অনলাইনে টাকা উপার্জন নিয়ে প্রতারণা ! প্রতারিত হবার আগেই সাবধান হন ।

অনলাইনে টাকা উপার্জন তথা আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে। বৈদেশিক আয় এর একটা অংশ এখন অনলাইন থেকে আসা শুরু করেছে । বিশেষ করে আমাদের তরুণ সমাজ অনলাইনে অর্থ উপার্জনে মুখ্য ভূমিকা রেখে আসছে। বিগত কয়েক বছর আগে মুষ্টিমেয় কিছু তরুণ অনলাইনে কাজ করত। তবে বর্তমানে স্কুল,কলেজ,ভার্সিটির ছাএ থেকে শুরু করে অনেক পেশাদার চাকরিজীবীরাও অনলাইনে কাজ করতে শুরু করেছে। এমনকি অনেকে এটাকে পেশা হিসেবে নেওয়া শুরু করেছে ।অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট।

আর বর্তমানে অনলাইনে টাকা উপার্জন নিয়ে বর্তমানে কিছু অতি লোভী লোক উঠে পড়ে লেগেছে। তারা অনলাইনে টাকা উপার্জনের লোভনীয় অফার দিয়ে অনলাইনে টাকা আগ্রহীদের সাথে নানারকম প্রতারণা করছে ।এমএলএম/হাইপ এর আদলে শতশত ওয়েব সাইট খুলে আগ্রহীদের সাথে প্রতারণার পাশাপাশি অর্থ আত্তসাত করছে একটি লোভী চক্র। অনলাইনে আয় নিয়ে প্রতারণার মুলে বাংলাদেশে এমএলএম এবং হাইপ টাইপের ওয়েব সাইটই বেশি জড়িত। আর পিটিসি সাইট গুলোর শতকরা ৯৯ ভাগই ভুয়া।

আপনারা হয়ত কিছু ওয়েব সাইট এর নাম শুনে থাকবেন যেমনঃ unipay2u /speakAsia যেগুলো বাংলাদেশ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। কিছু অতি সাধু এবং মিষ্ট ভাষী লোকের কথায় অনুপ্রাণিত হয়ে হয়ত অনেকেই অনেক টাকা হারিয়েছেন । ঠিক এই সাইট গুলোর মূল্য থিম অনুসরণ করে নতুন নতুন দেশি বিদেশি অনেক ওয়েব সাইট এবং অনেক কোম্পানির আগমন হচ্ছে। যারা কিনা নামে মাএ গভঃ রেজিঃ দেখিয়ে বা বিনা অনুমোদনে কাজ করতেছে। অনেকে বিভিন্ন লোকেশনে অফিস নিয়েও কাজ শুরু করছে। তবে বাস্তব হল কিছুদিন পর এদের অফিস বা মালিক বা এজেন্ট কাউকেই হাতের নাগালে পাবেন না ।

কারা প্রতারিত হচ্ছে:

    • কলেজে বা ভার্সিটির ছাএরাই বেশি প্রতারিত হচ্ছে এসকল ওয়েব সাইটের সাথে কাজ করে ।
    • যারা অনলাইনে নতুন বা অনলাইনে অতি অল্প সময়ে টকা আর্ন করতে আগ্রহী।
    • যারা অতি লোভী এবং যারা অপেক্ষাকৃত সহজ সরল।
    • যারা অনলাইনে কোন কাজ না জেনেই আর্ন করতে ঘুরে বেড়ায়।

    বর্তমানে কিছু মিষ্ট ভাষী লোক নতুন কিছু সাইট নিয়ে মাঠে নেমেছে। একটু সাবধান হলেই এই প্রতারক চক্রগুলোর প্রতারণা থেকে বাঁচতে পারবেন ।

    যেভাবে বুঝবেন প্রতারকদের প্রতারণা :

      • তাদের ওয়েব সাইটে সদস্য পদের জন্য টাকা দাবি করবে।
      • অনেকে আবার আপনার মেম্বার-শিপ আপগ্রেড এর জন্য টাকা দাবি করবে।
      • তারা আপনাকে টকা আয়ের বিভিন্ন উপায় দেখাবে যেমনঃ তাদের ওয়েব সাইটে কোন সদস্য রিফার করা,আপনাকে কিছু অ্যাড দেখতে বলা , অনলাইন সার্ভে করা ।
      • অনেকে আপনাকে টাকা ইন-বেস্ট করতে বলবে যা থেকে একটা লাভাংশ আপনাকে দেবার প্রতিজ্ঞা থাকবে ।
      • বাইনারি সিস্টেমে আর্নিং দেখাবে অর্থাৎ মেন টু মেন আর্নিং সিস্টেম দেখাবে।

      মূলত এসকল পয়েন্টে লোভ দেখিয়ে ঐ সকল ওয়েব সাইট প্রতিষ্ঠিত । এই সাইটগুলোর কেউ কেউ আবার শুরুর দিকে মেম্বারদের সামান্য পরিমাণ টাকা প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর এদের আর খুঁজে পাওয়া যায়না। যার অনেক নজির আছে এবং এটাই সত্য যে এই সমস্ত ওয়েব সাইট শতকরা ৯৫ ভাগ হারিয়ে যায় এবং নির্দিষ্ট একটা সময়ের পর ১০০ ভাগই হারিয়ে যায় । তাই এইসবের পেছনে লোবে পড়ে সময় নষ্ট করার আগে ভেবে চিন্তে করাটাই বুদ্ধিমানের কাজ।

      লেখাটি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে  প্রকাশিত ।

      Level 0

      আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

      Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


      টিউনস


      আরও টিউনস


      টিউনারের আরও টিউনস


      টিউমেন্টস

      ১০০% সহমত । সময় উপযোগী লেখা। প্রিয়তে।
      নির্বাচিত পোষ্টে অনুরুধ রইল।

      ধন্যবাদ সুন্দর একটি সচেতনতা মুলক টিউন করার জন্য। নির্বাচিত পোষ্টে অনুরুধ রইল। ভাল থাকবেন।

      Level New

      valo post vi…

      Level 0

      অসাধারন টিউন। Dolancer এবং Skylancer তরুন দের বিপথগামী করছে। শুধু Click করে যদি উপার্জন হয়, মেধার বিপুল অপচয় হবে। যখন প্রতারক কোম্পানি গুলো পালাবে, হাজার হাজার তরুন সেই আগের মত পস্তাবে। GGN, Tienfang, Biznas, ITnas, Uni2pay, SpeakAsia সহ আরও অসংখ্য প্রতারক কোম্পানি বিপুল টাকা লুটে নেবার পরও আমাদের শিক্ষা হয় না কেন?

      খারাপ না। বরং বেশ ভালোই বলছেন 🙂

      techtunes member ra jeno protaronar haat theke bach te pare se jonno post ti nirbachito kora jete pare

      vai amar 7000 taka pachalen, ta na hole kale ami die detam many many thankssssssssssss

      অনেক সুন্দর লিখেছেন। ফেসবুকে শেয়ার করলাম।

      row forex namay ekti protisthan 1 lac e monthly 17000/= tk ditay chay !!!!!!!!!!!!

      karo e bishoy jana thaklay ektu help korun.

      tune er jonno thanks

        @অন্তর: টাইম করে বিস্তারিত লিখার ইচ্ছা আছে । ছোট একটি কথা তা হল ফরেক্সে যারা টাকার গাছ ভেবে থাকেন, তারা সাবধান ।

      Level 2

      Forex er bepare ai rokm prostab pele na jaoyai valo. Nije forex sikhon. Ato taka invest kora lagbe na. 100 taka diyeo trade kora jay :p. Forex valo vabe sikhte parle valo kisu korte parben. Tasara onk forum post er binimoye taka dey. Oi taka diyei trade kkora jay. Apnar taka invest korar dorkar o nai.

