আশাকরি সবাই ভাল আছেন ।
আজকে একটা বিষয় জানার পর ইচ্ছে হল আপনাদের ও জানাই । হয়ত অনেকেই জানেন আবার কেউবা জানেননা ।
যারা জানেননা তাদের উদ্দেশেই টিউন টা করলাম ।
মিনিপ্যাক 1 MB- প্রিপেইড গ্রাহকদের জন্য একটি ইন্টারনেট অফার যেখানে ১ মেগাবাইট ডাটা এবং ২০টি এমএমএস ব্যবহার করা যায় 2.50 টাকা (+VAT) মূল্যে। এই প্যাকেজের মেয়াদ অ্যাক্টিভেশনের সময় থেকে ২ দিন। মিনিপ্যাক ১ এমবি চালু করার জন্য 1 MB টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*11*1# এবং নির্দেশনা অনুসরণ করুন। ২ দিন পার হবার আগেই যদি গ্রাহক তার ১ MB ডাটা ও ২০ টি MMS ব্যবহার করে ফেলেন তাহলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি আর ইন্টারনেট বা এমএমএস ব্যবহার করতে পারবেন না। ব্যবহারের পরিমাণ জানার জন্য ইনফো টাইপ করে পাঠিয়ে দিন 5000 নম্বরে অথবা ডায়াল করুন *500*60#।
এই সেবাটি প্রতিবার চালু করলে গ্রাহক বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের (ফেসবুক, বিডিনিউজ২৪, ইউটিউব) হাইপারলিংক সহ এসএমএস পাবেন। গ্রাহকরা আরো জনপ্রিয় সাইটের লিংক পেতে ডায়াল করতে পারেন *500*0# অথবা লিখে এসএমএস করতে পারেন 5000 নম্বরে।
(সূত্র গ্রামীণফোন)
আমি Sarwar Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ও ভাই……পুরাই তো কপি পেস্ট মারলেন।
ঘটনা বুঝলাম না। ২.৮৮ পয়সায় ২০টা এমএমএস + ১মেগা ডাটা ফ্রী?হারামিফোন এত ভালো হলো কিভাবে?নাকি এর মধ্যেও কোনো কাহিনি আছে?