ডোমেইন কি? ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা বাঞ্ছনীয় । বিস্তারিত জেনে নিন।

ডোমেইন  কি?

ডোমেইন এমন একটি  ইউনিক ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয় । সাধারন ভাবে বলা যায়, ইন্টারনেট জগতে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার  ঠিকানাই ডোমেইন নেম ।একজন মানুষ পৃথিবীতে আসলে মানুষটিকে চেনার প্রথম শর্ত হিসেবে যেমন একটি নামের দরকার হয় তেমনি ওয়েবে  আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার জন্য একটি  ইউনিক  নাম ব্যবহার হয় । আর এই নাম টি হচ্ছে ডোমেইন নেম । শুধু নিজেস্য বা ব্যবসা প্রতিষ্ঠান না, ডোমেই নেম হতে পারে যে কোন বিষয়াদির উপর বিত্তি করে।আপনি যখন একটি ওয়েব সাইট  তৈরির কথা চিন্তা করবেন তখন, ওয়েব সাইটির পরিচিতির জন্য অবশ্যই একটি নাম বা ঠিকানা দিতে হবে আর সেইটাই ডোমেইন ।

আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি “ওয়েব জগতে একক বা অদ্বিতীয় নাম গুলোকেই ডোমেইন নেম বলে” ।
চলুন কিছু ডোমেইন এর উদাহরন দেখে নেইঃ About.com, Yahoo.com, Techtunes.com.bd, wikipedia.org
ওয়েবে ভিবিন্ন এক্সটেনশন যুক্ত ডোমেইন হয়ে থাকে যেমনঃ .Com, .Net, .Org, .Biz, .Info, .Mobi, .Asia, .In

ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা বাঞ্ছনীয়ঃ

  • ডোমেইন নেম কেনার আগে অবশ্যই ডোমেইন প্রোভাইডার সাথে বিস্তারিত কথা বলে নিবেন। যেমন – আপনার ডোমেইন এর ফুল কন্টুল পাবেন কিনা,পরের বছর টাকা কেমন রাখবে,আপনার ডোমেইন এর কেমন নিরাপত্তা থাকবে ।
  • ডোমেইন কেনার সময় আমরা যে ভুলটি করে থাকি তা হল তারাহুরা করে ডোমেইন কিনে ফেলি এই কাজটা কখনোই করা উচুত না ।কেননা ডোমেইন একটা ইউনিক নেম যা আপনার বা আপনার প্রতিষ্ঠানের একক নেম, যার অদ্বিতীয়টি আর হবে না । তাই কেনার আগে ভাল করে ভেবে চিন্তে নিবেন।
  • সবসময় খেয়াল রাখবেন ডোমেইন টি যেন টপ লেভেল হয়। যেমন- .Com, .Net, .Org । তবে .Com নেয়াই বাঞ্ছনীয়। কেননা .Com টাই বেশি  ব্যবহারিত এবং সহজ বোধ্য।
  • আপনার ডোমেইন  আপনার  প্রতিষ্ঠানের নামের সাথে মিলিয়ে পছন্দ করুন । যাতে ভিজিটর আপনার ডোমেইন  দেখেই  আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা নিতে পারে  ।
  • ডোমেইন নেম নির্বাচন এর ক্ষেত্রে  ডোমেইন  যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করবেন এবং অর্থবোধক এবং কীওয়ার্ড বিত্তিক ডোমেইন  নেবেন।
  • নিউমেরিক কী ব্যবহার না করাই ভাল এবং নামের মাঝে  (-) ব্যবহার না করাই বাঞ্ছনীয় ।
  • ডোমেইনটি যাতে অন্য কোন জনপ্রিয় সাইটের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখবেন । কেননা, এতে যেমেন  ভিজিটর দের মাঝে কনফিউশন তৈরি হবে তেমনি  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সমস্যা হতে পারে ।

ডোমেইন এর দর দামঃ

প্রোভাইডার ভেদে ডোমেইন এর দাম কম বেশি হয়ে থাকে। .Com/.Net/.Org ডোমেইন গুলো ৬৫০ টকা থেকে ১০০০ টাকার মধ্যে কিনতে পারা যায় ।

কোথায় থেকে কিনবেনঃ

দেশি বিদেশি অনেক প্রোভাইডারই ডোমেইন বিক্রি করে থাকে ।

আমি বর্তমান দাম উল্লেখ করেছি প্রোভাইডার যেকোন মুহুর্তে দাম পরিবর্তন করার ক্ষমতা রাখে । আর হা বিদেশি প্রোভাইডার থেকে ডোমেইন কেনার আগে প্রোভাইডারটি  ICANN (আই সি এ এন এন) এর আওতাভুক্ত কিনা দেখে কিনবেন ।

আজকের মত এ পর্যন্তই।  সবাই ভাল থাকবেন। নতুন দের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক।  আর হা আপনি চাইলে আমার লেখা  "সি প্যানেল চেইন টিউন" দেখে আসতে পারেন ।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক সময় ছিল ডোমেইন কি জানতাম না । নতুন দের উপকারে আসবে। ধন্যবাদ বিপুল ভাই।

ভাল লিখছেন। এই প্রশ্নের সম্মুক্ষীন আমারও প্রায়শই হতে হয়।

Level 0

ভাই আমাকে হেল্প করুন…আমি এই পোস্ট টা প্রিয়তে নিতে পারসিনা। লগিন করা আসে…তার পর ও দেখাই……”টিউন প্রিয়তে রাখতে নিবন্ধিত টেকটিউনার হোন

প্রিয় টিউনস

ভাল লেখছেন। প্রিয়তে রাখলাম।

Level 0

টেকটিউনে এটিই মনে হয় ডোমেইন নিয়ে পুর্নাঙ টিউন যেখানে আপনি ডোমেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন।
ধন্যবাদ। প্রিয়তে দিলাম।

ধন্যবাদ। ডোমেইন কিন্তে মন্চায় 🙁

Level 3

ডোমেন কিনতে মন চায় যদি ধরা খাই !!। আর তাছারা লাভত হবে না । প্রতি বছর ডোমেনের জন্য খালি খালি টাকা গুনতে হবে । আয়ত করতে পারব না ।যদি আয় করতে পারতাম তাহলে কষ্ট করে টাকা সংগ্রহ করে ১টি ডোমেন কিনতাম । সতর্ক করার জন্য ধন্যবাদ ।

বিপুল ভাইকে ধন্যবাদ
এই ধরনের আসলে নতুন দের জন্য আসলে দরকার।

To day new starter, Thank you (techtune)

Level 0

Thanks.

Level 0

thanks for information.vai hosting er jonno valo desi site kunti?

ভাল হয়েছে ধন্যবাদ…