আস্-সালামু আলায়কুম,
Basic HTML ১ম পর্বে স্বগতম,
HTML: Hyper Text Markup Language
### লেখা কপি করতে পারবে কিন্তু নিজের নামে পেষ্ট করতে পারবে না #####
আমি তোমাদের নিয়মি ভাবে টিউন করব, যারা শিখতে চা্ও তারা যোগ দাও আমাদের সাখে,
অল্প সময়ে আশা করি তোমাদের শিখাতে পারব।
যদি তোমরা কোন বিষয় না বুঝ তাহলে টিউমেন্টে প্রশ্ন করবে।
১ম ধাপ
প্রথমে তোমার কাম্পিউটারের কিছু কনফিগারেশন পরিবর্তন করতে হবে,
Start Menu>Control Panel>Appearance & Particularization>Folder Option>View>
Hide Extensions for known file type এর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, তারপর Ok,
২য় ধাপ
মাউস এর
Right Button>New>New Text Document.txt .txt এখানে Extension,
আমারা যেহেতু HTML শিখব তাহলে HTML এর Extension হল .html
আমরা New Text Document.txt কে যে কোন নামে Rename করব, আমি করলাম index.html
বি:দ্র: অবশ্যয় শেষে .html কথাটা লেখতে হবে আর সকল প্রগ্রাম এর অংশ লিখতে হবে small letter.
৩য় ধাপ
তাহলে এবার তোমার কম্পিউটার প্রগ্রাম করার জন্য সম্পূর্ন প্রস্তুত নই, যদিও লেখতে পাড়, তাহলে নামিয়ে নাও এবং ইন্টল কর স্বাবাবিক নিয়মে,
একটা সফট হলে কেমন হয়?
এরার চল শরু করি স্বপ্নের প্রগ্রামিং>>>>>>
index.html ফাইলটির উপর Mouse Right Button ক্লিক করে Edit With Notepad++ দিয়ে Open করি। এবং লেখি
Welcome To My Fast HTML Program Hello World.
তারপর Save করি Ctrl+S চেপে,
index.html ফাইলটি ওপেন কর তোমার ব্রাউজার দিয়ে, অথবা Notepad++ থেকে।
যদি Welcome To My Fast HTML Program Hello World. লেখাটা দেখায় তার মানে তোমার প্রথম প্রগ্রাম সফল ভাবে চালু হয়েছে।
কিন্তু এভাবে প্রগ্রাম লেখলেত হবেনা তাই নিচের নিয়মে লিথতে হবে,
তাহলে লেখেফেল দেখবে একই ফল পেয়েছ।
যেহেতু আমরা বিভিন্ন প্রজেক্ট করব তই এভাবেই শিখব।
<!DOCTYPE HTML>
<html>
<head>
<title>Hello Tech BD</title>
</head>
<body>
Welcome To My Fast HTML Program Hello World
</body>
</html>
#এখানে html, head, title, body এগুলো হল Tag, আর টেগ সব সময় লেখা শরু করতে হয় < > চিহ্ন এর ভিতরে, আর শেষ করতে হয় </ > চিহ্ন এর ভিতরে।
#title টেগ এর ভিতর যা লেখবে তা দেথাবে তোমার ব্রাউজারের Tab এর মধ্যে,
আর আমরা প্রগ্রাম লিখব body টেগ এ ভিতরে <body> </body>।
তাহলে আজ এপর্যন্ত ই
আবার আর সামনে আরো এমন মজার প্রচেক্ট পেতে চাইলেআমারদের Facebook Like দিয়ে সাথে থাকো।
আল্লাহ হাফেজ
আমি A.I. Sohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 109 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।