আমার আগের পর্বে আপনাদের উৎসাহ পেয়ে শুরু করতে যাচ্ছি আমার মিগ নিয়ে ২য় পর্ব।কেমন হল জানাবেন
আগেই একটি পুরোনো কথা পুনরাবৃত্তি করছি >আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম<
এখানে আমি আপনাদের সাথে মিগের আইডি/রুম এবং কিভাবে একজন আরেকজনের সাথে পরিচয় হয় আর সেখানে কি রকম সাংকেতিক ভাষা ব্যবহার হয় তা লিখছি।
বেশ কয়েকবছরধরে মিগে যেহেতু লেভেল পদ্ধতি চালু হয়েছে সুতরাং আপনার লেভেল দেখেই অনেকেই শুরুতে অনুমান করে নিবে আপনাকে হয় মাল্টি আইডি হিসেবে নয়তো ফেক নয়তো বা একদম নতুন।এক্ষেত্রে মনে রাখবেন মেয়ে আইডি নতুন/মাল্টি/ফেক যাই হোক সেটা যতোটা মুল্য পাবে আপনি হয়তো ছেলে হিসেবে পাবেন না।(লেভেল ও মাল্টি নিয়ে পরে আলোচনা করব)
আপনি যখন কোনো রুমে চ্যাট করতে ঢুকবেন সচরাচর পাবলিক রুম গুলাতে ২৫ জন ইউজার থাকে,প্রাইভেট রুম গুলোতে এডমিন লেভেল এর উপর নির্ভর করে ইউজার থাকে।
পাবলিক রুমঃ-যে সকল রুমের মালিক মিগ নিজেই অর্থাৎ আগে যেহেতু লেভেল পদ্ধতি ছিলনা তখন তৈরি হওয়া সব রুমের মালিক মিগ অথরিটি নিজেই,যেখানে ইউজার সংখ্যা ২৫ জন সেসকল রুম গুলোকেই পাবলিক রুম হিসেবে ধরা হয়।এসব রুমের নিয়ন্ত্রন করে মিগ কর্তৃক নিয়োগ প্রাপ্ত এডমিনগণ।তারা যেকোন রুম নিয়ন্ত্রন করার অধিকার রাখে।
প্রাইভেট রুমঃ-ব্যক্তিমালিকানাধীন রুমগুলোকেই প্রাইভেট রুম বলা হয়।রুম তৈরিকারী এর এডমিন হয় এবং সেই এডমিন কর্তৃক নির্ধারিত ইউজার ঐ রুমের মডারেটর হয়ে থাকে। (ব্যক্তি মালিকানাধীনে মালিকের লেভেল উপর নির্ভর করে ইউজার সংখ্যা কত হবে যত বেশী লেভেল ততই বেশী ইউজার রুমে থাকতে পারবে তবে সর্বোচ্চ ৮০ জন থাকতে পারবে।রুম এডমিন বা মডারেটর ৮০ জন পূর্ণ থাকলেও ঢুকতে পারবে)
এইতো গেলো রুমের পরিচিতি।এবার আসুন আইডি পরিচিতি হই।অর্থাৎ মিগে গেলেই দেখতে পাবেন কিছু কিছু আইডির রঙ আলাদা।
হলুদ রঙ যে সকল আইডি এর উপর থাকবে সেগুলো হলো এডমিন/মডারেটর,
হালকা বেগুনী(পার্পেল) রঙ যে সকল আইডি এর উপর থাকবে তাদের বলা হয় মার্চেন্ট,
লাল রঙের যে সকল আইডি সেগুলো হল মেন্টর।
এডমিন/মডারেটরঃ-রুমের নিয়ন্ত্রন করার ক্ষমতা এদের থাকে,রুমের পরিস্থিতি নিয়ন্ত্রন করা এদের কাজ।
মার্চেন্টঃ- মিগ ক্রেডিট বিক্রয়কারী,মিগের যে কোন কিছু কিনতে আপনার ক্রেডিটের দরকার হবে আর এই ক্রেডিট পাবেন এদের থেকে।
