Windows Xp তে ব্যবহার করুন Windows 7 এর থিম

Windows 7 এখন মানুষের মনে বেশ ভালো করেই স্থান নিয়ে নিয়েছে।কিন্তু দূঃখের কথা যারা Low কনফিগারেশন এর কম্পিউটার ব্যবহার করেন তারা উইন্ডোজ সেভেন এর কথা মাথায় আনতে পারেনা।কারন windows 7 সাপোর্ট করবে না।কিন্তু আপনার বন্ধু আপনার সামনে উইন্ডোজ সেভেন ব্যবহার করবে আর সেই উইন্ডোজের গ্রাফিক্সে মুগ্ধ হয়ে আপনি শুধু আহাজারি করবেন এটা কি ঠিক? আর তাই একটাই উপায় আছে।তা হল,windows 7 এর গ্রাফিক্স সমৃদ্ধ windows 7 এর থিম।যেটা কিনা আপনি আপনার windows xp তে ব্যবহার করতে পারবেন।তাই দেরি না করে এখনি ডাউনলোড করুন।

Click Here for Download

টিউন পড়ার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করবেন।

[প্রথম প্রকাশঃ ILoveUBangladesh.Blogspot.Com]

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Windows Xp তে Windows 7 এর থিম ব্যবহার করলেই কি Windows Xp, Windows 7 হয় ?
ফিচারগুলো পাবে কোথায় ?

Thanks for your tunes.

পরে কি সমস্যা হবে?

Level 0

Windows Xp তে কোন থিম ব্যবহারে কোন প্রকার সমস্যা হয় না।আমি নিজে Crystal XP,Vista,Mac,Windows 7 ব্যবহার করেছি।তবে একবার ইন্সটল করার পর XP সেটাপ দেয়ার আগে পর্যন্ত এটি আনইন্সটল করা উচিত না।তাহলে Xp কনফিগারেশন সমস্যা হতে পারে অথবা অনেক ডাটা কাজ নাও করতে পাড়ে।কারন এই থিম গুলো অনেকটা মূল সফটওয়ার এর আদলে তৈরী হয়।যার ফলে xp-র অনেক কনফিগারেশন বৃদ্ধি পায়।তাই xp সেটাপ দেয়ার আগে পর্যন্ত থিম ব্যবহার নিশ্চিন্তে করা সম্ভব।
ধন্যবাদ আপনাদের মন্তব্য করার জন্য।

Level 0

ভাই নিলাম দেখি Windows 7 করা যায় নাকি
Thanks…..

ভাই আমি setup দিতে পারছি না
pls help me
জলদি জানাবেন।

    Level 0

    ভাই সুদিপ,দুঃখিত দেরি করে রিপ্লাই করার জন্য।ভাই,আপনি মনে হয় আনজিপ করেন নাই।যদি করে থাকেন তবে আশা করি সমস্যা হবে না।তার পরও যদি সমস্যা হয় তবে জানাবেন।

unjip করার পরে setup ফাইল পেলাম না,
কি করতে পারি
my mail [email protected]

Level 0

download hoy, unjip o hoy. but setup kora jai na.

Level 0

এইসব থিম ইউজ করার চেয়ে না করাই ভাল।

Level 0

vai unjip kore kibhabe?Parsi na.Plz …….