ধরুন আপনি সবসময় গুগল সার্চ করেন।কিন্তু দরকার হলে আপনি আবার bing ও সার্চ করছেন।আবার মাঝে মাঝে Ask-ও সার্চ করার দরকার পরছে।ভেবে দেখুনতো,এতবার সার্চ করার জন্য কতবার আপনার ব্রাউজার আর কি-বোর্ডকে কস্ট দিচ্ছেন। রাগ করবেন না,একটু মজা করলাম। কিন্তু ব্রাউজার আর কি-বোর্ড কস্ট না পেলেও মাঝে মাঝে সার্চ করতে করতে নিজেরই বিরক্ত লাগে।
[thumb]www.dogpile.com[/thumb]
বিশেষ করে যখন কোন বিষয় নিয়ে এনালাইসিস করা হয় তখন জিনিসটা বিরক্তকর হয়ে পরে।তবে এর একটি সহজ সমাধান আছে।আপনাকে শুধু একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে।আর এই সার্চ ইঞ্জিন আপনার জন্য সার্চ করবে Google,Yahoo!,Bing,Ask এর মত জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলোতে একসাথে।একবার ব্রাউজ করেই দেখুন।
ওয়েবসাইটঃ http://www.dogpile.com
টিউন পড়ার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করবেন।
[প্রথম প্রকাশ iloveubangladesh.blogspot.com]
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
খুবই ভালো এবং দরকারী জিনিন !!!!!!!!!!!
একের ভিতরে চার অর্থাৎ Google,Yahoo!,Bing,Ask সব এক সাথে ।
rahat ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।