অনলাইনে টাকা উপার্জন তথা আউটসোর্সিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক এগিয়ে। বৈদেশিক আয় এর একটা অংশ এখন অনলাইন থেকে আসা শুরু করেছে । বিশেষ করে আমাদের তরুণ সমাজ অনলাইনে অর্থ উপার্জনে মুখ্য ভূমিকা রেখে আসছে। বিগত কয়েক বছর আগে মুষ্টিমেয় কিছু তরুণ অনলাইনে কাজ করত। তবে বর্তমানে স্কুল,কলেজ,ভার্সিটির ছাএ থেকে শুরু করে অনেক পেশাদার চাকরিজীবীরাও অনলাইনে কাজ করতে শুরু করেছে। এমনকি অনেকে এটাকে পেশা হিসেবে নেওয়া শুরু করেছে ।অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট।
আর বর্তমানে অনলাইনে টাকা উপার্জন নিয়ে বর্তমানে কিছু অতি লোভী লোক উঠে পড়ে লেগেছে। তারা অনলাইনে টাকা উপার্জনের লোভনীয় অফার দিয়ে অনলাইনে টাকা আগ্রহীদের সাথে নানারকম প্রতারণা করছে ।এমএলএম/হাইপ এর আদলে শতশত ওয়েব সাইট খুলে আগ্রহীদের সাথে প্রতারণার পাশাপাশি অর্থ আত্তসাত করছে একটি লোভী চক্র। অনলাইনে আয় নিয়ে প্রতারণার মুলে বাংলাদেশে এমএলএম এবং হাইপ টাইপের ওয়েব সাইটই বেশি জড়িত। আর পিটিসি সাইট গুলোর শতকরা ৯৯ ভাগই ভুয়া।
আপনারা হয়ত কিছু ওয়েব সাইট এর নাম শুনে থাকবেন যেমনঃ unipay2u /speakAsia যেগুলো বাংলাদেশ থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। কিছু অতি সাধু এবং মিষ্ট ভাষী লোকের কথায় অনুপ্রাণিত হয়ে হয়ত অনেকেই অনেক টাকা হারিয়েছেন । ঠিক এই সাইট গুলোর মূল্য থিম অনুসরণ করে নতুন নতুন দেশি বিদেশি অনেক ওয়েব সাইট এবং অনেক কোম্পানির আগমন হচ্ছে। যারা কিনা নামে মাএ গভঃ রেজিঃ দেখিয়ে বা বিনা অনুমোদনে কাজ করতেছে। অনেকে বিভিন্ন লোকেশনে অফিস নিয়েও কাজ শুরু করছে। তবে বাস্তব হল কিছুদিন পর এদের অফিস বা মালিক বা এজেন্ট কাউকেই হাতের নাগালে পাবেন না ।
বর্তমানে কিছু মিষ্ট ভাষী লোক নতুন কিছু সাইট নিয়ে মাঠে নেমেছে। একটু সাবধান হলেই এই প্রতারক চক্রগুলোর প্রতারণা থেকে বাঁচতে পারবেন ।
মূলত এসকল পয়েন্টে লোভ দেখিয়ে ঐ সকল ওয়েব সাইট প্রতিষ্ঠিত । এই সাইটগুলোর কেউ কেউ আবার শুরুর দিকে মেম্বারদের সামান্য পরিমাণ টাকা প্রদান করে একটি নির্দিষ্ট সময় পর এদের আর খুঁজে পাওয়া যায়না। যার অনেক নজির আছে এবং এটাই সত্য যে এই সমস্ত ওয়েব সাইট শতকরা ৯৫ ভাগ হারিয়ে যায় এবং নির্দিষ্ট একটা সময়ের পর ১০০ ভাগই হারিয়ে যায় । তাই এইসবের পেছনে লোবে পড়ে সময় নষ্ট করার আগে ভেবে চিন্তে করাটাই বুদ্ধিমানের কাজ।
লেখাটি বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ।
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
১০০% সহমত । সময় উপযোগী লেখা। প্রিয়তে।
নির্বাচিত পোষ্টে অনুরুধ রইল।