গুগল সম্প্রতি গুগল আর্থের সাথে গুগল বিল্ডিং মেকার যুক্ত করতে যাচ্ছে । একটা সাধারণ ফুটবলের থ্রিডি মডেল বানানোই যেখানে কষ্টসাধ্য কাজ সেখানে গুগল পুরো পৃথিবীর থ্রিডি মডেল বানানোর কাজ হাতে নিয়েছে । শুনে হয়ত অবাক হতে পারেন, এই কাজে গুগলের প্রধান অসুবিধা হচ্ছে জনবল সংকট।
একটা বড় কাজ নিখুঁত আর সহজে করার জন্য সবচেয়ে ভাল পন্থা হচ্ছে তাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, আর গুগল তাই করছে।
এই ব্যাপক ও কষ্টসাধ্য কাজ আরও সহজ ও নিখুঁত করে করার জন্য গুগল সকলের কাছে সহায়তা চেয়েছে । গুগল এই কাজটা সহজ করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে ।
গুগল আর্থ এবং থ্রিডি বিল্ডিং মেকার টুলস এর মাধ্যমে আপনাকে থ্রিডি মডেল বানানোর সব রকমের সুবিধা দেওয়া হবে । আর এর জন্য হাতে কোন স্কেচ বা এই জাতীয় কোন খসড়া করার প্রয়োজন নেই। আপনি সাধারণ ইমেইজ পিকচার (যা আপনি গুগল আর্থের মাধ্যমেই সহজে যোগাড় করতে পারবেন) দিয়েই একটি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরী করতে পারবেন । আপনি যদি শিওর না থাকেন কোথা থেকে কাজ শুরু করবেন তাহলে গুগল সারা বিশ্বের বদলে শুধু মাত্র আপনার নির্বাচিত শহরে আপনাকে নিয়ে যাবে । আপনি আপনার তৈরী এই মডেলটি গুগল ওয়্যার হাউসে সেভ করে রাখতে পারবেন ।
গুগল তাদের অফিসিয়াল ব্লগে বলছে " আপনি একটি বিল্ডিং নিন এবং তার থ্রিডি স্ট্রাকচার তৈরী করুন যা আমদের গুগল বিল্ডিং মেকার এবং গুগল আর্থের মাধ্যমে সহজেই পাবেন । যখন আপনি এই মডেল বানানো শেষ করবেন তখন আমরা আপনার এই মডেলটি দেখব এবং যদি এর চেয়ে ভাল স্ট্রাকচার আর না থাকে তাহলে আপনার এই স্ট্রাকচারটি গুগল আর্থের বিল্ডিং লেয়ারে যুক্ত হবে । কিংবা আপনি যদি এমন কোন মডেল তৈরী করেন যা পূর্বেই বানানো হয়েছিল, সেক্ষেত্রে আপনার তৈরী মডেল যদি আগের তৈরী মডেল অপেক্ষা ভাল কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে আপনার ছবিটি গুগল ওয়্যার হাউসের আগের ছবির জায়গা দখল করে নিবে। আপনি একটি সম্পূর্ণ বিল্ডিং মাত্র কয়েক মিনিটেই তৈরী করতে পারবেন ।"
গুগল প্রাথমিকভাবে ৫০টি শহরে (যার মধ্যে UK এর মাত্র দুটি শহর আছে -Cardiff এবং Birmingham) তাদের এই বিল্ডিং মেকার এর কাজ শুরু করতে যাচ্ছে এবং ভবিষ্যৎ এ তাদের এই পরিকল্পনা ও কাজের বিস্তার ঘটাবে ।
কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাদের কার্যক্রম কতটুকু অগ্রসর হতে পারবে সেটাই দেখার বিষয় এবং এ নিয়ে গুগলও সংশয় প্রকাশ করেছে । কেননা আমাদের দেশের (শুধু আমাদের দেশের না আমাদের প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপালের ও) অনেক রাস্তা-ঘাট, অফিস আদালত, ঘর-বাড়ি অফিসিয়ালি ডকুমেন্টেড না ।
লক্ষ্য করুন :
গুগল বিল্ডিং মেকার হচ্ছে একটি অনলাইন টুল যা কেবল মাত্র আপনার ব্রাউজারে (যেমন মজিলা ফায়ার ফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদিতে) ব্যবহৃত হবে ।
গুগল আর্থে বিল্ডিং তৈরীর আগে গুগল এ একাউন্ট খুলে নিন, যাতে আপনি মডেল তৈরীর মাধ্যমে থ্রিডি বিশ্ব তৈরীতে যে অবদান রাখছেন তার স্বীকারোক্তিটুকু থেকে বঞ্চিত না হোন (আপনার তৈরী মডেলের পাশে আপনার নাম থাকবে) ।
আপনি যে মডেলগুলো তৈরী করবেন সেগুলো গুগল ওয়্যারহাউসে সংরক্ষিত থাকবে ।
আপনি আপনার তৈরী মডেল এডিট করতে বা মডিফাই করতে গুগল স্কেচ আপ ( ফ্রি থ্রিডি মডেলিং টুল) ব্যবহার করতে পারেন ।
গুগল আর্থের সর্বশেষ ভার্সনটি আপনার কম্পিউটারে ইন্সটল করে রাখুন ।
আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে আপনাকে গুগল আর্থ প্লাগ ইন ডাউনলোড করে নিতে হবে ।
বিল্ডিং মেকার এর কাজটি আরও সহজে বোঝার জন্য এই ভিডিওটি দেখা যেতে পারে ।
আমি samehood। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজও রাখি মানুষের ভালোবাসায় বিtশ্বাস চেপে যাই বুক চীরে আশা কোন দীর্ঘশ্বাস বাস্তবতা করে নিয়ে আমায় পরিহাস, সহস্র ব্যস্ততার মাঝেই খুঁজি একবিন্দু অবকাশ......
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
চমৎকার একটা টিউন উপস্থাপন করছেন ।……..
……………………………………………