টেবিল তৈরি করার জন্য এইচটিএমএল <table> এলিমেন্ট ব্যবহার করা হয়।টেবিলের সারি তৈরি করার জন্য এইচটিএমএল <tr> এলিমেন্ট ব্যবহার করা হয়।টেবিলের ডাটা যোগ করার জন্য এইচটিএমএল <td> এলিমেন্ট ব্যবহার করা হয়।টেবিলের হেডিং তৈরি করার জন্য এইচটিএমএল <th> এলিমেন্ট ব্যবহার করা হয়।টেবিলের ক্যাপশন সেট করার জন্য এইচটিএমএল <caption> এলিমেন্ট ব্যবহার করা হয়।টেবিলের বর্ডার সেট করার জন্য সিএসএস border প্রোপার্টি ব্যবহার করা হয়।টেবিলের সেলগুলোর বর্ডারকে একত্র করার জন্য সিএসএস border-collapse প্রোপার্টি ব্যবহার করা হয়।সেলগুলোর মধ্যে প্যাডিং যুক্ত করার জন্য সিএসএস padding প্রোপার্টি ব্যবহার করা হয়।সেলের টেক্সটকে এলাইন করার জন্য সিএসএস text-align প্রোপার্টি ব্যবহার করা হয়।সেলগুলোর মধ্যে স্পেস সেট করার জন্য সিএসএস border-spacing প্রোপার্টি ব্যবহার করা হয়।একটি সেলকে একাধিক কলামে ভাগ করার জন্য colspan এট্রিবিউট ব্যবহার করা হয়।একের অধিক সারিযুক্ত সেল তৈরি করার জন্য rowspan এট্রিবিউট ব্যবহার করা হয়।
বিস্তারিত জানতে এইভিডিওটি দেখুন, উদাহরনসহ ।
আমি ইখলাস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।