ডোমেইন এমন একটি ইউনিক ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয় । সাধারন ভাবে বলা যায়, ইন্টারনেট জগতে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার ঠিকানাই ডোমেইন নেম ।একজন মানুষ পৃথিবীতে আসলে মানুষটিকে চেনার প্রথম শর্ত হিসেবে যেমন একটি নামের দরকার হয় তেমনি ওয়েবে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার জন্য একটি ইউনিক নাম ব্যবহার হয় । আর এই নাম টি হচ্ছে ডোমেইন নেম । শুধু নিজেস্য বা ব্যবসা প্রতিষ্ঠান না, ডোমেই নেম হতে পারে যে কোন বিষয়াদির উপর বিত্তি করে।আপনি যখন একটি ওয়েব সাইট তৈরির কথা চিন্তা করবেন তখন, ওয়েব সাইটির পরিচিতির জন্য অবশ্যই একটি নাম বা ঠিকানা দিতে হবে আর সেইটাই ডোমেইন ।
আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি “ওয়েব জগতে একক বা অদ্বিতীয় নাম গুলোকেই ডোমেইন নেম বলে” ।
চলুন কিছু ডোমেইন এর উদাহরন দেখে নেইঃ About.com, Yahoo.com, Techtunes.com.bd, wikipedia.org
ওয়েবে ভিবিন্ন এক্সটেনশন যুক্ত ডোমেইন হয়ে থাকে যেমনঃ .Com, .Net, .Org, .Biz, .Info, .Mobi, .Asia, .In
প্রোভাইডার ভেদে ডোমেইন এর দাম কম বেশি হয়ে থাকে। .Com/.Net/.Org ডোমেইন গুলো ৬৫০ টকা থেকে ১০০০ টাকার মধ্যে কিনতে পারা যায় ।
দেশি বিদেশি অনেক প্রোভাইডারই ডোমেইন বিক্রি করে থাকে ।
আমি বর্তমান দাম উল্লেখ করেছি প্রোভাইডার যেকোন মুহুর্তে দাম পরিবর্তন করার ক্ষমতা রাখে । আর হা বিদেশি প্রোভাইডার থেকে ডোমেইন কেনার আগে প্রোভাইডারটি ICANN (আই সি এ এন এন) এর আওতাভুক্ত কিনা দেখে কিনবেন ।
আজকের মত এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। নতুন দের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক। আর হা আপনি চাইলে আমার লেখা "সি প্যানেল চেইন টিউন" দেখে আসতে পারেন ।
আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324
এক সময় ছিল ডোমেইন কি জানতাম না । নতুন দের উপকারে আসবে। ধন্যবাদ বিপুল ভাই।