এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
- HTML হাতেখড়ি [পর্ব- ১] প্রাথমিক আলোচনা
- HTML হাতেখড়ি [পর্ব-২] হেডিং(Heading), প্যারাগ্রাফ( Paragraph), লিংক( Link)
- HTML হাতেখড়ি [পর্ব-৩] HTML ফরমেটিং (Formatting), লিস্টিং (Listing) এবং কমেন্ট(Comment)
- HTML হাতেখড়ি [পর্ব-4] HTML টেবিল (Table) এবং ইনটিটিস (Entities)
- HTML হাতেখড়ি [পর্ব- ৫] এইচ.টি.এম.এল ফ্রেম (HTML Frame)
- HTML হাতেখড়ি [পর্ব- ৬] এইচ.টি.এম.এল ফর্মের উপাদান (HTML Forms Element)
আজ আমরা শিখব HTML Frame। প্রথমেই আমাদের মনে যে যে প্রশ্নগুলো আসতে পারে তা উত্তরসহ নিম্নরূপ:
উত্তর: যার মাধ্যমে আমরা অনেকগুলো ওয়েব পেজকে একই সাথে একই সময়ে ব্রাউজারের উইন্ডোতে প্রদর্শন করতে পারি তাই হল HTML Frame ।
উত্তর: HTML Frame দুই প্রকার। যথা:
উত্তর: Vertical Frameset তৈরি করার জন্য প্রথমে তিনটি পেজ তৈরি করুন।
<html>
<body>
<body style="background-color:red;">
<body>
</html>
সেভ করুন i.html নামে।
<html>
<body>
<body style="background-color:green;">
<body>
</html>
সেভ করুন you.html নামে।
<html>
<body>
<body style="background-color:yellow;">
<body>
</html>
সেভ করুন other.html নামে।
Vertical Frameset তৈরি করার জন্য নিচের কোডটি টাইপ করুন:
<html>
<frameset cols="25%,50%,25%">
<frame src="i.html" />
<frame src="you.html" />
<frame src="other.html" />
</frameset>
</html>
সেভ করুন index.html নামে।
Horizontal Frameset তৈরি করার জন্য উপরের <frameset cols="25%,50%,25%"> এর জায়গায় <frameset rows="25%,50%,25%"> লিখুন। অর্থাৎ সম্পূর্ণ কোডটি হবে নিম্নরূপ:
<html>
<frameset rows="25%,50%,25%">
<frame src="i.html" />
<frame src="you.html" />
<frame src="other.html" />
</frameset>
</html>
এবার index.html ফাইলে ডাবল ক্লীক করে আউটপুট দেখে নিন।
***একটা কথা মনে রাখবেন তা হল সবগুলো ফাইল যেন একই ফোল্ডারে থাকে।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
আপনার ফিরে আসাতে ভালো লাগছে।আশা করছি অনেকেই আপনার এই ধারাবাহিক টিউনটির অপেক্ষায় ছিলো।এবার তাদের সে প্রত্যাশা মিটবে।