রিভিউ লিখে আপনার সাইট থেকে অনেক ভালো পরিমাণ আয় করতে পারবেন, কিভাবে ভিতরে দেখেন

Standard মানের একটা ব্লগ সাইট দিয়ে বিভিন্ন ভাবে আয় করা যায় । গুগুল এ্যাডসেন্সের কথা বাদ দিলাম, আপনার অনেকেই হয়তো পে-পারপোস্টে কাজ করেন । আজ আমি একটা সাইটের কথা আপনাদের জানাচ্ছি যার ফরম্যাট পে-পারপোস্টের মতো কিন্তু এটা একটু আলাদাভাবে কাজ করে । কিভাবে কাজ শুরু করবেন এসব বিস্তারিত বলার আগে প্রথমে আমি সাইটের বিভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই ।

ওয়েব সাইটের নাম -http://www.sponsoredriviews.com
Google Page Rank - ৫ (১০ এর মধ্যে)
Alexa Global Rank - 2276

আমি উপরের তথ্যগুলো এই কারণে দিলাম যাতে আপনি সাইটের value সম্পর্কে ভাল একটা ধারণা পান । কারণ আমাদের দেশে প্রায় সবাই (আমিও একসময় মনে করতাম) তাড়াতাড়ি নেট থেকে আয় করে বড়লোক হতে চায়, তখন কোথায় কী করছে এসব ভাবার আর সময় পায় না । লোভনীয় অফার পেলেই দিলাম ঝাপ এমন মনোভাব কাজ করে । যাই হোক আপনি কী করতে পারবেন এই সাইটের মাধ্যমে তার একটা বর্ণনা দেয়া উচিৎ ।

Sponsored Reviews এ আপনি যে ভাবে কাজ করবেন -----


শর্তসমূহ ---
০১. অব্যশই আপনাকে ভালোমানের একটা ওয়েবসাইটের (ব্লগ সাইট) মালিক হতে হবে ।
০২. ইংরেজীতে আর্টিকেল লেখার ভালো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ।
০৩. বিশেষ করে রিভিউ লেখার অভিজ্ঞতা থাকলে সেটা সবচেয়ে ভালো কাজে দিবে আপনাকে ।
০৪. অব্যশই ধের্য্য শক্তির অধিকারী হতে হবে । ২দিনেই কাজ পাবেন এই মনোভাব থাকলে এ কাজে না যাওয়াই আপনার জন্য উত্তম ।

আপনি কী পাবেন ---

০১. আর্থিক বিষয় –
*** আপনি যখন আপনার ওয়েবসাইট Sponsored Reviews এ যোগ করবেন ওরা আপনার সাইটের সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটা মূল্য নির্ধারণ করে দিবে (আমার সাইটের জন্য এটা ছিল ২০-৪০ ডলার) আপনি এর মধ্য থেকে আপনার বিবেচনা এবং সাইটের মান অনুসারে একটা মূল্য দিয়ে দিবেন । মনে রাখবেন,  আপনি বেশী দাম দিলেন আর সাইটের অবস্থা ভাল না সে ক্ষেত্র্রে কেউ আপনার সাইটকে রিভিউ লেখার জন্য নির্বাচন করবে না ।

[টিপস – অনেক সময়ই ওদের অটোমেটিক সাইট রিভিউয়ের পর আপনার সাইটকে reject করবে (কিছু সমস্যা দেখাবে – সাইট নতুন, অনেকগুলো পেইড কনটেন্ট……ইত্যাদি). তবে এখানে সবচেয়ে ভালো ট্রিকস হচ্ছে ওদের কে একটা ticket submit করা । Contact থেকে আপনার সাইট এ্যাপ্রোভের জন্য আবেদন করবেন, সাইট স্ট্যান্ডার্ড মানের হলে অব্যশই ওরা আপনাকে approve করবে । আমার সাইটের ক্ষেত্রে ও এরকম হয়েছিল । আশা করি অনেকের কাজে লাগবে, তবে রিজেক্ট ই-মেইল আসার আগে এ কাজটা করার দরকার নাই]

*** আপনার সাইট add করার ৭২ ঘন্টার মধ্যে Sponsored Reviews থেকে আপনাকে মেইল করে জানাবে আপনার ওয়েবসাইট ওরা গ্রহণ করেছে না বাতিল করেছে । Approve এর-পর আপনি রিভিউ লেখার জন্য বিড করতে পারবেন ।