মেন্টরঃ-এরা বড় মাপের মার্চেন্ট।এরাও মিগ ক্রেডিট বিক্রয়কারী তবে পাইকারী।মার্চেন্ট হতে চাইলে এদের সাথেও যোগাযোগ করা যায়।
আমরা তো রুম/আইডি চিনে নিলাম,এখন দেখি কিভাবে ওখানে পরিচয় হয় আর ওখানকার সাংকেতিক ভাষা।
আমরা অনেকেই জানি নেট দুনিয়ায় কি কি সাংকেতিক ভাষা ব্যবহার হয়।তাও শেয়ার করছি যদি একজনের উপকারে আসে।
যখনি রুমে ঢুকবেন হয়তো কেউ আপনার সাথে কথা বলতে চাইবেননা যদি পরিচিত হয় অথবা আপনি মেয়ে হোন তাহলে সেটা সচরাচর ব্যাপার।অথবা মাল্টি ভেবে কিছু একটা দিয়ে দিতে পারে।
এখানে আমি ছবি না দিয়ে লিখে তা দেখানোর চেষ্টা করছি।
ac1d_rishi: hi
rishi__:hi
ac1d_rishi: ur asl?
rishi__:22 m ctg..n ur
ac1d_rishi:ow..26 m ctg
rishi__:nyc 2 mt u..ctg koi thkn?
ac1d_rishi:andrkilla..apni
rishi__:hihihi :p apnr pasei
Dhaka twity:kobiraj_rishi[6] has entered
ac1d_rishi:wc kobiraj :p
rishi__:wc kobi
kobiraj_rishi:tx ac1d
kobiraj_rishi:tnx mita
Dhaka twity:moharaj_rishi[5] has entered
Dhaka twity:moharaj_rishi[5] has been kicked by the group moderator ac1d_rishi[67]
শুরতেই স্বাভাবিক রীতিঅনুযায়ী হাই হেল্লো...তারপর এ এস এল=এজ সেক্স লোকেশান।এরপর আর একজন ইউজার ঢুকার পর সেই রুম এর নাম(Dhaka twity) ইউজার আইডি( kobiraj_rishi) লেভেল >[6] < দেখায়।
আবার দেখুন >Dhaka twity:moharaj_rishi[6] has been kicked by the group moderator ac1d_rishi[67]< অর্থাৎ >ac1d_rishi< ঐ রুমের গ্রুপ মডারেটর এবং সে তার ক্ষমতাবলে >moharaj_rishi< কে কিক(ভার্চুয়াল লাত্থি) মেরে রুম থেকে বের করে দিল।এখন হয়ত বলবেন রুমে আবার গ্রুপ মডারেটর কি? যে সকল রুমের লিংক গ্রুপের সাথে করা থাকে সেখানে ঐ গ্রুপের মডারেটরদেরকে গ্রুপ মডারেটর বলে আর রুম মডারেটরদের রুম মডারেটর বলে।বোল্ড করা আইডিটা হলুদ রঙের থাকবে।আপনার আইডি ইটালিক করাটা থাকবে হালকা সবুজ(যা আপনি দেখবেন)আর অন্যান্য আইডি থাকবে নীল রঙের।
আজ এ পর্যন্তই।ধীরে ধীরে আরো বলব যা যা আমি জানি এই মিগ নিয়ে।ভালো থাকুন অনেক বেশি ভালো
আমার মিগ আইডি :- ac1d_rishi (গালি দিয়েন না যারা মিগে আমাকে চিনেন :p)
ফেবুতে পাবেন:- http://facebook.com/sumitland
বিস্তারিত জানতে:- http://sumitland.4t.com
আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম
awsome shal awsome shala……………..tnx sumit vi.apnake diyei hobe………