ওয়েব পেইজে ইউজার রেজিস্ট্রেশন ফর্ম তৈরির প্রস্তুতি (শেষপর্ব)| ড্রপ ডাউন লিস্ট ও সাবমিট বাটন

ওয়েব রেজিস্ট্রেশনের গত কয়েকটি পর্বে আমরা ফর্মের বিভিন্ন কন্ট্রোল ও এদের ব্যববহার সম্পর্কে জেনেছি। ফর্ম নিয়ে শেষ পর্বে আমরা জানবো ড্রপ ডাউন লিস্ট ও সাবমিট বাটন সম্পর্কে। ওয়েব সাইটের কোন ফিল্ড বাধ্যতামূলকভাবে পূরণ করার শর্ত দেয়া হয় আর কোন ইউজার যদি সেই ঘর পূরন না করে ফর্মটি সাবমিট করে তাহলে বাধ্যতামূলক ঘরটি পূরনের জন্য বার্তা প্রদর্শন করে। বিস্তারিত জানতে হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন-

 

জানার জন্য জানি: সূত্র টেকনোলজি বেসিক

ISP

এর পূর্ণনাম "ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার"(Internet Service Provider)। ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে হলে ISP প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এটা হল এমন একটি কোম্পানি যাদেরকে গ্রাহক ইন্টারনেট ব্যবহারের জন্য মাসে নির্দিষ্ট হারে ফি প্রদান করে। ISP এর সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি যদি ডায়াল আপ মডেম ব্যবহার করে থাকেন তাহলে একটি পয়েন্ট টু পয়েন্ট প্রটোকল সংযোগ ISP মডেমের শেষপ্রান্তে গঠিত হয়। ঐ মডেম ISP রাউটারের সাথে সংযুক্ত হয়। এই রাউটার আবার ইন্টারনেট ব্যাকবোনের সাথে যুক্ত। এখান থেকেই আপনি ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের বিশাল তথ্যভান্ডারে প্রবেশ করতে পারেন। DSL এবং কেবল মডেমও একই পদ্ধতিতে কাজ করে। আইএসপি তাদের গ্রাহককে ডায়াল-আপ, ব্রডব্যান্ড, ডিএসএল, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি পদ্ধতিতে সংযোগ প্রদান করে।

ইম্প্রেশন :

এটা নিয়ে একটি মজার প্রবাদ আছে-“তুমি কখনই প্রথম ইম্প্রেশন তৈরীর জন্য দ্বিতীয় সুযোগ পাবে না”। ডব্লিউডব্লিউডব্লিউ(www) বা থ্রীডব্লিউ(3w) বা ওয়াল্ড ওয়াইড ওয়েবের এই অসাধারণ জগতে একজন প্রকাশকের(ওয়েবসাইটের) জন্য প্রতিদিন হাজারেরও বেশী ইম্প্রেশনের সু্যোগ আসে। ইম্প্রেশন গণনা করা হয় একটি ওয়েবপেজ যতবার একজন ভিজিটরের সামনে উন্মুক্ত হয়। বিভিন্ন বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের প্রসারের পরিমাণ বুঝতে ইম্প্রেশনের সাহায্য নেয়। একজন প্রকাশক আয় করে থাকে প্রতি ১০০০টা ইম্প্রেশনের উপর ভিত্তি করে, যেটাকে বলা হয় সিপিএম(CPM)।

একটি পেজে একজন ইউজার যতবার ভিজিট করে তার উপর ভিত্তি করে ইম্প্রেশন গণনা করা হয়। প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে, তাহলে তো একজন ইউজার অসংখ্যবার একটি পেজে ভিজিট করে ইম্প্রেশন বৃদ্ধি করতে পারে। না এক্ষেত্রে একজন প্রকাশক বা বিজ্ঞাপনদাতা শুধুমাত্র ইউনিক ভিজিটরকেই গণনা করে। ইউনিক ভিজিটর হল একজন স্বতন্ত্র্য ভিজিটর, সে একদিনে যতবারই একটি ওয়েবপেজে প্রবেশ করুক না কেন তাকে একবারই গণনা করা হবে। কিভাবে? একটি উদাহরণের সাথে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরা যাক একটি ওয়েবসাইটে তিনজন ভিজিটর-‘ক’,’খ’ এবং ‘গ’ প্রবেশ করল। এখানে ‘ক’ ওই ওয়েবসাইটে তিনটি পেজে প্রবেশ করল, ‘খ’ করল চারটিতে আর ‘গ’ করল ছয়টিতে। অর্থাৎ তারা মোট ভিজিট করল তিন+চার+ছয়=তেরটি ইম্প্রেশনের। কিন্তু যেহেতু শুধু ইউনিক গণনা করা হবে..সুতরাং এখানে হবে তিনটি ইম্প্রেশন। আর এই ইম্প্রেশনের হিসাব রাখা হয় ভিজিটরের ব্রাউজারে কুকি পাঠানোর মাধ্যমে, যার মেয়াদ থাকে ২৪ ঘন্টা। এক্ষেত্রে যদি ‘ক’ শনিবার সকালে একবার এবং পরদিন রবিবার বিকালে আরেকবার ঢুকে, তাহলে তার ইম্প্রেশন গণনা হবে দুইবার।

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস