সি প্যানেল চেইন টিউন [পর্ব–৬] :: সাব ডোমেইন কি? কিভাবে সাব ডোমেইন তৈরি করবেন?

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 6 এ সবাইকে সাগতম । অল্প কিছু দিন টাইম নিয়ে আবারও আমি হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। আজ আলোচনা করব, সাব ডোমেইন কি? এবং কিভাবে সাব ডোমেইন তৈরি করা যায়। চলুন শুরু করা যাক।

সাব ডোমেইন কি?

সাব ডোমেইন হল মূল ডোমেইন এর  একটি অংশ । মূল ডোমেইন থেকে একটি বিন্দু  (.) দ্বারা আলাদা করে সাব ডোমেইন  তৈরি করা হয় ।  কিছু জনপ্রিয় সাব ডোমেইন এর উদাহরন  :  Mail.Yahoo.com ,   News.Google.com , Us.Cnn.com
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার  কিছু টা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার   লিমিটেশন দিয়ে রাখে ।

সাব ডোমেইন তৈরিঃ

প্রথমে সি প্যানেল এ লগ ইন করে  Domain  সেকশন থেকে Subdomains এ ক্লিক করুন।

আপনি যে নামে সাব ডোমেইন তৈরি করতে চান তা লিখেন।  এবং  সাব ডোমেইনটির জন্য  যে ডাইরেকটরি ব্যাবহার করতে চান তা দিয়ে "Create" বাটনে ক্লিক করেন।

"Create" বাটনে ক্লিক করার পর পরই সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। সাব ডোমেইনটি সঠিক ভাবে তৈরি হলে নিচের ছবির মত আসবে।

ব্যস তৈরি হয়ে গেল আপনার  ডোমেইন এর একটি সাব ডোমেইন। বুজতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট এ লিখে যাবেন। উত্তর দিতে চেষ্টা করব।

আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। সবাই ভাল থাকবেন।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাদের মাঝে আবার আসার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ বিপুল ভাই। আপনার সুন্দর দিন কামনা করছি…অনেক কাজের টিউন।

Level 0

বিপুল ভাই আসলে আপনি আসেন বলেই আমাদের নতুন দের সি প্যনেল সম্পর্কে অনেক শিখা হল। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ বিপুল ভাই। আপনার সুন্দর দিন কামনা করছি

অনেক সুন্দর একটি টিঊন।

Level 0

আমি কিছু দিন আগে একটা free hosting নেই

http://www.byethost.com থেকে এবং free domain নেই co.cc থেকে। আমি ডোমেইন এর

name serve এ add করি ns1.byet.org, ns2.byet.org, ns3.byet.org, ns4.byet.org, ns5.byet.org ।এবং hosting এ domain name add করি। কিন্তু আমার browser এ আমার সাইট

http://www.bdfirstweb.co.cc/ টি ওপেন করতে গেলে আই লেখা দিসচে
Forbidden

You don’t have permission to access / on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

আমাকে help করুন কিভাবে আমি আই problem থেকে মুক্তি পাবো।

Level 0

nice post