        @lanju: একটি কথাই বলব”ফরেক্সে যারা টাকার গাছ ভেবে থাকেন, তারা সাবধান ।”

          Level 2

          @বিপুল বিডি ০৮: হুম। জানি ভাইজান। এইখানে একদিনে কোটিপতি যেমন হওয়া অসম্ভব নয়। তেমনি একঘন্টায় ফকির হওয়াও ঘটনা না। তবে বেশি করে স্টাডি আর ডেমো করলে আর যদি ধৈর্য্য থাকে তাহলে শেখা সম্ভব। আমি শেখার চেষ্টা করতেছি ৬-৭ মাস যাবত।

      Level 0

      bipol bd 08 vai apni ki kono prove dite parben je company gula vuwa….naki hudai tune korlen…

        Level 2

        Vijan click er kajta korar theke jodi keo akta course kore thn lifetime income possible. Ai sokol company er ai kaj gulo korle apnar medhar opochoy chara kisue na. Bangalir sovab e amon.

        @hasibur: পোষ্টি ভাল করে পরেন। তাহলে আপনি নিজেই বুজবেন।
        আর প্রমান এর কথা বলতেছেন? Mask ভাই যে কমেণ্ট দিছে তা পড়ে দেখেন >

      Level 0

      Vi Ame Dolancer.com ar akta account neta chase
      kamon hoba akto janaban amay
      Dolancer Site Ta ke Valo Na Kharap
      Dolancer Account Thaka ke Taka Paoya Jaba
      Akto Bolban

        @MD: এই সাইটগুলোর কেউ কেউ আবার শুরুর দিকে মেম্বারদের সামান্য পরিমাণ টাকা প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর এদের আর খুঁজে পাওয়া যায়না। যার অনেক নজির আছে এবং এটাই সত্য যে এই সমস্ত ওয়েব সাইট শতকরা ৯৫ ভাগ হারিয়ে যায় এবং নির্দিষ্ট একটা সময়ের পর ১০০ ভাগই হারিয়ে যায় । তাই এইসবের পেছনে লোবে পড়ে সময় নষ্ট করার আগে ভেবে চিন্তে করাটাই বুদ্ধিমানের কাজ।

      Level 0

      এসব দেখলে খুব খারাপ লাগে! গতকাল একজন skylancer.com একাউন্ট ধারী ছেলের সাথে কথা বললাম । সে বলল $10=750 দিয়ে একাউন্ট করেছে এবং ৮ জন ফ্রেন্ডকে জয়েন করিয়েছে। তাকে আরো $90=6750 জমা দিতে হবে অথবা ঐ কাজ করতে হবে তারপর থেকে টাকা তুলতে পারবে। এ পর্যন্ত সে $1.86 ইনকাম করেছে। কিন্তু এখন আর কোন লিঙ্ক আসে না ক্লিক করার মতো।

      Level 0

      amader bangali der akta prob holo tara onno karor valo shojjo korte pare na…………vai ami graphic designing a course korsi abong akhon akta company te kaj kortesi…..but odesk, freelancer agulate bid koreo kono kaj pelam na aj projon to….jara kore tader kache help nite gele tara bole bid korte thako akdin kaz paba…r a vai shudhu to bolle hobe na….tricks tao to bolte hobe….r jara amader akhon click kore aktu taka ayer poth dekhache tara naki vuwa…parle kono prove den na vai je ae company gula vuwa….

        Level 2

        Keo ghomiye thakle take jagano jay but keo jege jege ghomale take jagano somvob na.

        Odesk a account kore bid kora soro korlei kaj korben ata vaba thik na. Odesk er bivinno test diye 100% profile complete kora lage. Thn profile sajate hoy. Valo portflio banate hoy. Thn bid. R 2-1 month bid kore hotas hole cholbe na. Lege thakte hobe. Shortcut a kisu pabar try koiren na.

