Day 4 – HTML সব থেকে সহজ ভাবে, একবার দেখলে আজীবন মনে থাকবে

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব HTML কি এবং কেন শিখব?

আমরা তো ওয়েবসাইট বানাবো তাই না? তো একটা ওয়েবসাইট বানাতে দুটো অবশ্যই লাগে, এক HTML আর দুই CSS।

এইচটিএমএল এর অর্থ হলো হাইপার টেক্সট মার্কার ল্যাংগুয়েজ।

অর্থ্যাত ওয়েবসাইটের ভাষায় কোড লিখা। আমরা যেমন বিদেশীদের সাথে কথা বলতে চাইলে তাদের ভাষার জানা। তেমনি এই HTML এর ভাষা শিখতে হলে জানতে হবে Tag. আসলে অনেকে ওয়েব ডেভলপিং শিখতে এসে এই HTML ট্যাগ ইত্যাদিকে অনেক ঝামেলার মনে কিন্তু এগুলা আসলে অনেক সহজ, সহজের থেকে সহজ, ভয়ের কোনো কারণ নাই।

আর আমি গ্যারান্টি দিয়ে বলব আজকের এই ১০ মিনিটের ক্লাসে আপনি এই এইচটিএমএল ট্যাগ খুব সহজে শিখতে পারবেন। আর আজকে যা শিখবেন তা আজীবন মনে রাখবেন।

Today is the mission to learn HTML tag.

আচ্ছা সব কিছুর যেমন স্ট্রাকচার ফলো করতে হয় ঠিক তেমনি HTML এর স্ট্রাকচার যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে আপনি HTML এর ৮০% শিখে যাইতে পারবেন। তো আমাদের আজকের ক্লাসের ফোকাস থাকবে স্ট্রাকচার শিখতে.

সব গুলো এভাবে বলে বুঝানো মুসকিল, তাই ভিডিও টা করা, সব বিস্তারিত দেখানো আছে, এর সত্যিই একবার দেখলে আজীবন মনে থাকবে.

Freelancing এর উপর সম্পূর্ণ ফ্রিতে Web Development / Website Create নিয়ে Free Online Course from beginner to advanced.

প্রতিদিন ১০-১৫মিনিট এর ক্লাস এ ফ্রিতেই Freelancing শিখুন যেকুনো জাইগা থেকে সম্পূর্ণ গাইডলাইনের সাথে.

Courses এ যইন করার জন্য এবং সকল আপডেট পাওয়ার জন্য এই গ্রউপ এ জইন করুন

https://www.facebook.com/groups/LearnFreelancingWithFun/

 

কি কি থাকছে এই কোর্স এ? আমরা কি কি শিখবো এই কোর্স এ?

Freelancing এর উপর সম্পূর্ণ ফ্রিতে Web Design and Development নিয়ে Free Online Course

Level 0

আমি জিল্লুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস