কিছুদিন ধরে চিন্তা করছি একটা ডোমেইন নেম কিনার কিন্তু যেহেতু আগে কখনও কিনি নাই তাই এই ব্যপারে সকলের কাছ থেকে সাহায্য কামনা করছি । আশা করি আমার পাশাপাশি অনেকেই এটাতে উপকৃত হবেন । যাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেমন মামুন ভাই ,টিনটিন ভাই ,শাকিল ভাই ,মঈন ভাই এছাড়া আরও অনেকেরই আছে তাই সকলের কাছ থেকেই আমি ওয়েব হোস্টিং এবং ডোমেইন সম্পর্কে স্পষ্ট ধারনা চাচ্ছি যাতে করে খুব সহজেই ডোমেইন নেম ক্রয় করতে পারি । আশা করি সকলের সাহায্য পাব । কত মেগাবাইট হোস্টিং দেবে তাও যদি আমাকে ক্লিয়ার করা হয় তাহলে খুব উপকৃত হব এবং ভাল একটি ওয়েবসাইট সকলকে উপহার দিতে পারব ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
https://www.techtunes.io/internet/tune-id/8197/ আমার এই টিউনটি দেখতে পারেন।