দূরত্ব নির্ণয় করুন আইপি অ্যাড্রেস থেকে

ধরুন অপরিচিত কেউ আপনাকে মেইল করেছে। ইমেইল ঠিকানা থেকে আপনি তার আইপি অ্যাড্রেস পেয়েছেন।

অথবা ধরুন, পরিচিত কোন বন্ধু ছদ্মবেশে মেয়ে/ছেলে সেজে ভিনদেশী হয়ে আপনার সাথে প্রেমের অভিনয় করছে। আপনি সেই মেইল থেকে আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল) পেয়েছেন।

এখন, আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস থেকে উল্লেখিত আইপি অ্যাড্রেসের দূরত্ব বের করতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেস ও প্রেরকের আইপি অ্যাড্রেসের অবস্থান কোথায়, একটি থেকে অন্যটির দূরত্ব কত এবং এ দূরত্ব অতিক্রম করতে পায়ে হেঁটে, গাড়িতে বা বিমানে কত সময় লাগবে সবকিছু বের করতে পারবেন এন নিমিষেই।

কিভাবে?

হ্যা বলছি।

তার আগে চলুন দেখে নিই কিভাবে মেইল অ্যাড্রেস থেকে আইপি ঠিকানা বের করবেন?

আপনার এ প্রশ্নের উত্তর দেবে http://techtips.salon.com/ip-address-email-headers-11486.html  এই লিংকটি।

দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে যা করতে হবেঃ

  • প্রথমে http://www.ip-adress.com/ipaddressdistance/ এই ঠিকানায় যান।
  • লক্ষ্য করুন নিচে বাঁপাশে IP Address or Host No.1 এ আপনার আইপি এড্রেস দেওয়া আছে।
  • IP Address or Host No.2 তে উক্ত আইপি অ্যাড্রেস টি বসান।
  • এবার, Show distance বাটনে ক্লিক করুন।
দেখুন আপনার আইপি অ্যাড্রেস থেকে অন্য আইপি অ্যাড্রেসটি কত মাইল দূরে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে সব দেখাচ্ছে এবং ডানপাশে একটি মানচিত্র দুটি আইপির অবস্থান ও দূরত্ব নির্দেশ করছে। মনে রাখবেন, আইপি অ্যাড্রেসের অবস্থান বলতে কোন সার্ভিস প্রভাইডার থেকে আইপি অ্যাড্রেসটির সার্ভিস দেওয়া হচ্ছে তার অবস্থানকে বুঝান হয়।
আপনি চাইলে আপনার আইপি ছাড়াও অন্য দুটি আইপি অ্যাড্রেসের মধ্যকার দূরত্ব একই পদ্ধতিতে বের করতে পারবেন। এজন্য IP Address or Host No.1 এর নিচের বক্সটি মার্ক করে ওখানে প্রথম আইপি ও IP Address or Host No.2 এ দ্বিতীয় আইপি অ্যাড্রেস বসিয়ে Show distance বাটনে ক্লিক করুন।
পোস্টটি ভাল লাগলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসুন। সর্বপ্রথম আমার ব্লগেই পোস্টটি প্রকাশিত হয়েছে।
আমার ব্লগঃ http://becontech.blogspot.com/
ধন্যবাদ।

Level 0

আমি বিকন এভারগ্রীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্ল্যাক এন্ড হোয়াইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সঠিক উত্তর দেয় না। আমার IP address একটা আর ওয়েব পেজ এ শো করে আরেকটা। তারপর ও আমি চেষ্টা করেছি সঠিক উত্তর দেয় না। যে Ip address টা নিচে দিয়ে ছিলাম তাঁহা আমার অন্য সিস্টেম এর কিন্তু Location দেখায় অন্য দেশের Location. আমি এখন যতগুলো try করেছি সবগুলো বিফলে গেছে। কোন লাভ নাই।

Level 0

Vai এখানে MAIL ID থেকে কিভাবে IP address বের করা যায় ?

Level 0

vai amaro belay same kahini sothik result dey na

সুন্দর !

Level 0

Same Location দেখাবে না, বরং আমি যেই ISP ব্যবহার করি সেটার অবস্থান দেখাচ্ছে। খুব ভাল লাগল।

হায়রে, আমি বলে বাস করি ক্যালিফোর্নিয়ায়। সঠিক লোকেশন দেয় না তো? কি ব্যাপার, হু?