আমি এই টিউনটি করতে প্রায় ৪ দিন পর্যন্ত ভেবেছি টিউনটি করব কি না । কিন্তু পরে ভাবলাম প্রত্যেকটা জিনিষেরই ভাল এবং মন্দ দুটো দিক থাকে এখন যে যেভাবে ব্যবহার করে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যপার । যদি কারও এই টিউনটি পছন্দ না হয় তাহলে দয়া করে খারাপ মন্তব্য না দিয়ে আমাকে মুছে ফেলার জন্য আমাকে বলবেন আমি টিউনটি মুছে ফেলব । আমি অনেকদিন যাবৎ ভাল একটি টিভি প্লেয়ার খুজতেছিলাম কিন্তু পাইনি । আমি প্রায় ৪০ টার উপরে টিভি প্লেয়ার ডাউনলোড করেছি কিন্তু কোনটা আসে শুধু News channel আবার কোনটায় আসেই না । কিন্তু অনেক খোজ করার পর এই টিভি প্লেয়ারটি পেলাম যা অন্যান্য প্লেয়ার থেকে আমার কাছে ভাল লেগেছে । কারন এটার মধ্যে প্রায় ১০০০ চ্যানেল আসে এবং মাঝে মাঝে কিছু চ্যানেলে Divx প্লেয়ার চায় যা ওখান থেকেই ডাউনলোড করতে পারবেন । আর এখানে প্রায় ৫০ টারও বেশী Adult চ্যানেল আছে , দয়া করে বাচ্চাদের এই সব চ্যানেল থেকে দূরে রাখবেন।
আশা করি আপনাদের ভাল লাগবে সফটওয়ারটি তবে এটার জন্য একটু ভাল স্পিড এর প্রয়োজন না হলে বার বার বেজে যায় । যা খুবই বিরক্তি কর । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র 3.82 MB.সকলকে ধন্যবাদ..............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অনেক অনেক ধন্যবাদ, হাসিব ভাই। Great টিউট!!