গুগল ম্যাপ এ তত্ব যোগ করে আপনার এলাকাকে সমৃদ্ধ করুন

সবাইকে শুভেচ্ছা।  আজ আমি গুগল ম্যাপ বিষয়ে টিউন নিয়ে এসেছি। জানিনা এই ধরনের কোন টিউন আগে কেউ দিয়েছে কিনা। যাই হোক আসুন টিউনে যাই।

আপনারা হয়তো জানেন, গুগল ম্যাপ দিয়ে GPS এর মাধ্যমে কোন এলাকা সম্মন্ধে তত্ব পাওয়া যায়। GPS এনাবল মোবাইল ছারাও গুগল ম্যাপ এ অনেক তত্ব পাওয়া যায়, তবে তা করতে হয় ম্যানুয়াল ভাবে সার্চ করে। বাংলাদেশে কদিন পরেই 3G আসতেছে। যদিও গুগল ম্যাপ ব্যাবহার করতে 3G প্রয়োজন হয় না। GPRS বা EDGE হলেই হবে। 3G হলে অনেক দ্রুত ব্রাউজ করতে পারবেন। মূল কথা আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে।

গুগল ম্যাপ এ যে তত্ব গুলো আছে সে গুলো আপনার আমার মত কেউ এড করেছে। যেমন আপনার এলাকায় অমুক কলেজ, স্কুল, হাসপাতাল, থানা, মসজিদ, মন্দির গুলো কোথায় আছে তা আপনি এড করে দিলেন, এখন আমি যদি সে জায়গাটা গুগল ম্যাপ এ সার্চ দেই, তাহলে আমাকে সে জায়গাটা দেখাবে।

GPS এনাবল মোবাইল হলে আপনি আপনার একচুয়াল স্থানটা সনাক্ত করতে পারবেন। গুগল ম্যাপ ডাওনলোড করতে আপনার আপনার মোবাইল ব্রাউজারে গিয়ে টাইপ করুন m.google.com/maps 

নকিয়ার সিম্বিয়ান 3rd ইডিশন প্রায় সব মোবাইলেই GPS আছে। নকিয়া E সিরিজের Nokia E51 ছারা সব মোবাইলেই GPS আছে। N সিরিজের নতুন মোবাইল গুলোতে GPS আছে। Apple Iphone, Android বা Windows অপারেটিং প্রায় সব মোবাইলই GPS  আছে।

মূল কথায় আসি। গুগল ম্যাপ এ কিভাবে আপনি তত্ব যোগ করবেন তা দেখানোর চেষ্টা করবো।

প্রথমে আপনাকে যেতে হবে, http://www.google.com/mapmaker এ। তার পরে আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করুন। আপনার পরিচিত এলাকা সার্চ করুন। এবার যে জায়গাটা আপনি চিনুন, সেখানে মার্ক করুন। নিচের ছবিটি দেখুন।

Add New তে ক্লিক করুন। এর পর Add a place এ ক্লিক করুন।

Add a place এ ক্লিক করলেই পয়েন্টার আসবে। যে জায়গাটি আপনি সিলেক্ট করতে চান, সেখানে পয়েন্টারটি বসান। এটা করার সময় সর্বোচ্চ জুম দিয়ে নির্দিষ্ট স্থানে পয়েন্টার বসান।

আপনি যেখানে পয়েন্টার বসিয়েছেন সেটি কি তা ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন।

একটি নাম দিন। এবার নরমাল জুম এ নিয়ে আসুন। জুম কমানোর অর্থ হলো, এখন যতটুকু কম জুম এ Save করবেন, গুগল ম্যাপ এ ততটুকু জুম করলে আপনার এড করা জায়গাটি সো করবে।

Save করুন। Save করার আগে আরো তত্ব এড করতে চাইলে এড করতে পারেন।

এবার আসুন দেখি কিভাবে  রাস্তা, নদী, রেলওয়ে ইত্যাদী যোগ করবেন।

নিচের ছিবিটি দেখুন-

Add New তে ক্লিক করে সিলেক্ট করুন Draw a Line.

ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন কি আকটে যাচ্ছেন।

যদি রাস্তা আকতে চান তাহলে সর্বোচ্ছ জুম করে রাস্তার এক মাথা থেকে ক্লিক করে করে অন্য মাথায় যান। মনে রাখবেন এক বারে সর্বোচ্ছ ৫ কিলোমিটার রাস্তা আকতে পারবেন। সেটা সেইভ করে সেখান থেকে আবার  ৫ কিলোমিটার যোগ করতে পারবেন।

একটা নাম দিয়ে Save করুন। Save করার আগে আরো কিছু তত্ব যোগ পারবেন।

এবার আসুন কোন গ্রাম,শহর,বিল্ড্রিং, স্কুল, কলেজ ইত্যাদীর বর্ডার কিভাবে আকবো তা দেখি-

Add New তে ক্লিক করে Draw a Shape এ ক্লিক করুন।

কি আকতে যাচ্ছেন সেটা সিলেক্ট করুন।

ধরুন কোন ছোট বাজারের এরিয়া আকবেন, মাউস দিয়ে ক্লিক করে করে যে জায়গা থেকে শুরু করেছিলেন আবার সেই জায়গায় ক্লিক করুন। দেখুন আপনার আকা এরিয়াটা নীল রংয়ের হয়ে গেছে।

একটা নাম দিয়ে সেইভ করুন। ইচ্ছা করলে আরো তত্ব যোগ করতে পারবেন।

এবার আসুন দেখি কিভাবে কোন তত্বকে সম্পাদনা করবেন।

যা সম্পাদনা করতে চান, সেটাতে রাইট ক্লিক করুন। সিলেক্ট করুন Find Near This Point

Edit এ ক্লিক করুন।

সিলেক্ট করুন Edit Entire ......................

সর্বোচ্ছ জুম করে পয়েন্টার ঠিক জায়গায় বসিয়ে সম্পাদনা শেষ করে Save করুন।এখানে আপনি নাম সহ আরো অনেক তত্ব যোগ করতে পারবেন।

কোন জায়গার ভুল তত্ব থাকলে সেটাকে ডিলেটও করতে পারবেন। মডারেটর গন সেটা যাচাই করে ডিলেট করে দিবে। নিচের ছবিটি দেখুন-

Delete This এ ক্লিক করুন।

ক্যাটাগরি থেকে ডিলেট করার কারনটা সিলেক্ট করুন, যদি লিস্টে সে কারনটা না থাকে Other সিলেক্ট করে নিচে কারনটা লিখুন। পরে Delete এ ক্লিক করুন।

এবার আসি প্রোফাইল এর ব্যাপারে। আপনি যদি প্রোফাইল সম্পাদনা না করেন, তাহলে তত্ব যোগকারী হিসেবে আপনার নাম সো করবে না। যা এড করবেন তা যাচাই করে ঠিকই প্রকাশ হবে শুধু নামটা সো করবে না। তাই প্রফাইল সম্পাদনা করে নিন।

এ জন্য আপনাকে যেতে হবে http://www.google.com/places/

Start Rating এ ক্লিক করুন। লগিন করুন।

নাম দিয়ে ছবি এড (যদি দিতে চান) করে Start Rating ক্লিক করুন। ব্যাস হয়ে গেল।

এখন থেকে আপনার নাম কনট্রিবিউটর হিসেবে সো করবে। যেমন-

পুরো টিউনটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি নাজিরুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই চমৎকার একটি টিউন । সীমাগ্রস্থ ইন্টারনেট সেবা দিয়ে গুগল মাপস তো শান্তিমত দেখাও যায়না । প্রিয়তে রাখলাম । ধন্যবাদ ।

Laptop/desktop এ কী GPS use করা যাবে?যদি যায় তবে edit করতে আরো সুবিধা হবে।LAPTOP/DESKTOP এর জন্য কী GPS আলাদা ভাবে কিনতে পাওয়া যায়?
আমি বোঝাতে চেয়েছি PHONE এ GPS এর মাধ্যমে যেমন আপনার location টা দেখা যায় PC তে তেমনটা দেখা যায় কী না?

    @এহসানুর রহমান: আমার জানা মতে কোন ল্যাপটপ এ GPS দেয়া থাকে না। GPS ডিভাইস বাইরে থেকে কিনে লাগানো যায় কিনা সেটা আমি সিউর না।
    আসলে আপনি যদি কয়েকদিন ভাল করে গুগল আর্থ ভিউ করেন, তাহলেই আপনার জন্য জায়গা চেনা সহজ হয়ে যাবে। হঠাৎ নতুন কেউ ম্যাপ দেখলে বুঝতে পারে না যে কোনটা কি। কারণ ম্যাপ ভিউ আর সরাসরি দেখা এক রকম নয়।

রেললাইন যোগ করতে পারিনা। যদি সেটা শিখিয়ে দিতের আপনাকে অনেক ধইন্যাপাতা দিতাম।

    @abdus salam 120: আপনি যে জায়গাটাতে রেললাইন আকতে চাইছেন, সেখানে প্রথমে রাইট ক্লিক করে Find Near This Point ক্লিক করে চেক করে নিন আগের কোন আকা লাইন আছে কিনা। অনেক সময় সো করে না। আগে থেকে থাকলে আপনি আকতে পারবেন না। তবে ইডিট করতে পারবেন। আর যদি না থেকে থাকে তাহলে না যোগ করতে পারার কোন কারন দেখছি না।

অসাধারন।ছবি সহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।আমার কাজে লাগবে।

Level 0

thanks

অসংধ্য ধন্যবাদ 😀
এ বিষয়ে টিউন হয়েছিল, এবং তা নির্বাচিত টিউনের সম্মাননাও পেয়েছিল-

গুগল ম্যাপ এডিট করতে শিখুন: দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখুন
https://www.techtunes.io/internet/tune-id/87220/

    @নেট মাস্টার: ধন্যবাদ নেট মাষ্টার। অবশ্য আগে আপনার পোষ্ট দেখলে এই পোষ্ট দিতাম না। তার পরও আমি মনে করি এই পোস্ট মুছে দেয়াটা ঠিক হবে না। কারন এটাতে গুগল ম্যাপ এর নতুন ভার্শনের স্ক্রীন সট দেয়া।

      @নাজিরুল হক: নানা মুছে দেবেন কেন? আমি চাই ম্যাপ এডিটের পোস্ট বার বার রিপোস্ট হউক যাতে মানুষ শিখতে পারে। আপনি প্রত্যেকটি ব্লগে ব্লগে আপনার পোস্ট ছড়িয়ে দিন। 😀

ধন্যবাদ। চমৎকার একটি টিউন। আমি যখন প্যারিসের রাস্তাই আইফুনে জিপিস ব্যবহার করে গাড়ি চালাই প্রতিদিন মনে হয় ইস বাংলাদেশে যদি জিপিস ব্যবহার করার সুযোগ থাকত? ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য।আশার বিশ্বাস আগামী ২০১২ মধ্যে বাংলাদেশে গুগল ম্যাপের আপতায় আসবে।

    @সিফাত: ধন্যবাদ।
    বাংলাদেশে বর্তমানে অনেক ইন্টারনেট ব্যাবহারকারী আছে। সবাই যদি অন্তত নিজের এলাকার তত্বগুলো যোগ করে তাহলেই গুগল ম্যাপ এ বাংলাদেশ অনেক তত্ব ভান্ডার হয়ে যাবে।

Level 0

অসাধারন। প্রিয়তে রাখলাম। 🙂

আমি অনেক আগে থেকেই এডিট করি কিন্তু আমার এডিট করা অংশগুলো গুগল ম্যাপে দেখা গেলেও এখনও আর্থে দেখা যায়না। কারন কি?

অসংখ্য ধন্যবাদ টিউনার ভাইকে এমন একটি অসাধারন টিউন উপহার দেবার জন্য।
শুভ নববর্ষ