শিক্ষাবোর্ড এর যেকোন রেজাল্ট অনলাইনে দেখতে দেখতে সবার হাতে হাতে রেজাল্ট পৌঁছে যায় ততক্ষনে। এতে প্রযুক্তি প্রেমীদের যে কি ধরনের মান সম্মান এর টানাটানি হয় তা কেবল ভুক্তভূগিরাই জানেন। স্বজনেরা আশা করে বসে থাকে যে তাদের রেজাল্ট টা আগে জানতে নিশ্চয় অনলাইনে কিছু করা যায়। কিন্তু আশায় গুড়ে বালি। বরঞ্চ রেজাল্ট পাওয়ার ১ ঘন্টা পরেও কিচ্ছু করা যায় না।
মান সম্মান বাঁচাতে আমি নিজে গাঁটের পয়সা খরচ করে SMS করি কিন্তু SMS আসতে আরো দেরি। এমন অবস্থায় সম্মান বাঁচানোর একটাই ভরসা সেটা হল সিটিসেল। সিটিসেল কে এই মুহুর্তে ধন্যবাদ না দিয়ে উপায় নাই।
SMS করার সাথে সাথেই রেজাল্ট সিটিসেল ছাড়া আর কউ দেয় না মনে হয়। তাও আবার রেজাল্ট পাবলিশ করার সাথে সাথেই।
SMS করার জন্য টাইপ করুন JSC অথবা JDC স্পেস বোর্ড নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নং ব্যাস আর কিচ্ছু লিখা লাগবে না পাঠিয়ে দিন ১৬২২২।
***Zoom Ultra Modem দিয়েও পাঠানো যায়। ট্রাই করে জানাবেন কেমন লাগলো।
SMS format: JSC RAJ 141050
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
Thanks for sharing. It is a good idea.
Also we can see JSC/JDC results from http://www.educationboardresults.gov.bd/ and http://www.dakbox.weebly.com/