thanks a lot to share this important tune…………..

ধন্যবাদ,,,,,,,,,,,,,

অনেক ধন্যবাদ, কাজের জিনিস,এই সাইটে অনেক কিছু রয়েছে।

Level 2

thanks, parle new driving license er tao janle share koren !

Level 0

ভাই আমার পার্সটটি সঠিক কিনা তা দেখার কোন ব্যবস্থা আছে কি না?

কাজের টিউন.অনেক ধন্যবাদ।

Thanks vai.

বাংলাদেশের পাসপোর্ট অফিস যে কি জিনিস তা ভুক্তভোগী মাত্র জানে। bdfoysol ভাইকে বলছি, আপনি কি এটা পরীক্ষা করে দেখেছেন? আমি ৫/৬ মাস আগে কি যে নিদারুন তিক্ত অভিজ্ঞতা হয়েছে তা বলার মতো না। স্ত্রী আর মেয়ের পাসপোর্টের জন্য আমাকে মোট ৫ বার যেতে হয়েছে। বলা বাহুল্য সেখানকার স্টাফদের ব্যবহার কত্তো বাজে। এখানে যে ফোন নাম্বার গুলো দিয়েছে, আপনারা ফোন করে দেখুন, কেউ ধরবে না। টিউনারকে অবশ্যই ধন্যবাদ, কিন্তু মনে হয় না যে খুব একটা কাজে দেয়।

    Level 0

    @শামীম রাহমান:

    আপনার কথা ১০০% সত্য। তবুও হোক ডিজিটাল। সময় নিক। ধন্যবাদ

      @bdfoysol: আপনার মতো আমিও সেই সোনালী দিনের প্রত্যাশায় রইলাম। আমাদের পড়শি দেশের এসব বিভিন্ন সুবিধা দেখলে মাঝে মাঝে খুব ঈর্ষা হয়। আপনি দরকার হলে রেলের টিকিট কিনতে পারেন অনলাইনে। আর আমাদের এখানে, টিকিট কেনা তো দূরের কথা; রেলের সময়গুলো পর্যন্ত ঠিকমতো দেয়া নেই। দেখুন, ডিজিটাল বাংলাদেশ তৈরীর মাঝে সবচেয়ে বড যে প্রতিবন্ধকতা, তা হলো আমাদের দেশের সরকারের আইটি বিশেষজ্ঞদের এই বিষয়ে বিশেষ অজ্ঞতা। “The guys who produce these systems, doesn’t even know how to implement them”। সবচেয়ে আগে যেটা প্রয়োজন, তা হলো সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মুখে শুধু বললেই হবে না “আমরা ডিজিটাল বাংলাদেশের পথিকৃ”।

      দৃষ্টব্য: বানান ভুলের জন্য ক্ষমা চাইছি সবার কাছে। আজ অনেকদিন পর এত্তোগুলো বাংলা লেখা লিখলাম।

Level 0

perfect সময়ে perfect জিনিসটা দিলেন। ধন্যবাদ

অকেকের কাজে লাগবে, শেয়ার কারার জন্য ধন্যবাদ।

Level 0

many thanks

ধন্যবাদ

বাংলায় SEO ফোরাম http://itearn.com/forum

Thank you

Khub sundar

Level 0

খুব দরকারি পোস্ট

Level 0

@ansar3135:
Thanks