আমার কিছু প্রশ্ন যার উত্তর জানি না।

আসলে আমি প্রশ্ন করেই যাই।আসলে আমার ইন্টারনেট সম্পর্কে বেশি কিছু জানি না।কিন্তু আশা আছে বহু।তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করি।দয়া করে উত্তর দিবেন।আমি টেকটিউনস এর মত একটা ব্লগ ফোরাম তৈরি করতে চাই?আমি ব্যবসাহিক কি ভাবে হোস্টিং ব্যবসা করতে পারি?আর নিজের সার্চ ইন্জিন কি ভাবে তৈরি করতে পারি?আমি কি ভাবে ডাটাবেজ তৈরি করতে পারি?দয়া করে সাহায্য করুন।(ধন্যবাদ)

Level 0

আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Disitalman. bd ভাই আপনি যদি গুগলের মাধ্যমে নিজের সার্চ ইন্জিন বানাতে হলে http://www.google.com/ig তে গিয়ে আপনার জিমেইল সাইন ইন করুন । পরে এখানে উপরের বাম দিকে Add content এ পছন্দের বিষয়গুলোর নিচে Add it now ক্লিক করলেই হোমপেজে পরিনত হবে । ওখান থেকেই আপনি আপনার পছন্দের সবকিছুই বদলাতে পারবেন । ট্রাই করে দেখতে পারেন ।

নিজের ডেটা দিয়ে সার্চ ইন্জিন তৈরি করতে চাই।

    এখানে তো আপনার সকল ডাটাবেজই তৈরি করতে পারবেন । এমনকি পিকচার থেকে শুরু করে সব কিছুই পরিবর্তন করতে পারবেন ।

ধন্যবাদ লোটাস ভাই।কিন্তু আমি চাই এমন একটা সার্চ ইন্জিন যার উপরে শুধু আমার আধীকার থাকবে গুগুল এটা তৈরি করবে না।

    এটা করতে আপনাকে আরও বড় হতে হবে।Taller,stronger,shapper হতে হবে।

Level 0

@Disitalman ভাই,
টেকটিউনস এর মত একটা ব্লগ বানাতে চাইলে আপনাকে ভিপিএস এ হোস্টিং করতে হবে। ভিপিএস কেন বললাম জানতে http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=12&t=3905 এই লিংকে ভিজিট করুন। ব্লগ script হিসেবে wordpress mu ব্যবহার করতে হবে। ভিপিএস সম্পর্কে জানতে http://forum.projanmo.com/t7552.html এই লিংকে ভিজিট করুন। সার্চ ইন্জিনের জন্য গুগলে খূজ করুন।

কেমন বড় হতে হবে একটু বলবেন কী?এবং কোন দিক থেকে?

    কিছুটা ফান আর বড় বড় প্রোগ্রামার ছাড়া সার্চ ইন্জিন সম্বব না

প্রথমেই বলে নেই আমার মতে আপনার কম্পিউটারের জ্ঞান অনেক কম ।জ্ঝান আরও বাড়াতে হবে।এবার
টেকটিউনস এর মত সাইট বানাতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন এবং মোটামুটি মানের করা যাবে ।তবে পূর্নাঙ্গ ভাবে করতে অবশ্যই প্রোগামিং এ ধারনা থাকতে হবে যেমন html,php,mysql ইত্যাদি।
হোস্টিং করতে হলে প্রথমে আপনি যেকোন হোস্টিং কোম্পানির রি-সেলার হিসেবে শুরু করতে পারেন।অনেক কোম্পানি হতে খূব সহজেই রি-সেলার নিয়োগ পাওয়া যায়।
সার্চ ইন্জিনের ব্যাপারটা আগেই বলেছি।
ডাটাবেজ করতে আপনাকে html,php,mysql এসব ওয়েব প্রোগ্রামিং এ ধারণা থাকতে হবে।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।আর কোন সাহায্য লাগলে আওয়াজ দিয়েন।

ধন্যবাদ মামুন ভাই উপকারে আসবে।

তবে কম্পিউটার সম্পর্কে আমার জ্ঞান একেবারে কম না।

গুগলের সার্চ কে আপনি কাষ্টমাইজ করে শুধুমাত্র আপনার ডেটাবেইজ এর জন্য ব্যাবহার করতে পারবেন এ ব্যাপারে আমার একটি টিউন আছে।

ভাই টিউনের লিংকটা দেবেন?

Level New

আবশ্যই ।

লিংক কোথায়

Level 0

শাকিল ভাই আমারও একই প্রশ্ন কই ?

Level 0

বড় বড় প্রোগ্রামার ছাড়া সার্চ ইন্জিন সম্বব না।