বন্ধুরা কেমন আছো? অনেকদিন পর একটা ফালতু টিউন লেখতে বসলাম। তবুও ভাল লাগছে টিউন লিখছি বলে। আমরা এখানেই অনেকেই টিভি দেখিনা। হয়ত সময়ের অভাবে বা আলসামোর কারনে। যেহেতু আমরা ইন্টারনেট ব্যাবহার করি তারা খুব সহজেই টিভি অনলাইন এ দেখতে পারি। ইন্টারনেট এর স্প্রিড কম হলেও চলবে এটা... ক্লিক কর এখানে bd24live.com ।
বন্ধুরা মনে রাখবে পছন্দের চ্যানেল এ ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করবে। ও আর একটি কথা বৈশাখী টেলিভিশন ২৪ ঘন্টাই দেখা যাবে অন্যগুলো সকাল থেকে সন্ধ্যা ৮টা প্রর্য ন্ত দেখা যাবে। ক্লিক করে ব্লান্ক স্ক্রিন দেখে আবার ক্লোস করে দিওনা। একটু অপেক্ষা কর টিভি চালু হয়ে যাবে। ভাল থেকো সবাই...
আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাত ৮ টার পর অফলাইন হয়ে থাকে সকাল থেকে সন্ধা প্রযন্ত দেখা যায়।