প্রথমে কি দিয়ে শুরু করব? HTML, Joomla নাকি অন্য কিছু প্লিজ কষ্ট করে একটু বুঝিয়ে লিখবেন।
w3schools সাইট খুব ভাল লাগছে তবে সাথে ভিডিও টিউটোরিয়াল হলে মনে হয় ভাল হয় ভুলে গেলে খুব কাজে আসবে। ইউটিউবে লিন্ডার ভিডিওর সিকিউয়েন্স বুঝতে পারছি না, সব লিন্ডার ভিডিও কি টিউবে আছে?
মোট কত সময় লাগতে পারে কাজ পাবার মত শিখতে?
নাকি অন্য কিছু শিখলে ভাল হবে?(নতুন তাই কনফিউজড কিছুটা)
ওয়েব ডিজাইনের তো এখনো যথেষ্ট চাহিদা আছে তাই না?
উত্তর দেবার জন্য আগাম ধন্যবাদ
আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চলছি
HTML+CSS এ হাত পাকান আগে। শুধু এটা দিয়েই প্রচুর কাজ পাওয়া যায়। HTML শেখার ক্ষেত্রে ভার্সন 4 দিয়ে শুরু করুন। ওটা মোটামুটি আয়ত্তে এসে গেলে শেখার লেভেল HTML5 এ আপগ্রেড করুন। আর CSS এর ক্ষেত্রে ভার্সন ৩ দিয়ে শুরু করুন। HTML এবং ওয়ার্ডপ্রেস থীম বানানোর জন্য আমার পছন্দের কম্বিনেশন HTML5+CSS3.
সাথে জাভাস্ক্রীপ্ট, জেকুয়েরী এগুলা হালকা পাতলা শিখে রাখুন। হাই কোয়ালিটি কাজে সুবিধা পাবেন।
এখন আসুন সিএসএম এর ক্ষেত্রে। আমি নিজে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। শুরু করার জন্য এটা খুবই ভালো। তবে আমার ব্যক্তিগত পছন্দ দ্রুপাল। এটা আবার একটু এডভান্সড টাইপ জিনিস।
সিএসএম নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করবেন তখন PHP এর বেসিক ধারণাটা নিয়ে নিবেন। অন্তত বেসিক ধারণা ছাড়া একটু ভালো মানের কাজ করা কষ্টই হয়ে যাবে।
আর কোন সাহায্য লাগলে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার।
আর আমাদের ছোটখাটো একটা টীম আছে। চাইলে জয়েন করতে পারেন।