মাখায় নতুন চিন্তা – এড শেয়ার নেটওয়ার্ক

ছোট্টকাল থেকেই আমার মাথার ভেতরে  কিছু ভুত লালন করে আসছি।  একটা ভুত যখন মাথা চারা দেয় তখন তারমতো করে চলা ছাড়া উপায় নাই। পড়া-লেখা, কাজ কর্ম সব কিছুই তুচ্ছ হয়ে যায়। ভুতের আছর শেষ হলে আগের মতোই স্বাভাবিক। মাঝে মাঝে ভাবি উত্তেজনা বসত ব্লগে কখন কি লিখে ফেলি..তার পর সবার..কীবোর্ড ধোলাই যে কবে খাই আল্লাহ মালুম।
কয়েকদিন ধরে একটা চিন্তা মাথা থেকে  আর সরাতে পারলাম না।

আসল ঘটনাটা হলো-
কয়েকদিন আগে এক বন্ধুকে ব্লগস্পটে ব্লগ খুলে ওর এডসেন্স একাউন্ট বানিয়ে বসিয়ে দিলাম। দিনে প্রায় ১০০০ ভিজিটর জোগার করে ফেলেছে সে। প্রায়ই বলে ওর সাইটের এড নিজের সাইটে দিতে। এভাবে এড বসাতে বসাতে আমার সাইটের বেহাল দসা, আর একই এড দেখে দেখে ভিজিটর বিরক্ত। তাই রেনডম এডের ব্যবস্থার কথাটা মাথা ঘুরপাক খাচ্ছিল।
ভাবলাম, আমার আর আমার বন্ধু আর পরিচিতদের সাইটের ১২৫*১২৫ পিক্সেল এড যদি নিয়মিত এলো মেলোভাবে সাইটগুলোর প্রথম পাতায় আসতো তাহলে খুবই ভাল হতো। আমি চাইছিলাম, যদি ১০০ সাইটও হয় চারটি করে এড যাতে প্রত্যেকের সাইটের প্রথম পাতায় আসে। অনেকদিন পর একটু সময় বের করে করে এক এক সময় এক এক এড দেখলে ক্লিক পড়ার সম্ভাবনা বেশি হবে। আর যারা এড বিনামূল্যে দিতে পারবে এবং একটি এড তার সাইটের রাখতে হবে।

যেনো তেনো সাইট তো লিস্টে নেয়া যাবে না তাই ছোট একটি  নীতিমালা তৈরী করেছি-

  • ১. সম্পুর্ণ বিনামূল্যে বিজ্ঞাপন শেয়ার করা হবে।
  • ২. সাইটটি কমপক্ষে ১৫ দিনের পুরানো হতে হবে।
  • ৩. ( ব্লগ হলে ) সাইটে কমপক্ষে ২৫ টি পোস্ট থাকতে হবে।
  • ৪. বিজ্ঞাপনের যে কোন (ক. ছবি (১২৫*১২৫ পিক্সেল) অথবা খ. লিঙ্ক ইউনিট) কোড সাইটের এমন জায়গায় (সাইডবার) বসাতে হবে যাতে বিজ্ঞাপনটি সকল পাতায় দেখা যায়।
  • ৫. ভিজিটরের উপস্থিতির উপর ভিত্তিতে একমাস পরে সাইটটির প্রায়রিটি (১-৫) নির্ধারন করে হবে এবং প্রায়রিটির গুনিতক হারে বিজ্ঞাপন প্রকাশিত হবে। প্রাথমিক ভাবে প্রায়রিটি বিজ্ঞাপন সংস্থা কতৃক নির্ধারিত হবে
  • ৬. কোন সাইট যদি বিজ্ঞাপন প্রদর্শন না করে আমাদের বিজ্ঞাপনের সুবিধা নেয় তাহলে তার কর্তৃপক্ষকে জানাতে হবে।

কিভাবে আপনার সাইটের বিজ্ঞাপন শেয়ার করবেন
১. প্রথমে নিচের ক অথবা খ এর কোড সমুহ আপনার সাইটের প্রথম পাতায় যুক্ত করুন।

<script language="JavaScript" src="http://tutorialbd.com/freeadds/call3.js">
</script>
<p align=center><a href="http://tutorialbd.com/freeadds">Free Ads </a></p>

২.  info(at)tutorialBD(dot)com এ মেইল করুন তিনটি তথ্য দিয়ে
ক. আপনার সাইটের নাম।
খ. (ছবি এড দিতে চাইলে) আপনার সাইটের ১২৫*১২৫ পিক্সেল jpeg ছবি বিজ্ঞাপন এটাচমেন্ট করে পাঠাতে হবে। বিজ্ঞাপন বানাতে না পারলে আমরাই বানিয়ে নিব।
অথবা এই পোস্টে কমেন্টে জানিয়ে দিন উপরোক্ত তথ্য
৩. ৭২ ঘন্টার মধ্যে আপনার সাইটটি আমাদের তালিকায় যুক্ত করা হবে বা সাইটটি উপযুক্ত না হলে তাও মেইলে জানিয়ে দেয়া হবে। সেক্ষেত্রে আপনার সাইট থেকে কোডগুলো মুছে দিতে পারেন।

বিস্তারিত জানতে এখানে দেখুন

(শুধুমাত্র সাইটের প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ কমেন্টই রাখা হতে পারে)

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস