আমরা অনেকেই অনলাইন থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি কিন্তু দেখা যায় পরে সেটা চলে না । আবার সেগুলো সিডিতে রাইট বা অনলাইনে আপলোড করতে গেলেও হয় না । এই সব সমস্যা সমাধানের জন্য আপনাকে কোন না কোন ভিডিও সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু মনে করে আপনি এমন এক কম্পিউটার চালাচ্ছেন সেখানে সফটওয়ার ইনস্টল করার পদ্ধতি লক করা বা সেরকম কোন সফটওয়ার নেই যেটা দিয়ে আপনি ভিডিও ফাইলটি কনভার্ট করবেন । কিন্তু এই সব সমস্যাগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন অনলাইনে বসেই । আপনাকে প্রথমে http://www.online.movavi.com এ যেতে হবে । সেখানে যদি আপনি অনলাইন থেকে সরাসরি কনভার্ট করতে চান তাহলে Url লেখায় ক্লিক করে কনভার্ট করতে পারবেন আর যদি কম্পিউটার থেকে ফাইল কনভার্ট করতে চান তাহলে file এ ক্লিক করে ভিিডিও ফাইলটি কনভার্ট করতে পারবেন করতে পারবেন । আপনি এখান থেকে সর্বাধিক জনপ্রিয় ১২ টি ফরমেটে কনভার্ট করতে পারবেন যেমনঃ mp4 , avi , 3gp , 3gp2, mpeg , mp3 , flv ইত্যাদি । আপনি একসাথে সর্বাধিক ৫ টি ফাইল কনভার্ট করতে পারবেন এবং ১০০ মেগাবাইট বা ১০ মিনিটের ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন । এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ওয়াইডগোট এবং কনভার্টার সফটওয়ার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ।
এই সম্পর্কে আমি সি নিউজ সেপ্টেমবরের সংখ্যায় জানতে পেরেছি আপনাদের প্রয়োজন হতে পারে তাই এই টিউনটি করলাম । সকলকে ধন্যবাদ
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
হামিদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ । খুবই দরকারি সাইট ।……………………….!!!!!!!!!!!