ফেসবুক চ্যাটবারে নতুন ফিচার যোগ করেছে আর তা হলো নামের পরিবর্তে ইমেজ যোগ করা । আবার ইমোটিকস ভাববেন না কিন্তু আমি ইমেজ এর কথা বলছি। আসুন দেখি-কিভাবে করা যায়।
১।আমরা চ্যাটের শুরুতে HI বলি । কিন্তু এটা যদি নিচের মতো লেখা যায় তো কেমন হয়ে বলুনতো:
হ্যা, এভাবে লিখা যায়। আর তার জন্য আপনাকে যা করতে হবে।
H=[[205082339544090]] I=[[432883640525]] এভাবে কোড আকারে লিখতে হবে।
ভয় পাওয়ার কারণ নেই , আপনাকে এই কোডগুলো মুখস্থ করা লাগবে না। । এই লিংকে যান । নিচের মতো পেজ আসবে।
সেখানে Type here এর ঘরে আপনি যা লেখবেন তা Use this এর ঘরে কোড আকারে প্রকাশ করবে। এবার সেই কোড চ্যাটবারে লিখুন। ব্যস মজাই মজা।
২। আমরা চ্যাট করার সময় নামের পরিবর্তে বন্ধুর প্রোপিক দিতে পারি। নিচের ছবিটা দেখুন
ছবি দেওয়ার জন্য যা করা লাগবে । তা হলো [[যার ছবি তার আইডি]]।
মানে প্রথমে ২ টা থার্ড ব্রাকেট তারপর যার ছবি দিবেন তার আইডি শেষে আবার ২টা থার্ড ব্রাকেট দিয়ে ক্লস করে দিবেন।
আইডি নম্বর বের করা: যার ছবি দিবেন তার প্রোফাইলে ঢুকে এড্রেসবারে খেয়াল করুন। যেমন আমারটা
http://www.facebook.com/ahuryra
তাহলে আমার আইডি হচ্ছে ahuryra । আর ইমেজ বানাইতে হলে লিখতে হবে [[ahuryra]]
* আইডি বর্ণের পরিবর্তে নম্বর ও হতে পারে।
খুব সোজা একটা জিনিস জটিল করে বুঝালাম।
আমি আবু হুরাইরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কয়েকদিন আগে আরেকটি সিস্টেম দেখানো হয়েছে ! তবে আপনার টি কিছুটা এক্সটা আছে ,
ভালো টিউন করেছেন , চালিয়ে যান ।