আপনার ইন্টারনেটের সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করুন

আমরা আমাদের সবসময়ই চাই নিজে একা কম্পিউটার এবং নেট ব্যবহার করতে কিন্তু তা কি আর হয় ঘরে সাবারই ছোট ভাই বোন থাকে যারা গেমস খেলতে পটু । কিন্তু অনেকেরই বন্ধু বান্ধব আসে তারি বিভিন্ন পর্ন সাইটে ঢুকে কম্পিউরের ১২ টা বাজায় এই সব ঝামেলা থেকে এখন আপনি আশা করি মুক্তি পাবেন ।

এই সফটওয়ারটির আপনার পিসি কে আপনি চাইলেই কয়েকটি ব্রাউজার অনেকগুলো ওয়েবসাইট এমনকি উইনউজের ফাইল ছাড়াও অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন । যার ফলে আপনার বন্ধু বা ছোট ভাই বোন পর্ন সাইটে ঢুকতে পারবে না এমনকি আপনার এই সফটওয়ারটি আনইনস্টলও করতে পারবেনা কারন আপনি পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখতে পারবেন ।

d

s


আশা করি সফটওয়ারটি আপনাদের কাজে আসবে আর আপনাদের কাজে আসলেই আমার টিউনটি সার্থক । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । আর সর্বোচ্চ সিকিউরিটির জন্য ট্রাই আইকনটি হাইড করে রাখুন । এই টিউনটি একই সাথে আমার নিজের ব্লগে প্রকাশিত ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ইন্টারনেট ব্রাউজারের জন্য মজিলা ৩.৫.৩ ব্যবহার করি ।
ট্যাব হতে যখন আমার yahoo ID খুলি এবং পরবর্তীতে যখন পিসি চালু করি
তখন yahoo ID এবং password উভয়ই এন্টার করতে হয় যদিও remember my
password দেওয়া থাকে এবং মজিলার show my windows & tabs from last time দেওয়া থাকে ।
অনুরুপভাবে, techtunes এ আমার ID প্রতিবার পিসি চালু করার সময় এন্টার করতে হয় যদিও আমি সাইন আউট হই না ।
…………………………………………………………………………………………………………………
এ ব্যাপারে সাহায্য কামনা করছি ।

খুবই কাজের একটা জিনিস দিছেন…..ধন্যবাদ।