বসে থেকে কাজ পাচ্ছি না কি করব অবশেষে এই কাজটি করলাম। আশা করি সবার ভালোই লাগবে। যেটার কথা বলছি সেটা ছোট্ট একটি উইগেট। শুধু আপনার সাইটে বসিয়ে দিবেন অমনি আপনার সাইটে যুক্ত হয়ে যাবে বাংলা অনলাইন রেডিও যেটা থেকে আপনার সাইটের ভিসিটররা লাইভ বাংলা প্রায় সব রেডিও স্টেশনগুলোর গান/প্রোগাম শুনতে পারবে।
শুধু মাত্র জাভাক্রিপ্ট এর এই ছোট্ট কোডটি বসিয়ে দিন যেখানে আপনি রেডিও প্লেয়ারটি সেট করতে চান ব্যাস কাজ শেষ আর কিছু করতে হবে না।
এই হল কোডঃ
<script language="javascript" type="text/javascript" src="http://www.amarputhia.com/widget/bangla_OnliNE_radio.js"></script>
এখানে ক্লিক করে একটি ডেমো দেখতে পারেন।
আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://radiodream24.com/widget.html এই লিংক
থেকেও WIDGET পাওয়া যাবে।