শুরুতেই জানাই সবাইকে আমার ভালোবাসা ও অভিনন্দন।
এর আগে টেকটিউনসে মিগ নিয়ে বেশ কয়েকটা লেখাও হয়েছে, যা খুবই সুন্দর ও মান সম্পন্ন। আমি শুধু এখানে মিগ এর ইতিহাস এবং তার বর্তমান অবস্থা নিয়ে ভাগাভাগি করব।
আমি যতদুর আর যা জানি তাই শেয়ার করব।মনে রাখবেন আমি যদি সবই জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম। 😀
ইতিহাস দিয়ে শুরু করি,যদি আপনাদের ভালো লাগে তাহলে ধীরে ধীরে আরো ভাগাভাগি করবো।
যতোদুর জানতে পেরেছি ওয়েব থেকে ২০০৫-এ স্টিভেন গোহ্ আর মেই লিন এং এই দুই বন্ধু মিলে একটি লাইব্রেরী কফি শপে এক টুকরো কাগজ নিয়ে বসেছিলেন এটাই বের করতে,যে কিভাবে কম খরচে টিন এজাররা যতখুশি টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারবে।সেই ভাবনা থেকে এই মিগ৩৩ এর জন্ম।এটি আত্মপ্রকাশ লাভ করে ২০০৫ এর ডিসেম্বরের দিকে।শুরুতে এটির মূল কার্যালয় আমেরিকায় থাকলেও পরবর্তীতে গ্রাহক/ব্যবহারকারীর সংখ্যা অনুপাতে তা সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।এটি চালু হবার খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করে।কেননা এদের আরো একটি উদ্দেশ্য হলো ভিওআইপি কল।তার উপরেও ফ্রেন্ড রেফার করলেও অর্থ পাওয়া যায়,যা আপনার মিগ৩৩ সংক্রান্ত যে কোন কাজেই ব্যবহার করা যায়।এটির আরো বড় সুবিধা যে,এটি মোবাইল থেকেই ব্যবহার করা যেত।এতো সহজলভ্য হওয়াতে সবাই এটি লুফে নেয়।
পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও এটি চালু হয়।তবে যতোদুর জানি বাংলাদেশে ২০০৬ এর শেষের দিকে এর প্রচলন।
এটাতো গেলো মোটামুটি একটা ধারনা।এবার এটির ব্যবহার বিধিটাও একটু জেনে নিই।
রেজিস্ট্রেশন করতে >www.mig33.com< এ চলে যান,মোবাইল থেকেও করতে পারবেন (www.wap.mig33.com)।আর ফটাফট করে ফেলুন,এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে তা করতে হবে।
কোড পাবেন একটি আপনি আপনার মোবাইলে, সেটি দিয়ে ভেরিফাই করুন।
এই তথ্য গুলো সংরক্ষন করুন (যদি কেউ রেফার করে তবে সেটাও সংরক্ষন করুন,কাজে লাগবে)
যেহেতু আপনি তাদের নতুন গ্রাহক খাতির যত্ন হিসেবে কিছু বিডিটি=মিগ টাকা পাবেন।
এবার কাজ হলো রুম খুঁজে বের করা আর চ্যাট করা।রুম খুঁজতে আপনি চলে যান আপনার সার্চ রুম অপশনে।ওখানেই নাম দিন সার্চ করুন।
মিগ৩৩ আপনি মোবাইলে অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারেন।মিগের মোবাইল সাইটে যান ওখানেই পাবেন,ওরাই বলে দিবে কোনটা আপনার মোবাইলের জন্য ভালো অথবা নিতে পারেন mig33v42 এটি মিগের সর্বকালের সেরা অ্যাপ্লিকেশন।মিগের অন্যান্য নিরাপদ মোবাইল অ্যাপ্লিকেশন পেতে এখানেও যেতে পারেন( http://rishi.xp3.biz ) এগুলোর সব আমি নিজে ব্যবহার করেছি।
এরপর বানাতে থাকেন বন্ধু করতে থাকেন চ্যাট...
(**চুপি চুপি একটা কথা বলে নিই বন্ধুরা...এটা কিন্তু খুব ভালো একটা জিনিস না...এডিক্টেট হলে আমি দায়ী না...আর বাংলাদেশীদের জন্য টেক্সট বা কল করার কোনো ব্যবস্থা নেই)
আজ এই পর্যন্ত যদি ভালো লাগে তবে ধারাবাহিক ভাবে জানাবো।
এই বিষয়ে আরো পোস্ট পড়তে পারেন
কম্পিউটার হতে চালু করুন মোবাইলের সফটওয়্যার, খেলুন মোবাইল গেমস, করুন Mig33 চ্যাট
জনপ্রিয় মোবাইল চ্যাটিং সফটওয়ার mig33 এখন কম্পিউটারের পর্দায়
মিগ যারা ব্যবহার করেন তারাতো জানেনই।কিন্তু যারা জানেননা তাদের বলছি মিগে কিন্তু খুব সাবধানে থাকবেন লোভ করতে যাবেন না। না হয় পরে আইডি খুঁজে পাবেন না।সামনের পর্ব করার সুজগ পেলে সেখানে মিগের অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব।
আমার মিগ আইডি :- ac1d_rishi (গালি দিয়েন না যারা মিগে আমাকে চিনেন :p)
ফেবুতে পাবেন:- http://facebook.com/sumitland
বিস্তারিত জানতে:- http://sumitland.4t.com
আমি সুমিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি যদি সবি জানতাম তবে আমি ভিটামিন ক্যাপসুল হয়ে যেতাম
valo