ধরুন অপরিচিত কেউ আপনাকে মেইল করেছে। ইমেইল ঠিকানা থেকে আপনি তার আইপি অ্যাড্রেস পেয়েছেন।
অথবা ধরুন, পরিচিত কোন বন্ধু ছদ্মবেশে মেয়ে/ছেলে সেজে ভিনদেশী হয়ে আপনার সাথে প্রেমের অভিনয় করছে। আপনি সেই মেইল থেকে আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল) পেয়েছেন।
এখন, আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস থেকে উল্লেখিত আইপি অ্যাড্রেসের দূরত্ব বের করতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেস ও প্রেরকের আইপি অ্যাড্রেসের অবস্থান কোথায়, একটি থেকে অন্যটির দূরত্ব কত এবং এ দূরত্ব অতিক্রম করতে পায়ে হেঁটে, গাড়িতে বা বিমানে কত সময় লাগবে সবকিছু বের করতে পারবেন এন নিমিষেই।
কিভাবে?
হ্যা বলছি।
তার আগে চলুন দেখে নিই কিভাবে মেইল অ্যাড্রেস থেকে আইপি ঠিকানা বের করবেন?
আপনার এ প্রশ্নের উত্তর দেবে http://techtips.salon.com/ip-address-email-headers-11486.html এই লিংকটি।
দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে যা করতে হবেঃ
আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্ল্যাক এন্ড হোয়াইট
ভাই সঠিক উত্তর দেয় না। আমার IP address একটা আর ওয়েব পেজ এ শো করে আরেকটা। তারপর ও আমি চেষ্টা করেছি সঠিক উত্তর দেয় না। যে Ip address টা নিচে দিয়ে ছিলাম তাঁহা আমার অন্য সিস্টেম এর কিন্তু Location দেখায় অন্য দেশের Location. আমি এখন যতগুলো try করেছি সবগুলো বিফলে গেছে। কোন লাভ নাই।