বাংলাদেশে এখন অনেকেই লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করছেন। লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করা এখন ফ্যাসান এবং স্মার্ট এর বিষয় হয়ে দাড়িয়েছে। অসাধারন সুন্দর্য্য পাওয়ার ফুল সিকিউরিটি ইত্যাদি যে কাওকে আকৃষ্ট করে। কিন্তু এ জগতে প্রবেশ করে বেশ কিছু সমস্যায় পড়েছেন অনেকেই সেসব সমস্যা সুন্দর্য্য, পাওয়ারফুল সিকিউরিটি, ব্যবহারের মুক্ত স্বাধীনতা এবং উন্নত মানষীকতার কাছে বার বার ম্লান হয়েছে। এজগতে প্রবেশ করলে আমরা সবচেয়ে বেশি মিস করি তা হয়তো আইডিএম এর মত ভাল ডাউনলোড ম্যানেজার। আইডিএম এর তুলনা শুধু আইডিএম তাই বলে লিনাক্সে যে ভাল ডাউনলোড ম্যানেজার নেই তা কিন্তু নয়। বেশ কিছু ডাউনলোড ম্যানেজার এর মধ্যে প্রজগুই একটি গুই ডাউনলোড ম্যানেজার। বগ বগ না করে আসুন আলোচনা করি।
ইন্টারনেট লাইন সক্রিয় করুন। এবার আপনাদের কপি-পেষ্ট এর মত কঠিন কাজ করতে হবে। Terminal ওপেন করুন এবার আমার নিচে লেখা তিনটি লাইন একটির পর একটি কপি করে টার্মিনালে পেষ্ট করুন। প্রথমবার কপিপেষ্ট করার সময় পাসওয়ার্ড চাইবে লগিং করার সময় যে পাসওয়ার্ড দেন তা এখানেও দিতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ড চাপার সময় কোন অক্ষর টার্মিনালে প্রদর্শন করবেনা। ইন্টার প্রেশ করুন, কিছুক্ষন পর আবার ইন্টার প্রেশ করুন তাহলে রিপজিটরি তে প্রজগুই এর সোর্স যুক্ত হবে।
১ম অংশঃ sudo add-apt-repository ppa:alza/project
২য় অংশঃ sudo apt-get update
৩য় অংশঃ sudo apt-get install prozgui
টার্মিনালের কাজ শেষ হওয়ার পর Applications → Internet → Activity → Prozguifasterযেয়ে ওপেন করুন। তাহলে তা চালু হবে। এবার আমরা কনফিগার করবো। file>preferences এ যান। Number of Threads: 30 করুন। এর পর ওকে করুন।
ফায়ারফক্স এ ইন্টিগ্রেশনঃ প্রথমে Flashgot এড অন ডাউনলোড করে নিন। এর পর Add-Ons → Extentions → Click preference flashgot এবং এড এ ক্লিক করুন যে বক্স আসবে তাতে ProzGui Download Accelerator লিখুন। পাথ দেখিয়ে দিন open executable command prozgui in the directory: /usr/bin/prozgui কাজ শেষ। সমস্যা হলে ডাউনলোড বাটনে রাইট ক্লিক করে copy link location এ ক্লিক করে প্রজগুই এর file>new url যেয়ে বক্সে ক্লিক করে ctrl+v চেপে ওকে করুন।
ক্রোম এ ইন্টিগ্রেশনঃ ক্রোম ব্রাউজারের এক্সটেনশনে যেয়ে Download Assistant এড অন ডাউনলোড করুন। এর পর download Assistant> setting এ যেয়ে নিচের মত কনফিগার করুন
আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Chemistry (M.Sc)
try korbo…Donnobad