মিগ নিয়ে আগের পর্বগুলোতে আপনাদের উৎসাহ পেয়ে এবার লিখছি মিগের কিছু জানা হয়তোবা কিছু অজানা বিষয় নিয়ে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবযখন আপনি মিগে পিসি দিয়ে লগিন করবেন তখন কি কি মেনু আপনার সামনে আসবে আর কোন কোন মেনু আপনার দরকার হবে।
উপরের ছবিটি হচ্ছে আমার প্রোফাইল পেজ।(**পুরো ছবিটি আসছে না...আপনারা মিগে লগিন করলেই দেখতে পারবেন)
কালো হরফে লেখাগুলোর কিছুটা ধারনা দিব আপনাদের এখনঃ-
১>এখানে লেখাই আছে যে এটি লেভেল।এই লেভেল থেকে বুঝা যায় আপনি কত দিন মিগ ব্যবহার করছেন।যত বেশী লেভেল তত বেশী সুবিধা।
২>এখানেও দেখছেন লেখা আছে গিফট।মিগে ভার্চুয়াল গিফট আদান প্রদানের ব্যবস্থা আছে।এখানে ৪৫৫১ গিফটস মানে আমি এই পরিমান গিফটস পেয়েছি।
৩>লেখাই আছে ফুটপ্রিন্ট।কিন্তু কি এই ফুটপ্রিন্ট? এটার মানে হোলো আপনার প্রোফাইল কে কে দেখেছে তা আপনি জানতে পারবেন এখান থেকেই।
৪>লাইকস,মিগে আপনাকে কতজন পছন্দ করে তার একটা প্রমান এটা।আগে এই লাইকস কেনা বেচাও হতো।এখন অনেকটাই কম ফ্রিতে পাওয়া যায়তো তাই।
৫>ফ্রেন্ডস,আপনার লিস্টে কতজন ফ্রেন্ড আছে তা দেখাচ্ছে এখানে
এর নিচে যা আছে তা দেখলেই বুঝবেন।মিগের গেমসের আপডেট বা অন্যান্য কিছু আছে
এবার পাশের পেন্ডিং এ তাকান। এই পেন্ডিং লিস্টটা হলো কে কে আপনাকে ফ্রেন্ড/গ্রুপ রিকোয়েস্ট পাঠিয়েছে সেগুলোই দেখাচ্ছে।
আপডেটঃ- এখানে পাবেন আপনার কোন ফ্রেন্ড কতজনকে কতগুলো গিফট দিচ্ছে বা সে কতগুলো গিফট পাচ্ছে তার নগদ আপডেট।গিফটখোরদের জন্য চরম একজিনিস।
এবার চলুন লাল রঙে যাই। ওখানে ক্লিক করলেই যা পাবেন আশা করি তা বুঝার কথা আমি তাই কথা না বাড়িয়ে অল্প কথায় শেষ করছি,কিছু না বুঝলে জিজ্ঞাস করতে পারবেন যতোটা জানি তা আপনাকে জানাতে চেস্টা করবো।
১> ইনভাইটঃ- কোন বন্ধুকে যদি রেফার করতে চান তাহলে এই বাটনে ক্লিক করুন।মনে রাখবেন রেফার করলেই কিন্তু বিডিটি।তবে দৈনিক ৫ টার বেশী করবেন না।
২>মিগ ওয়ার্ল্ডঃ-এখানে পাবেন,মিগে কি নতুন এসেছে/লিডার বোর্ডে কে কে আছে/মার্চেন্ট/মিগ ষ্টোর।
৩>আমার প্রোফাইল,প্রোফাইল এডিট/বন্ধু লিস্ট/চ্যাট রুম/আভাটার/গিফটস/ফটো/ফুটপ্রিন্ট
৪>গ্রুপঃ-গ্রুপস হোম/মাই গ্রুপস/ ক্রিয়েট নিউ গ্রুপ
৫>গেমসঃ-পেইন্ট গেমস/ফ্যাশন শো/চ্যাটরুম গেমস
৬>কল/এসএমএসঃ-এই সুবিধাটি আমাদের দেশে চালু নেই
৭>ক্রেডিটসঃ-ক্রেডিট ব্যালেন্স/ট্রান্সেকশান হিস্টরি/বাই ক্রেডিটস/ট্রান্সফার ক্রেডিটস
৮>একাউন্টঃ-সেটিংস/হেল্প/লগআউট
এইতো গেলো মূল কিছু জিনিস।এবার একটু অন্য দিকে তাকাই।
এটা শুরুতেই আসবে।যদি এটাতে ম্যানুয়ালি যেতে হয় তবে উপরের মূল মেনু থেকে ৩ নং থেকে >মাই প্রোফাইল<
এখানে যা যা পাবেন।কালো রঙে লেখাঃ-
১>হোমঃ-শুরুতেই দেখবেন
২>প্রোফাইলঃ-নিজের প্রোফাইল
৩>ফ্রেন্ডসঃ-নিজের ফ্রেন্ড লিস্ট
৪>চ্যাটরুমঃ-নিজের তৈরিকৃত রুম গুলো
৫>মাই গ্রুপসঃ-নিজের গ্রুপ সমূহ
৬>আভাটারঃ-নিজের আভাটার ও আভাটার সেটিংস
৭>গেমসঃ-কি কি গেমস আছে আর কি কি গেমস খেলেছেন তার লিস্ট
৮>গিফটসঃ-গিফট লিস্ট
৯>ফটোসঃ-নিজের ফটো সমূহ
১০>ফুটপ্রিন্টসঃ-ফুটপ্রিন্টস সমূহ
এগুলো উপরে কিছু দেখানো হয়েছে তবুও বুঝার সুবিধার্থে আবার লিখলাম।
এবার দেখব মিগ ষ্টোরে কি কি পাওয়া যেতে পারে,তো চলুন...
লাল রঙে লেখা
১>অলঃ-পুরো মিগ ষ্টোর(নিচের যা যা সব একসাথে)
২>গিফটঃ-গিফট ষ্টোর(যা যা ভার্চুয়াল গিফট তার লিস্ট ও দাম)
৩>ইমোশনঃ-ইমোশন ষ্টোর(ইমোশনসমূহ ও তার দাম)
৪>সুপার ইমোশনঃ সুপার ইমোশন ষ্টোর(সুপার ইমোশনসমূহ ও তার দাম)
৫>আভাটারঃ-আভাটার ষ্টোর(আভাটার সমূহ ও তার দাম)
৬>থিমসঃথিমস ষ্টোর(থিমসসমূহ এগুলো ফ্রি তবে মোবাইলে ব্যবহার করতে)
৭>সার্ভিসঃসার্ভিস সমূহ
এখানে কিছু ছবি দেওয়া হোলো আপনাদের বুঝার সুবিধার্থে।
শেষ করবার আগে একটি কথা বলে যেতে চাই >আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম<
ভালো থাকবেন সবাই অনেক ভালো সেই কামনায়
আমার মিগ আইডি :- ac1d_rishi মিগে যে রুমে পাবেনঃ- dhaka twity/robohelp
ফেবুতে পাবেন:- http://facebook.com/sumitland
বিস্তারিত জানতে:- http://sumitland.4t.com
আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম
thanks