আজকে যখন সকালে উঠে পোস্ট দেওয়ার কথা চিন্তা করলাম তখন সামুতে ঢুকেই দেখলাম ১৬ ডিসেম্বর গুগলের ডুডল দেওয়ার জন্য সবাই মেইল করার কথা বলছে। এখন বললে বেশি হবে আমিও এই পোস্ট দেওয়ার জন্য সামুতে আর টেকটিউনসে লগ ইন করলাম। নিজের দেশের বিজয়ের দিনে বিশ্ববাসী আমাদের দেখবে। আমাদের আত্নত্যাগ সম্পর্কে জানবে এটা ভাবতেই ভাল লাগে। যাক ভালই লাগল সবার প্রচেস্টা দেখে। সামুতে ব্লগার একজন ছেলে এর পোস্টে একটা ডুডল দেখলাম। ভালোই লাগল।
আমি নিজে ডিজাইনার না। তারপর ও হাল্কা একটু এডিট করলাম। দেখেন তো কেমন হইছে??
আর গুগলকে এখন মেইল করলে কিছু হবে কিনা জানি না তারপরও মেইল করলাম। আপনারাও মেইল করেন, চেষ্টা করতে দোষ কই?? খারাপ হইলেও বলতে পারেন। ডুডল সম্পরকে যেকোন মতামত গ্রহন করা হইবে।
আর ব্লগার একজন ছেলের মেইল এর SAMPLE টা দিয়া দিলাম-
To
Google Doodle Team
Subject: Request Google Doodle for 16 December - Victory Day of Bangladesh
Dear Sir / Madam,
Please give a Doodle for 16 December - Victory Day of Bangladesh.
Thanks
Your Name
গুগলরে মেইলে গুতা দেন- [email protected] এই ঠিকানায়। আশা করি সবাই মেইল করবেন। এই জন্য অগ্রীম ধন্যবাদ।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।
সামুতেও প্রকাশিত।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
যারা এনিমেশোনের কাজ পারেন, তাদের কাছে একটি এনিমেশোন নির্ভর ডুডল তৈরির আবেদন জানাচ্ছি।