*** প্রচুর buyer আছে Sponsored Reviews এ, এর মধ্য থেকে আপনি আপনার সাইটের টাইপ, বায়ারের শর্ত এবং আপনার যোগ্যতা অনুসারে বিড করবেন । আমি মনে করি প্রথম দিকে অল্প টাকা বিড করাই ভাল কারণ এই সাইটে অন্যান্য ফ্রী-ল্যান্সিং সাইটের মতো ফিডব্যাক এর সিস্টেম আছে । ভালো একটা ফিডব্যাক যদি আপনি অর্জন করতে পারেন তখন সহজেই কাজ পাবেন আর দামটাও বেশী নির্ধারণ করে বিড করতে পারবেন ।

*** আর একটা কথা বিড করার সময় আপনার সাইটের ক্যাটাগরি এবং buyer কী category তার প্রজেক্টের জন্য চাইছে এটা খেয়াল রাখবেন । অনেক বায়ার সব ক্যাটাগরি accept করে আবার অনেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ফিক্সড করে দেয় ।

*** একটা বিষয় পরিস্কার করা দরকার রিভিউটা কিন্তু আপনি নিজের সাইটে লিখবেন, এরপর বায়ারকে লিংক দিবেন । বায়ার approve করলে আপনি টাকা পাবেন ।

*** আপনি যদি ৫০ ডলারের একটা প্রজেক্ট সম্পন্ন করেন এর ৫০% ওয়েবসাইট চার্জ হিসেবে কাটবে । সোজা বাংলায় একটা রিভিউ এর বিড যদি ৫০ ডলার দিয়ে আপনি প্রজেক্ট এ জিতেন, ঐ কাজ সফলভাবে করার পর আপনার এ্যাকাউন্টে জমা হবে ২৫ ডলার । এটা বিড করার সময়ই দেখতে পাবেন । ছবিগুলো খেয়াল করুন ।

*** প্রতি সপ্তাহে ওরা আপনাকে টাকা দিবে । তবে ইচ্ছা করলে এটা আপনি বন্ধ করে রাখতে পারেন মানে আপনি নিজের সুবিধামতো সময়ে টাকাটা তুলতে পারবেন ।

02. SEO সুবিধা -
*** আপনার রিভিউ এর জন্য প্রচুর ডাইরেক্ট ট্যারিফ পেতে পারেন ।
*** ব্যাংলিংক পাবেন ফ্রী
*** সার্চ ইন্জিনে আপনার উন্নতি হবে ইত্যাদি

সবকিছু ঠিকঠাকমতো চললে আপনি সাইনআপ করে কাজ শুরু করতে পারেন এখান থেকে
http://www.sponsoredreviews.com

[ আর একটু গুছিয়ে লেখার ইচ্ছা ছিল, মনমতো লিখতে পারলাম না । কারও প্রশ্ন থাকলে করতে পারেন, সমস্যা নাই ]

Level 0

আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর হয়েছে।আরো একটু Clear হলে ভালো হতো।এই সাইটের কাজ কি?আমি রিভিউ লিখে আমার ব্লগ এ দিবো?

Level 0

ভাই আমার তো sub domain blog আমি তো রিভিও লিকতে পারব কি

Level 0

vai ami avira internet security use kori ei http://www.sponsoredriviews.com linke browse korle
(Information;;

Access to this page has been denied.The computer administrator has forbidden access to pages of this type.) site e dhukte badha dae . pls help ami ki korte pari ekhon..

vhalo lage

Level 0

ভাই রেভিও লেখার জন্য বাইয়ার কি instruction দিবে নাকি নিজ থেকে লিখতে হবে।

    @arjabed: এরা টপিক, কী-ওয়ার্ড,ওয়ার্ড সংখ্যা বলে দিবে সে অনুযায়ী আপনাকে লিখতে হবে ।

Level 0

Is that possible on this blog? http//internetincome80.blogspot.com / http//shourov80.blogspot.com এবং আপনি কি পেমেন্ট সম্পর্কে বিস্তারিত বলবেন?

Level 0

@AC1 zoom ultra karon ami gazipure thaki .

এরা paypal এর মাধ্যমে পেমেণ্ট করে , যা বাংলাদেশে নাই — এটা প্রথমে বলা উচিত ছিল

    আপনি এই টাইপের যে সাইটেই কাজ করেন না কেন ওরা পেপাল এর মাধ্যমেই পেমেন্ট দিবে । কাজ করতে হলে এটা ম্যানেজ করতে হবে । আমাদের হাতে আর কোন উপায়তো নাই । তবে আশা করছি খুব দ্রুত পেপাল দেশে চালু হবে । তখন পেমেন্টর এই ঝামেলাটা আর হয়তো হবে না ।

Level 3

Valo lagar moto akta tune pelam bohudin pore…..

Level 1

vai ami 6mas age account koreci kintu offer pacci na ato easy hole sobai akta pajero kinto

Level 0

but ki vhabe kaj korte hoy ta jodi bistarito lekhen tahole vhalo hoto………