        @hasibur: @hasibur: lanju ভাই আপনার কথা জবাব দিয়ে দিছে । আর ভাই প্রমান দিবার কি?? unipay2u /speakAsia এরা যে বিডি থেকে টাকা নিয়ে ভাগছে তা নাজেন না? না যেনে থাকলে আপনি ক্লিক করে যান , আপনারে না করে নাই কেউ। আমার বলার ইচ্ছা আমি বলে গেছি । আর একটা বড় কথা বলে রাখি মনে রাখিয়েন , আপনাদের dolancer, skylancer যাই বলেন না কেন , আগামি কয়েক মাসের মধ্যেই হারিয়ে যাবে । তখন আমার এই পোষ্ট এর কথা আর নিজের কথা মনে করে নিজেই হাসবেন ।

      Level 0

      vai ashole apnader kichue bolar nai……..karon jara beshi bujhe tader ke to r kichu bujhanor thake na..

        Level 2

        Hmmm vi… Apmar jonno odesk na apni click koren…

      Level 0

      অত্যন্ত প্রয়োজনীয় একটি টিউন। আপনাকে ধন্যবাদ। MLM নিপাত যাক 🙂

      Level 0

      apnar mulloban montobber jonno apnake onek dhonnobad Mr. Lanju

      Erokom ekta lekha amio likhecilam. Dekhte paren asole kivabe PTC site gulo amader dhoka disse.
      http://www.liton-online.com/?p=1224

        @Liton-Online.com: ভাই আপনি আবার আইছেন আপনার সাইট এর লিঙ্কে ক্লিক নিতে? 🙂 নিজের ওয়েবের লিঙ্ক না দিয়ে টিটিতে পিটিসি নিয়ে টিউন আছে তা দেন । অর টিটিতে একটা টিউন করেন । তাতে সবার কাজে আসবে । ধদন্যবাদ ।

      Level 0

      খুবই দরকারি একটা পোস্ট… সবারই এখন সচেতন হওয়া উচিত।

      Level 2

      বিস্তারিত চুলচেরা বিশ্লেষন পাবেন নিচের লিংক থেকে।

      http://aishaon.wordpress.com/2011/11/27/dolancer-gambling/

      http://techprithibi.com/pskpartha/1090

      বিপুল বিডি ০৮>>
      Abar mane? Apnar kotha khub aggressive. Ami link click nite asini. Hudai kotha baran ken? Ami tune korecilam but pending karon kisudin age thekei TT online earnings er upore kono post publish kore nai.
      Ami apnar related post dici. Onnay to kisu korini. R amar site emnitei chole tt theke click nite hobe keno? PR 2.

      Ami BD,hasibur ke uddessho kore link ta diyecilam. Sorry brother. Amar emon kono intension cilo na link click korar. R ami amr site theke kono earn kori na so click koranor to prosnoi ase na.
      PTC site er uddessho ebong aro dorkari kisu kotha likhecilam.

      Level 0

      আমাদের দেশ গরীব দেশ, আমরা সবাই গরীব, তাই আমরা সবাই হয়তো চাই কিছু টাকা কামিয়ে অন্যান্য ধনীদেশ দের কাতারে আসতে। আর আমাদের এই স্বপ্নকে কাজে লাগিয়ে এক দল লোভী, ভন্ড, প্রতারক পশু আমাদের সাথে প্রতারণা করছে। এরা আমাদের সাথে প্রতারণা না দেশের সাথে প্রতারণা করছে। যে দেশে তাদের জন্ম সে দেশের সাথে বেইমানী করছে। এই সব পশুরা অর্থে জন্য নিজ মা-বাবা, ভাই-বোন এর গলায় ও ছুরি ধরতে রাজি। আমার মতে এরাও এক প্রকার রাজাকার। এদের ও বিচার হওয়া দরকার।

      @বিপুল বিডি ০৮>> Etake fun bole na. Karon ekhane sobai dekhse ke ki bolse. Amr image niye emon kotha apni bolte paren na. Apnar lekhata valo legece tai barti kisu aro kotha jeta niye ami likhecilam tar link diyecilam. Manuser kaje lagbe vebe. Amar joto dur mone pore apni er ageo eki kotha bolecilen kono ek post e. Ami etodin dekhini apnar comment porei check korlam amar tune ti publish kora hoyece.

      https://www.techtunes.io/freelancing/tune-id/74725/

      বিপুল বিডি ০৮>> Apnio.

      সচেতনা মুলক এবং সময় উপযোগি পোষ্ট । টেকটিউনের ভিজিটর দের জন্য টিউনটি স্ট্রিকি বা নির্বাচিত করার অনুরুধ রইল। ধন্যবাদ ।

      Level 0

      @bipul bd 08…vai apni to nijae janen na dolancer r skylancers er kaz ki…jodi janten tahole unipay2u /speakAsia er shate compare korten na….jehetu apni na jene tune korsen otoeb apnake amar bolar kichue nai…..

        @hasibur: apni abar comment dete aisen ken? apnare to bolse apni click korte thaken. and koek month por amar sathe contact koiren issa hole.

        ami na jene tune korse valo apni jeheto janen so parle tune koren. ojotha bok bok na kore.

      Level 0

      oi miya jodi comment dekhar shamortho na thake to tune koren kan…………voy pan naki….

        @hasibur: এই টিউনে যারা যারা কমেন্ট দিছে তাদের সাথে আপনি আপনার নিজের তুলনা করেন তবেই আপনি আপনার অবস্থান বজতে পারবেন ।

          @বিপুল বিডি ০৮: অনেক কাজের টিউন বিপুল ভাই। সচেতন মুলক পোষ্ট। টেকটিউনের ভিজিটর দের জন্য টিউনটি স্ট্রিকি বা নির্বাচিত করার অনুরুধ রইল। ধন্যবাদ ।

        @hasibur: আপনার মাথায় সমস্যা আছে নাকি? আবুল তাবুল কথা কন কেন? নাকি আপনি কোন মলম (এমএলএম )ব্যবসার সাথে জরিত নাকি? না হলে তো এই রকক কথা বলার মানে হয় না। যদি ক্লিক করে টাকা কামাই করেন সমস্যা নাই তো পারলে আমাদের জন্য টিটিতে লিখে দেখান। অবস্য টিটি লিখে আপনার লেখা পাবলিশই হবে না। কারন অই সমস্ত সাইট নিয়ে কোন লেখা টিটি allow করে না।

          Level 2

          @Bangla Tuner: টাহার নেশা লাইগছে। মলম পার্টি টিটিতে।

      Level 2

      আজ ডুল্যান্সার নিয়ে ফিচার করল দৈনিক ইত্তেফাক!! আমরা যেখানে ডুল্যান্সার স্কাইল্যান্সারের মতো প্রতারণামূলক সাইটগুলোর বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলছি সেখানে এই ধরণের সাইটকে প্রমোট করছে মূলধারার গণমাধ্যম!! এগুলোকে যদি বন্ধ করা না যায় তবে দেশের ফ্রিল্যান্সাররা বাইরে নিজেদের পরিচয় দিতেও অস্বস্থিবোধ করবে কদিন পর। সাধারণ মানুষ জানবে ফ্রিল্যান্সিং মানেই ডুল্যান্সার আর এমএলএম করা! ইতিমধ্যে এধরণের কথা বাইরে প্রচুর শোনাও যাচ্ছে!

      Level 0

      hhmmm bujhlam vai apnara khubi chalak chotur manush……………..

