২ মিনিটে জানিয়ে দিন যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাসীকে (ছবি )

ছবিটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন ।
বড় করে দেখুন 

মাত্র এক লক্ষ সাইন করলেই টিপাইমুখী বাধ বন্ধে বাংলাদেশের সহায়তায় এগিয়ে আসবে United Nations।
১. ( Click This Link ) এই ঠিকানায় যান ।
২. ফরমের ঘরগুলো পূরণ করুন ।
৩. সাইন চাপুন ।
ছবিটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন ।

Level 0

আমি বাতিল প্রতিভা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়তে এলাম, দেখতে এলাম


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@Job: ভাই কিছু একটা তো লেখা উচিত ছিল। এগুলো করে কোন লাভ নেই রে ভাই কারণ আমাদের সরকারই চোখ থাকতে অন্ধ

Level 2

সেদিন এই বিষয়ে আমার এক জনের সাথে কথা হচ্ছিল । তার মতে সরকার ভারতের উপর এতটাই নির্ভরশীল যে কিছুই বলতে পারে না

Level New

শিয়াল ডেকে এনে আবার কোন বিপদে পড়ি ।

    @kamal ahammed: বিপদে পরলে পরবো। তবুও আমার মাতৃ ভূমিকে কারো কাছে বিক্রি হতে দিব না। সত্যি কথা কি বাংলাদেশ এ আরেক টা জুদ্দের দরকার। যে সরকার নিজেরদের স্বার্থের জন্য এ দেশ টাকে ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্দে ।

@Job: এইডা কি ??

Level 0

আমরা করব জয় একদিন

দিলে কি লাভ হবে?
টিপাই মুখ বন্ধ হবে?

বাতিল প্রতিভা ভাই, এটাকি খাল কেটে কুমির আনার মত হয়ে যাচ্ছেনা?

vot দিলাম দেখি কি হয়। যদি লাইগা যায়!

ভাই আপনার টিউন এবং সকলের কমেন্টস পড়ারপর আমি আপনার সাথে নাই। আপনার কিভাবে মনে হল যুক্তরাষ্ট আমাদের উপকার করবে? সাড়া বিশ্বে মুসলমানদের তারা ধংস করছে। আর আমাদের দেশে তেলের খনি নাই। তাদের যতই ডাকেন তারা কানে শুনবেনা। যদি শুনে তার মানে দারাবে আমাদের মূল্যবান খনিজ সম্পদ গ্যাস তাদের নজরে পরেছে। আপনার চিন্তা ভাবনা তো আমাদের সরকারের চেয়ে খারাপ। ২০০ বছরের বৃটিশ শাসনের কথা এখনো আমাদের পাঠ্যবইয়ের অধ্যায় হিসেবে রচিত হচ্ছে, তা আপনিও নিশ্চয় পড়েন বা পড়েছেন। যাহোক আমরা সাধারন জনগনেরা কান্নাকাটি ছাড়া কিছুই করতে পারিনা। যাদের করার কথা তারাই করেনা, আর আমরা কে??

Level 0

এই মুহূর্তে আন্দোলনে নামার জন্য যে কয়টা ইস্যু পাবলিক গুরুত্ব দিয়া বিবেচনা করতেছে তার একটা টিপাইমুখ বাঁধ। এর বিরুদ্ধে লেটেস্ট যে প্রতিবাদ কর্মসূচীটা আসছে সেটা একটা অনলাইন পিটিশন। বলা হচ্ছে এতে এক লাখ সই দিলেই জাতিসংঘ এ ব্যাপারে হস্তক্ষেপ করবে। পাবলিকের মাথায় কাঠালভাঙার যত উপায় আছে তার মধ্যে সবচেয়ে লেটেস্টও এইটারে মনে হইলো। স্ল্যাকটিভিজম বা ইন্টারনেট পিটিশনের মাধ্যমে একটা ইস্যুতে জনমত জানানো যায় বটে, কিন্তু সেটার গ্রহণযোগ্যতা অন্তত জাতিসংঘে নাই কারণ সেখানকার জনগনের (মানে সাইনদাতাদের)পরিচয়ের ব্যাপারে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, তাই জাতিসংঘ সেটা গ্রহণ করে না। ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন কোনো ইহুদি যেন যুক্তরাষ্ট্র সফর করতে না পারে এমন পিটিশনও দিছে লোকে। মোটের উপর জাতিসংঘের এমন কোনো ক্ষমতাই নাই, থাকলে তারা ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনের বিরুদ্ধেই তো হস্তক্ষেপ করতে পারতো। কিংবা আমেরিকারে ঠেকাইতে পারতো ইরাকে মানবাধিকারলংঘন থেকে। তো না জাইনা পাবলিক যারা এতে সই করতেছেন তার যেসব ঝুঁকি নিতেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা তুলে দিলাম:
১. এইটার একটা ফিশিং স্ক্যাম হওয়ার সমূহ সম্ভাবনা। আপনার আই্ডি হয় হ্যাক হবে নয়তো আপনার ইউজার প্রোফাইলের তথ্যাদি বিক্রি করে মোটামুটি বড় অংকের টাকা কামাবে এর নেপথ্যে থাকা লোকজন। এই টাইপের স্ক্যামের ব্যাপারে নিচের সাইটে তথ্য পাবেন প্রচুর: http://www.hoax-slayer.com/latest-information.html

২. এই পিটিশনটার নাম বদলাইয়া যাইতে পারে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করো বা গোলাম আযমের মুক্তি চাই নামে। তারপর সেটা দেওয়া হবে যুক্তরাজ্য আর ইউএস সরকারের ওয়েবসাইটে ।পিটিশনের গ্রহণযোগ্যতা এই দুইটা জায়গাতেই কিছুটা আছে

আমি বরং বলি এক লাখ সইদাতার বদলে এক লাখ মানুষের একটা মিছিল করা হোক। টিপাইমুখ অভিমুখে না পারি, সংসদ অভিমুখে গিয়াও, অন্তত সংসদ ভবনের রাস্তায় দাড়াইয়া আমরা এই বাঁধ বন্ধ করার ব্যাপারে প্রতিবাদ জানাইয়া আসতে পারি।অনলাইন একটিভিজমের বাস্তব প্রয়োগ এখন পর্যন্ত যা দেখছি তাতে আমি আশাবাদী না সেটা সম্ভব বলে। ১৪০০ মানুষের হম্বিতম্বি রাস্তায় যখন ১৪ জনে অনুদিত হয়, তখন হতাশ হইতেই হয় বৈকি। ei bepare ek2 bolen…………UN nijei bolse se naki ei jinish suport korena

    @niir:
    পুরাটাই দেখি কপি পেস্ট মেরেছেন …
    ফেসবুক থেকে 😉

    যাই হোক এই টিউন টা সম্পর্কে বলি , @niir: যা বলেছেন তার সাথে আমিও সহমত……
    ২-১ দিন এই নিয়ে আমি আপনি খুবই মাতামাতি করবো, অনেক সাইন যোগাড় করবো হয়তো, কিন্তু তার আগে কি অনুসন্ধান করা উচিত না যে, যে কাজ টা করতে যাচ্ছি ,সেই কাজ টার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণ যোগ্যতা কত টুকু……।।????

    সবাই ভালো থাকবেন…

আপনারা সবার উপরের কমেন্টে (JOB) যেটা দেখছেন সেটা হল স্প্যাম। টিটিতে স্প্যামের সংখ্যা খুবই বেড়ে গেছে।