আমাদের ইন্টারনেটের বাস্তবতা এবং আমরা

আজ প্রথম আলোতে একটি লিখা পরলাম। ইন্টেল নাকি নতুন ফাইবার অপটিক কেবল বের করছে।আপনাদের জন্য আমি সরাসরি প্রথম আলোর লিখাটি কপি করলাম

"ইন্টারনেটে দ্রুতগতির তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ফাইবার অপটিক কেব্ল ব্যবহারের অন্যতম প্রধান কারণ অপটিক্যাল ফাইবার ফোটনের (আলোক কণিকা) মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। ফোটন ইলেকট্রনের চেয়ে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করে কিন্তু কম দূরত্বের সংযোগের জন্য ফোটনের গতি বেশি হলেও এর ইলেকট্রন ব্যবহারকারী তামার তারের দাম অনেক কম এবং ব্যবহার করা অনেক সহজ।

সম্প্রতি ইন্টেল নতুন ধরনের অপটিক্যাল তার তৈরি করেছে, যা ল্যাপটপ বা হার্ডডিস্ক ড্রাইভে ব্যবহার করা যাবে। এই তারের দাম অনেক কম এবং তামার একাধিক তারের পরিবর্তে ব্যবহার করা যাবে। ইন্টেল জানায়, ‘লাইট পিক’ নামের এ তার ২০১০ সালের মধ্যে বাজারে ছাড়বে তারা। এই তারের মাধ্যমে ১০ গিগাবাইট তথ্য সংকোচন করে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে পাঠানো যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, এই তারের মাধ্যমে ব্লুরে ডিস্কে থাকা একটি চলচ্চিত্র মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটারে পাঠাতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগবে।

এই তারের আরেকটি গুণ হলো, এর মাধ্যমে একই সময়ে বিভিন্ন ধরনের যন্ত্রে যেমন চলচ্চিত্র আদান-প্রদান করা যাবে তেমনি অন্য নেটওয়ার্কে সংযোগ বা হার্ডডিস্কের ব্যাকআপও নেওয়া যাবে। ইন্টেল ইতিমধ্যেই সিলিকন লেজার প্রবর্তন করেছে। ফলে ইন্টেলের ধারণা, তারা সিলিকন ব্যবহার করে বিভিন্ন আলোক-নির্ভর যন্ত্রপাতি (অপটিক্যাল ডিভাইস) তৈরি করতে পারবে।নতুন এই প্রযুক্তি ইন্টেলের জন্য একটি বড় পদক্ষেপ হবে বলে আশা করছেন ইন্টেলের কর্তাব্যক্তিরা। —ফেরদৌস আহমেদ "

আমি ইন্টেলের ওয়েব সাইটে গিয়ে জানতে পারলাম এই ফাইবার অপটিকেল কেবল নাকি সাউথ এসিয়াতেও বাজারজাত করা হবে। তবে আমরা কি এই সুবিধা পাবো নাকি আমাদের আগের মতোই সেই ব্যায়বহুল অথবা নাম মাত্র স্পিডের ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে হবে।আর শুধু খবরের কাগজে এসব নিউজ শুনতে হবে।

আভিজ্ঞদের মতে বাংলাদেশের প্রচুর পরিমান বেন্ডউইথ নাকি অব্যবহৃত থেকে জায়। যে দেশে ৫০ মেগার একটি software ডাউনলোড করতে ১ ঘন্টার বেশি সময় লাগে সে দেশে বেন্ডউইথ আবার অব্যবহৃত অবস্থায় থাকে কিভাবে। আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর প্রচুর ছাত্র বের হচ্ছে।আমাদের এই বিশাল দক্ষ জনবলের খুব সামান্য আমরা কাজে লাগাতে পারছি।

আমাদের ভালো মানের ইন্টারনেট কানেকশন থাকলে হয়তো তাদের কাজে লাগানো জেতো। আমরা wymax নিয়ে খুবি আশাবাদি ছিলাম কিন্তু এটির ক্ষেত্রেও আমাদের চিরাচরিত স্পিড থেকে খুব একটা হেরফের হয় নি।

আমাদের কি এভাবেই থাকতে হবে। উন্নত বিশ্ব যোভাবে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে তাতে করে আর কিছুদিন পর তারা আমাদের নাগালের বাইরেই চলে জাবে।আমাদের সরকার ডিজিটাল ডিজিটাল বলে সবকিছু ডিজিটাল করলেও আমাদের যা ডিজিটাল করা প্রয়োজন তাই ডিজিটাল করছে না।

আমার ব্যক্তিগত মতামত থেকে টিউনটি করলাম। কোনো অপরাধ করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে একটি software ডাউনলোড করতে গিয়ে যখন বার বার স্পিডের কারনে একটু ডাউনলোড করে বার বার ফেইল হচ্ছিল তখন রাগের বশেই এই টিউটি করলাম।

Level 2

আমি ARO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যেই লাউ সেই কদুই থাকবে…… কিচ্ছু বদলাবে না…..

    আমি আপনার সাথে একমত। কিসের জন্য যে বাংলাদেশে জন্মালাম।

    Level 2

    ঠিক কিছু বদলাবে না

Level 0

shuvo vi u are right

Level 0

আগের জনমে মনে হয় পাপ করছিলাম…

    Level 2

    না ভাই পাপ করেন নাই কারন যারা পাপ করছে এবং করতাছে তারাই সব সুবিধা পাচ্ছে।

Level 0

শুভ says:
১২ অক্টোবর, ২০০৯ at 11:39 পুর্বাহ্ন

যেই লাউ সেই কদুই থাকবে…… কিচ্ছু বদলাবে না…..

সিয়ন says:
১২ অক্টোবর, ২০০৯ at 1:16 অপরাহ্ন

আমি আপনার সাথে একমত। কিসের জন্য যে বাংলাদেশে জন্মালাম।

emdad says:
১২ অক্টোবর, ২০০৯ at 2:58 অপরাহ্ন

আগের জনমে মনে হয় পাপ করছিলাম…

বাংলাদেশে আগামী ২০ বছরেও ইন্টারনেটের উন্নতি হবে না । প্রযুক্তি সচেতন(অচেতন) আর বুদ্ধিমান(গাধা-গরু) সরকারকে দিয়ে এটা সম্ভব না ।

    Level 2

    ঠিক বলছেন আমার তো মনে হয় মাদের প্রযুক্তি মন্ত্রি ঠিকমতো computer চালাতে জানেন না।আর ডাক ও টেলিযগাযোগ মন্ত্রী তো মনে হয় ব্যান্ডউইথ শব্দটা সবার কাছে শুনে শুনে বলে এটা কি জিনিস সেটা সে জানে না।

Level 2

আচ্ছা কেন পরিবর্তন নাই ও ঠিক কি কারণে সঠিক কারন টা কেউ বলবেন কি ?