      JustBeenPaid.com সম্পর্কে কারো ধারনা আছে? এটা কি Trusted? এখানে Invest করলে প্রতিদিন ২% Profit দেয় । PLZ HELP ME……

        @Md.Rokibul islam: Invest না করাই বেটার, কারন ে সমস্ত সাইট খুব বেশি দিন মারকেটে থাকে না। বাকিটা আপনার ইচ্ছা

      Level 0

      বাইনারি সিস্টেমে আর্নিং দেখাবে অর্থাৎ মেন টু মেন আর্নিং সিস্টেম এইট বুজলাম না ।

        @sbn5233: Binary ইংরেজি শব্দ যা বাংলা দ্বারায় “দ্বিমূল” এতা মুলত MLM সাইট গুলোর একটা প্লেনিং । মনে করেন আপনি সদস্য হলেন আপনার আন্ডারে আরএকজন সদস্য হল আবার তার আন্ডারে আরএকজন সদস্য ঠিক এই ভাবে কোম্পানি গুলো একটি প্ল্যানিং করে । এবং সারকেল তৈরি করে। ধন্যবাদ ।

        @sbn5233: Binary means is 1:1 what bear two site left and right and all site have been linked by one

      Level 0

      আমার মতে সবচেয়ে সহজ মাধ্যম হল গুগল এডসেন্স।তবে একাউন্ট পাওয়া আর সোনার হরিণ হাতে পাওয়া একই কথা। কোন পিটিসি বা এমএলএম জাতীয় সাইটে অযথা সময় নষ্ট না করে এখনি কাজে নেমে পড়ুন। শুধুমাত্র আর্টিকেল লিখে এবং seo এর কিছুটা কাজ করে এখান থেকে অনায়াসে আয় করতে পারেন। আর পাশা পাশি শিখতে থাকুন html,javascript,php আর হয়ে যান একজন ওয়েব ডেভেলপার! আমিও গুগল এডসেন্স দিয়ে শুরু করেছিলাম… আর সারা দিন রাত পড়ে থাকতাম বিভিন্ন প্রোগ্রামার টিউটোরিয়াল সাইট গুলো তে। যেমন w3schools, webcoachbd এবং আরো অনেক সাইটে।সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি গুগল থেকে।কারো কাছ থেকে বিন্দু মাত্র সাহায্য পাইনি। টেকটিউনের এমন কোন গুরুত্ব পুর্ন লেখা নাই যা আমি পড়িনি !এবার এর এডসেন্স এর টাকা দিয়ে একটা দেশী ল্যাপ মানে দোয়েল স্টান্ডার্ড-২৬০৩ কিনেছি। মাত্র কুড়ি হাজার ৮০০ টাকা দিয়ে।সবাই আমার জন্যে দোয়া করবেন! ০১৭১০৭৭১১৯৫( আসলাম, ঢাকা )

      Level 0

      কিন্তু সমস্যা হচ্ছে ভাই যারা সাধারনত প্রতারনার মিকার হয়, তারা কেউ এই পোস্টগুলো পড়ে না। মানে তাদের অনলাইনের সঙ্গে যোগাযোগ কম। ধন্যবাদ সচেতনতামূলক পোস্টটি করার জন্য। সরকারের এই ব্যাপারগুলো নিয়ে আরো সিরিয়াস হওয়া উচিত বলে আমার মনে হয়।

      Level 0

      সহজভাবে আয় করতে চাইলে একটা কাজ করতে Affiliate Marketing মোটামুটি ভাল earn করা যায় । আমি দুইটা সাইটের লিং দিচ্ছি http://www.marketbay.com & http://www.officialtvstream.com.es/ . আমি http://www.officialtvstream.com.es/ থেকে এ পর্যন্ত $330 উয়িতড্র করেছি।

      bipul vai and hasibur vai apnader comment gulo ami etokhon monojog dia poralam,and ekta bisoy bujhte parlam je apnara ei bisoy take ghola kore felechen.ami tech tunes a notun apnader help ami asha kori .thanks

      সর্তকতা মূলক টিউনের জন্য ধন্যবাদ

      tuhinb vai apni jei site tar link dilen okhane ki kono prokar accnt khulte hoy?affiliate marketing a to nijer ekta nirdishto ay thake ebong pasapasi marketting koreew r o kisu ay kora somvob,kindly ektu clear korben

