আছছালামু আলাইকুম।সবাই কেমন আছেন ? অনেক দিন টিউন করা হয়নি ব্যস্ত থাকার কারনে।সময় পেলাম তাই বসে গেলাম টিউন করতে। আজ যা নিয়ে টিউন করবো সেটা হল IDM . যারা ঢাকার বাইরে থাকে তারা খুব বেশি স্পিড পায়না নেটে একসাথে ব্রাউজ ও ডাউনলোড দুইটা কাজ একসাথে করতে খুব কষ্ট হয় ডাউনলোড দিলে বসে থাকতে হয়।আজ আমি এটার সামাধান দেবো শুধু মাএ যারা না জানেন। চলুন কাজ শুরু করা যাক।
১.IDM টা ওপেন করেন।
২.উপরের বারে Downloads>>Speed limiter>>Turn on এ ক্লিক করুন।
৩.আবার বারে Downloads>>setting এ ক্লিক করুন।
৪. Maximum download speed for one file গিয়ে আপনার ইচ্ছা মত দিয়ে দিন ১০ কিনবা ১৫ দিলে আপনি ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
শিতের বেনাচ:
আমাদের মাঝে আনেকে আছে যার গান পাগল তাদের এবং যারা শোনেনা তাদের জন্য আমার পছন্দের এটি (Remix) গান।শুনলেনা তো মিস করনে।Downloads
সবাই ভাল থাকবেন।টিউমেন্ট করতে ভুলবেন না। সময় পেলে আমার ব্লগ দেখতে পারেন Premium
আমি Abu Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 253 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে জানুর অন্যকে জানান।আমাকে ফেসবুকে পেতে-http://www.facebook.com/raihan.ikbal আমার সাইট-www.tunesadda.blogspot.com বা আমার কাছে ফোন করতে +8801712195668 নাম্বারে ডায়াল করুন।
ধন্যবাদ