মোবাইল সিমের সব ডাটা ফোরত আনুন

আমরা অনেকেই মোবাইল সিমের সকল ডাটা অপ্রয়োজনীয় ভেবে ডিলেট করে দেই । কিন্তু কোন প্রয়োজনের সময় কোন এড্রেস বা মেসেজ বের করার জন্য এই সফটওয়ারটা আমাদের অনেক সাহায্য করে থাকে । যার মাধ্যমে আপনি আপনার হারানো সকল প্রকার মেসেজ , ফোন নম্বর , রিসিভ কল , মিসড কল , ডায়াল কল সম্পর্কিত সকল ডাটা জানতে পারবেন । আর এর সিরিয়াল এর সাথেই দেয়া আছে । তবে এর জন্য একটি জিনিষ আপনাকে কিনতে হবে তা হল সিম কার্ড রিডার । হয়ত আপনি একটু খোজ করলেই সিম কার্ড রিডার পাবেন । সিম কার্ড রিডারটি লাগিয়ে স্ক্যান করুন আপনার সিমটি ব্যাস ফেরত পার আপনার হারিয়ে যাওয়া সিমের সকল তথ্য । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

d

বিদ্রঃ যেহেতু আমার কাছে সিম কার্ড রিডার নেই তাই এই সফটওয়ারটি পরীক্ষা করা আমার পক্ষে সম্ভব হয় নি ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হাসিব ভাই…… ডাউনলোড লিংকটা একটু চেক করুন…… ডাউনলোড করতে পারছি না…..

বহূদিন আগেই দেখেছিলাম কিন্তু আপনার মত আমারও সিম কার্ড রিডার নেই তাই এই সফটওয়ারটি ব্যাবহার করা হয়নি।

    ভাই এখন লিংকটি দেখেন ।

    শাকিল ভাই আপনরে একটা অনুমতি চাই সেটা হল আমার ব্লগে আপনের কয়কেটা ভাল ভাল টিউন রাখতে চাই যদি আপনি অনুমতি দেন ।

করেন তবে শেষে আসল লেখার লিংক দিয়েন আর সম্ভব হলে আমার নাম।

সিম কার্ড রিডারের কেমন দাম হাসিব ভাই।

হাসিব ভাই এসব কাস্টমার কেয়ার বা মোবাইল কোম্পানি সম্বন্ধিয় সফটওয়ার আমাদের তেমন প্রয়োজন আছে কী?

    taslimahmed ভাই আপনার মন্তব্য দেখে আমার খুব হাসি পেল কেন জানেন কারন যখন কাস্টমার কেয়ার আপনার সিমের সব ডাটা ফেরত দেয় তখন কি আপনার কাছ থেকে সিমটা নিয়ে রিকভারি করে । আর কখনই সিম কার্ড রিডার দিয়ে মোবাইল কোম্পানি সিমের ডাটা ফিরিয়ে আনে না । আর মোবাইল বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম । আশা করি বুঝতে পেরেছেন ।

এতকিছু লাগবেই না। আমি একটা মবিডাটা GPRS Modem দিয়ে এই কাজ করতে পারি। কোন সিমকার্ড রিডার বা সফটওয়্যার লাগে না। হা হা হা.. এখানে অযথা এত তর্ক।

    হাবিবুর ফিরোজ ভাই এখানে তর্ক দেখলেন কোথায় ? আর সবাই কি আপনের মত মবিডাটা GPRS Modem ব্যবহার করে?

    কিভাবে বলেন?

Level 0

Thank for importent tunes.

ধন্যবাদ সফটওয়্যার অনুসন্ধানকারী হাসিব,
হারানো তথ্য ফিরে পাবো—এটাই সবচেয়ে বড় আনন্দ ।
আর নয় কাস্টমার কেয়ার
নিজের কেয়ার নিজেই নিতে পারবো ।
………………………………………………………..

হাসিব ভাই ধন্যবাদ আপনাকে। ভাই আমি সিম কার্ড রিডার কিনলাম কিন্তু ডিলেট হওয়া নাম্বার sms তো পাই না যেই গুলা সিমে সেভ করা আছে
ওই গুলাই পাইতেছি আর এই টা আমি সেট দিয়া আগেই করতে পারতাম।পুরা ধরা খাইলাম নাকি

Level 2

LOTAS BAI……APNAR JODI BISES KONO SOMMOSAA NA HOY TOBE AMAR EMAIL ADDRESS A APNAR MOBILE NUMBER TA KOSTO KORE PATHABEN KI…([email protected]).

Where do i get a SIM reader?

হাসিব ভাই দয়া করে লিংকটা ঠিক কের দেন।