        @nemesis HIRA: আমি আমার থিউরি দিয়ে কথা গুলো বলেছি অ্যান্ড কিছুতা যুক্তি দিতে ট্রাই করছি । বাকিটা আপনাদের বেপার । ভাল থাকবেন বাই ।

        Level 0

        @nemesis HIRA: এই সাইট গুলা তে একাউন্ট করার পর এই থেকে লিং পাবেন যেগুলো marketing করবেন

      ebar arekta bisoy seta holo dolancer and skylancer ei duto company alada alada,dolancer holo emon ekta company jar md holo bangladesher 10 jon it expert er moddhe ekjon,rokon u ahmed uni ei companyr kaj ta bangladeshe enechen bangladesh ke arektu developed korar jonno.er dara upokqar hosse bangladesher remitense barano,net a kom somoye earn kore sabolombi hoya,abr er dara govt kor passe,etc.ekhon jete dekhar bisoy amra esob company niye sonkito cz chun kheye dhoi dekhle voy lage,amderv obostha onekta serokom.amra valo mondo jachai na kore sobaike chun mone kori dhoi ta chinter parina chenar chestaw korina,ami bolbo sobaike apnara esob company somporke valo mondo bichar bibechona kore tarpor mondo comments korben.

        @nemesis HIRA: বিপুল ভাই কিন্তু মন্দ কোন কথা বলেন নাই । আর বিপুল ভাই বাংলাদেশ এর আইটি এক্সপার্ট না হলেও টিটিতে একজন পরিচিত মুখ। এন্ড তিনি যে কথা গুলো বলেছেন না যেনে বা না বুঝে বলেছেন তা যুক্তি হীন। কারন তিনি যুক্ত দিয়েই লিখছে ।আর বিডির কোন ওরেব মাস্টার বা ফ্রিলেন্সার মলম ব্যাবসা পছন্দ করে না । কেন করে না তা সবাই জানে । আপনি চুন দিয়ে পান খেতে থাকেন , অ্যান্ড ওয়েট করেন দেখবেন আপনার চুন পানিতে মিশে যাবে খুব তারাতারি । তত দিনে হয়ত আপনি কোটি পতি হয়ে যাবেন , কিন্ত আপনার নিচের মেম্বার রা ফকির হয়ে যাবে।

      ami nije dolancer a 21000 taka invest kore 3 month a 18900 taka earn korechi,mane 300$ diye 270$ alredy earn korechi proved chaile dite parbo,ekhon company allah nakoruk jodi bondho hoye jay tahole amar koto taka loss holo? r jodi ontot r o 3 month thake tahole koto taka earn kora possible kindly apnara ektu vabe dekhben.amar ei jukti dekhano ta ke positive mone korar dorkar nai apnader ,apnader ami bolchina dollancer a invest korun shudhu etai bolte chai apnara kauke mondo bolar age ektu vabe chinte niben.amr kotha gulote keu monokosto pele khoma sundor drishti te dekhben. thank you all

        @nemesis HIRA: ভাই সময় থাকতে মলম ব্যাবসা ছাইরা দেন । আর হা টিটি মলম ব্যাবসার জায়গা না। ক্লিক করে টাকা কামাই টিটীর টিউনার বা ভিজিটর গ্রহন করে না । যারা আপনার মত আবাল তারাই এই নিয়ে টিটিতে আসে । থাকেন টিটিতে কিছু দিন ।কাজ শিখেন টাকা কামাই করেন তার পর ।

