এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
- HTML হাতেখড়ি [পর্ব- ১] প্রাথমিক আলোচনা
- HTML হাতেখড়ি [পর্ব-২] হেডিং(Heading), প্যারাগ্রাফ( Paragraph), লিংক( Link)
- HTML হাতেখড়ি [পর্ব-৩] HTML ফরমেটিং (Formatting), লিস্টিং (Listing) এবং কমেন্ট(Comment)
- HTML হাতেখড়ি [পর্ব-4] HTML টেবিল (Table) এবং ইনটিটিস (Entities)
- HTML হাতেখড়ি [পর্ব- ৫] এইচ.টি.এম.এল ফ্রেম (HTML Frame)
- HTML হাতেখড়ি [পর্ব- ৬] এইচ.টি.এম.এল ফর্মের উপাদান (HTML Forms Element)
আজ আমরা HTML Forms এর উপাদান তৈরি করা শিখব। প্রথমেই আমাদের জানতে হবে একটা Form এ কি কি জিনিস থাকতে পারে। একটা Form যা থাকতে পারে তা নিম্নরূপ:
এখন এইগুলো কিভাবে দ্বারা তৈরি করতে হয় আমরা তা শিখব।
টেক্সট ফিল্ড তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
নাম: <input type="text" name="name" /><br />
পেশা: <input type="text" name="profession" />
</form>
এখানে আমরা Text Field তৈরি করেছি বলে input type এ text দিয়েছি।
পাসওয়ার্ড ফিল্ড তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
গোপন সংখ্যা: <input type="password" name="pwd" />
</form>
এখানে আমরা Password Field তৈরি করেছি বলে input type এ password দিয়েছি।
Radio Button তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
<input type="radio" name="sex" value="male" /> পুরুষ<br />
<input type="radio" name="sex" value="female" /> নারী
</form>
এখানে আমরা Radio Button তৈরি করেছি বলে input type এ radio দিয়েছি।
Check Box তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form>
<input type="checkbox " name="sex" value="male" /> পুরুষ<br />
<input type="checkbox" name="sex" value="female" /> নারী
</form>
এখানে আমরা Check Box তৈরি করেছি বলে input type এ checkbox দিয়েছি।
Dropdown List তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form action="">
<p>কে বাড়ি যাবে???</p>
<select name="go_home">
<option value="i"> আমি </option>
<option value="you">তুমি</option>
<option value="he_she">সে</option>
</select>
</form>
Text Area তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<textarea rows="10" cols="30">
এখানে তুমি তোমার ভালবাসার কথা লিখ।
</textarea>
Button তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form action="">
<input type="button" value="চাপ দাও">
</form>
এখানে আমরা Button তৈরি করেছি বলে input type এ button দিয়েছি।
Submit Button তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন।
<form name="input" action=" " method=" ">
<input type="submit" value="Submit" />
</form>
এখানে আমরা Submit Button তৈরি করেছি বলে input type=" submit " দিয়েছি।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
Text Field:
এই Age দিলে কি input type Number দিতে হবে।
Age:<input type="num" name="age"/></br>
প্রিয়তে রাখলাম।