আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি আপনাদেরকে বলব যে কিভাবে জিপি/রবি মডেম ড্রাইভার আপডেট করা যায় । এটি অবশ্য তেমন কঠিন না । অনেকে হয়তো বলবেন ড্রাইভার আপডেট করে লাভ কি ? লাভ অবশ্যই আছে ! গত মাসে আমার বড় ভাই আমাকে একটি জিপি মডেম গিফট করে । এর মডেল হল HUAWEI e1550.এটি উইন্ডোজ এক্সপিতে ভালই কাজ করে । কিন্তু উইন্ডোজ সেভেনে মাঝে মধ্যই ব্লুস্ক্রীন দিত । প্রথমে আমি এর কারন খুজে পাইনি । যাই হোক অবশেষে ব্লুস্ক্রীন analyze করে আমি বুজতে পারি যে এটি মডেমের ড্রাইভারের সমস্যা । অবশেষে ইন্টারনেট ঘাটাঘাটি করে ড্রাইভার আপডেট করলাম । নিচে লিংক দিয়ে দিলাম । তবে এটি ইন্সটল করার আগে জিপি/রবি মডেম uninstall করে নিবেন এবং নতুনটি ইন্সটল এর পূর্বে মডেম আনপ্লাগ করবেন। এটির অন্যতম বৈশিষ্ট্য হল এর জন্য আলাদা USSD Plugin ইন্সটল করতে হয়না । আর এটি হল HUAWEI কোম্পানীর আসল এবং লেটেস্ট মডেম ড্রাইভার যার নাম Mobile Partner । এটি আরও মডেল সাপোর্ট করে। আশা করি অনেকের কাজে লাগবে । সকলকে অনেক ধন্যবাদ ।
Download link:
http://www.unlocked-dongle.co.uk/index.php?option=com_remository&Itemid=127&func=showdown&id=217
আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 173 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। এটা খুজছিলাম কিছু দিন আগে।