      @nemesis HIRA: নতুন আইডি নিয়ে আইছেন নাকি?
      একটা আজাইরা সাইট নিয়ে এতো কথা বলার কি? আর তিন মাস থাকলে আপনি টাকা কামিয়ে নিলেন ঠিকই । কিন্তু তিন মাস পর বন্ধ হলে নতুন যে মেম্বার ইনবেস্ট করে থাকবে তাদের টাকা আপনি দিবেন?
      দেখে আসেন http://techprithibi.com/pskpartha/1090

      tuner vai ami kintu bolinai company 3 month pore vege jabe,r ajaira site kontar kotha bollen seta bujhter parlam na kindly ek2 cdlear korben vai. r ami techtunes a notun tar mane amar id taw notun

      bangla tuner vai ami apnar deya link ta te gelam and khub valo laglo eta dekhe je onekei dolancer er post mortem kore onek ojana tottho diyeche and onek somoy nia toiri koreche ejonno apnake soho sobaike oshesh donnobad.really khub e valo laglo

      sanowar vai janina kon sence a apni amake abal bollen tobe jai houk valo mondo allah dekhbe kintu bebohar ta kindly ektu sonjoto korben plz,ami tt te new kaukei chinina hpyto somoyer bebodhane sobaikei chinte parbo and apnader kach theke help o pabo asha kori.dhonnobad

        @nemesis HIRA: ভাই কি আর বলব আপনাকে ! কমেন্ট দিছেন ভাল কথা । বুঝলাম বাংলা জানেন না । কিন্তু এই ভাবে সারি সারি করে বার বার কমেন্ট না করে একবারে কথা গুলো গুছিয়ে লেখলে ভাল হয় না কি? এমন ভাবে পোষ্ট করেন যে কমেন্ট যে পড়বে সেই বিরক্ত হবে । এনি ওয়ে বাংলায় গুছিয়ে কমেন্ট করার ট্রাই করবেন ।

      Level 0

      ভাই sheratonbd.com নামক P.T.C ওয়েবসাইট টি কি আসলে সত্য।plz জানান…

        @Powermun: পিটিসি সাইট গুলোর শতকরা ৯৯ ভাগই ভুয়া।sheratonbd.com এটার সম্পর্কে আইডিয়া নাই ।

      kico din age amr 1 jon boro vai ese bole niloy tomi to net us koro to amake 1 jon bollo je everyday naki $ 1 opajjon kora jaye….tao just 1 bar click kore naki paoa jaye……ami to sone obak……pore ami take bojalam……sekane naki 7000 take dia join korthe hoye…….ami bollam je ami karo kac theke soni nai je online job korte take dia join korthe hoye……so eta baje…..se amr kotha bissas korlo….se join kore ni…..erokom 3 jon amr kace asce ai subject ta nia tader ke bojia dici……& tara amr kotha bissas korce………..

      Level 0

      সময় উপযোগী লেখা । এই দুইএক দিন আগেই ওদের একজন আমাকে ভুংভাং অনেক কিছু বোঝাল 😛

      ভাল টিউন। ধন্যবাদ

      Level 0

      @বিপুল বিডি ০৮: Boss I am new so don’t mind,

      ভাই, বড় ভাই বাংলা ভাষা জানেন সুধু লেখাটা হয়তবা একটু সমস্যা, আপনি না হয় বাংলা কম্পজ এর কাজ করতেন তাই বলে ত সবাই বাংলা কম্পজ করতে পারবে আপনার মত এমন কোন যুক্তি techtunes এ নাই ,তাই না

      মানুষ যদি ২ টাকা ইনকাম করে ত আপনার লাগে কই?

      Level 0

      hmm, Onek sorol manus acea jara a protoroner shikar hoccea, amader desh take ashob kokon dur hove? Tune te korar jonno donnobad.

      Level 0

      আমি টেকটিউনস এ নতুন।@Tuhin ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই।কিভাবে সম্বভ কেউ যদি বলতেন আমার খুব উপকার হত।

      অনলাইন এ আয় করার জন্য একটি ভালো সাইট
      http://www.staff.com

      হায়রে পাবলিক ! আজিব দুনিয়ায় বাস করি । @Hemel20: আপনাকে টেকটিউন নিতিমালা উপর পড়াশোনা করার প্রয়োজন ।