আমরা অনেকেই রিয়েল আইপি হাইড করা নিয়ে লিখেছি । আমি নিজেও মনে হয় এর আগে ২ টা লিখেছি যার একটা কাজের ছিল না এবং একটার সিরিয়ালই আমি আপনাদের খুজে দিতে পারি নাই । যাইহোক এটা ছিল আমার ব্যার্থতা । কিন্তু আজকে আপনাদের জন্যে ফ্রি রিয়েল আইপি হাইড করার জন্য একটি দারুন কার্যকরী সফটওয়ার পেয়ছি যা আপনাদের সাথেও শেয়ার করছি । কারন আমরা সবাই একটি পরিবারের মত মিলেমিশে থাকি । সফটওয়ারটার নাম Invisible Browser .
আমি যেসব সফটওয়ার নিয়েই লিখি না কেন তা আগে পরীক্ষা নিরীক্ষা করে পরে লিখি । আজও তার ব্যাতিক্রম নয় । আমি নিজে দেখেছি আইপি চেন্জ হয় কি না । এর আগে আমি Hide Ip 2009 এবং Hide Ip Browser নিয়ে লিখেছিলাম । সেগুলো এটার মত এতটা ভাল ছিল না ।
প্রথমেই এখান থেকে সফটওয়ারটা ডাউনলোড করে নিন । আর এর সিরিয়ালটি এর সাথেই দেয়া আছে অনেক কষ্ট করে বের করতে হয়েছে । এখন ডাউনলোড করে ইনস্টল করে নিন । সিরিয়াল টা দিয়ে রেজিষ্টার করে নিন । এখন ওপেন করলেই Browser ট্যাব দেখতে পাবেন । ওখানে Mozilla , Netscape , Opera দেখতে পাবেন । আপনি যে ব্রাউজারের Ip হাইড করতে চান সেই ব্রাউজারটিতে টিক দিন । এবার ব্রাউজারটি ক্লোজ করুন এবং invisible browser টি ও ক্লোজ করুন । এবার invisible browser টি ওপেন করে দেখুন Matching Proxy List . যে আইপি Available সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে । এখন আইপি তে ক্লিক করে Enable Invisible Browsing ক্লিক করুন । এবার আপনার ব্রাউজার ওপেন করে IP চেক করে দেখুন । আশা করি আপনাদের সবারই কাজে আসবে । আগে ব্যবহার করুন পরে IP হাইড হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না । কেননা একজন টিউনার তার টিউনে ভাল কমেন্ট পেলে আরও বেশী অনুপ্রানীত হয় । আর কোন সমস্যা হলে তো আমি আছি । সফটওয়ারটি মাত্র ৩.৪ মেগাবাইটের । সকলকে ধন্যবাদ..........................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
দেখতে হবে