মূল উদ্দেশ্য ফ্রিল্যান্সিং তাই ওয়েব ডিজাইন শিখতে চাই, আপনার পরামর্শ খুবই প্রয়োজন

প্রথমে কি দিয়ে শুরু করব? HTML, Joomla নাকি অন্য কিছু প্লিজ কষ্ট করে একটু বুঝিয়ে লিখবেন।

w3schools সাইট খুব ভাল লাগছে তবে সাথে ভিডিও টিউটোরিয়াল হলে মনে হয় ভাল হয় ভুলে গেলে খুব কাজে আসবে। ইউটিউবে  লিন্ডার ভিডিওর  সিকিউয়েন্স বুঝতে পারছি না, সব লিন্ডার ভিডিও কি টিউবে আছে?

মোট কত সময় লাগতে পারে কাজ পাবার মত শিখতে?

নাকি অন্য কিছু শিখলে ভাল হবে?(নতুন তাই কনফিউজড কিছুটা)

ওয়েব ডিজাইনের তো এখনো যথেষ্ট চাহিদা আছে তাই না?

উত্তর দেবার জন্য আগাম ধন্যবাদ

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

HTML+CSS এ হাত পাকান আগে। শুধু এটা দিয়েই প্রচুর কাজ পাওয়া যায়। HTML শেখার ক্ষেত্রে ভার্সন 4 দিয়ে শুরু করুন। ওটা মোটামুটি আয়ত্তে এসে গেলে শেখার লেভেল HTML5 এ আপগ্রেড করুন। আর CSS এর ক্ষেত্রে ভার্সন ৩ দিয়ে শুরু করুন। HTML এবং ওয়ার্ডপ্রেস থীম বানানোর জন্য আমার পছন্দের কম্বিনেশন HTML5+CSS3.
সাথে জাভাস্ক্রীপ্ট, জেকুয়েরী এগুলা হালকা পাতলা শিখে রাখুন। হাই কোয়ালিটি কাজে সুবিধা পাবেন।
এখন আসুন সিএসএম এর ক্ষেত্রে। আমি নিজে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। শুরু করার জন্য এটা খুবই ভালো। তবে আমার ব্যক্তিগত পছন্দ দ্রুপাল। এটা আবার একটু এডভান্সড টাইপ জিনিস।
সিএসএম নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করবেন তখন PHP এর বেসিক ধারণাটা নিয়ে নিবেন। অন্তত বেসিক ধারণা ছাড়া একটু ভালো মানের কাজ করা কষ্টই হয়ে যাবে।
আর কোন সাহায্য লাগলে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করবো হেল্প করার।
আর আমাদের ছোটখাটো একটা টীম আছে। চাইলে জয়েন করতে পারেন।

    @বাবর: অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেবার জন্য কিন্তু কোথা থেকে শিখব, কিভাবে শিখব কিছু তো বললেন না অনেক বড় প্রশ্ন করেছি তাই হয়ত খেয়াল করতে পারেন নি।

    আমি তো মাত্র শুরু করব টিমে নিয়ে কাজ হবে, কোথায় ঠিকানা?

শেখার জন্য w3schools.com এর থালো জায়গা তো আর দেখি না।
মূলকথা হলো প্র্যাকটিস। HTML এবং CSS (বিশেষ করে CSS3) এর ব্যাপ্তি এত্ত বেশি যে এইগুলা আপনি মুখস্ত রাখতে পারবেন না। w3schools থেকে মোটামুটি একটা ধারণা নিয়ে প্র্যাকটিস শুরু করে দিন।
প্র্যাকটিসের জন্য একটা ট্রিকস হচ্ছে নকল করা। যে সাইটটা চোখে লাগবে সেটার একটা মাস্টারপীস বানিয়ে ফেলুন।
আরেকটা ট্রিকস হচ্ছে কখনো গুগল করতে কার্পণ্য করবেন না। এসব ব্যাপারে একজন মানুষকে প্রশ্ন করার জন্য বসে থাকার চেয়ে গুগল এর সাথে ভালো সম্পর্ক রাখাটা অনেক বেশি কাজের বলে মনে হয় আমার কাছে।

আমিও ওয়ার্কার হিসেবে মাত্র শুরু করবে এমন পাবলিকই খুজতেছি। শেখার জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেয়ার জন্যই প্রস্তুত হচ্ছি। তবে আমার দরকার ডেডিকেটেড ওয়ার্কার।

বুঝতে পারলাম
আপনার সাথে কাজ করার শর্তগুলো লিখুন আমি যা করি সেটাতে সবসময় ডেডিকেটেড, ঢিলেঢালা জিনিস আমি সবসময় ঘৃণা করি
তবে আমি কিন্তু ঠিক এই মুহূর্তেই শুরু করতে পারব না

Level 0

Babor bahai,

worker hisabe ami apnar sathe kaj korta chai……. please guideline me.

যারা আগ্রহী তারা ফেসবুকে যোগাযোগ করুনঃ http://www.facebook.com/albabar
চাইলে মেইলও করতে পারেনঃ alamin(at)ibabar.com

তবে আবারও বলছি, আমার ডেডিকেটেড ওয়ার্কার দরকার।