কীভাবে আপনার বাসা, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা যে কোন স্থানের ম্যাপ বা কোন সাইটের সুবিধা নিজের যে কোন ওয়েব পেইজ থেকেই দেবেন (খুব্বি সহজ!)

আপনি নিজে কোন ওয়েব সাইট তৈরির আইডিয়া পাচ্ছেনা ? বিভিন্ন ওয়েব সাইটের সেবাগুলো মিলিযে নিজে ওয়েব সাইট বানাতে চাচ্ছেন। কিন্তু আপনি যখন আপনার সাইটে অন্যান্য সাইটের লিংক দেবেন তাতে ভিজিটর টা তো অন্যান্য লিংকে ক্লিক করলে আপনার সাইট থেকে ভেগে যাবে। তাহলে উপায়? হঁ্যা সেই উপায়টিই দেখানো হয়েছে যাতে ভিজিটরও আপনার সাইটেই থাকবে আর আপনি আপনার সাইটের মাধ্যমেই অন্যান্য বিভিন্ন সাইটের সেবা দিতে পারবেন। এছাড়া আপনার বাসা অফিস বা বিখ্যাত যে কোন স্থানের ম্যাপ কিভাবে খুবি সহজে যে কোন ওয়েব পেইজে সংযুক্ত করতে পারনে। নিজের ইচ্ছে মত সাইজ নির্ধারণ করতে পারবেন।  বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও টিউটোরিয়ালটি দেথুন-

কোর্সটি প্রথম থেকে শুরু করতে হলে- https://www.youtube.com/watch?v=qkeaa7tSU9U&list=PLVRUTBYrm0aRmNDTBMOIDLoPBL-picl2U

লেকচার সংক্রান্ত কোন জিজ্ঞসা থাকলে ফেইসবুক গ্রুপে জয়েন করুন- https://web.facebook.com/groups/ICTonlineSchool/

 

শুধুই জানার জন্য সূত্র- টেকনোলজি বেসিক

বটস হল একধরনের সয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম যা কোন নির্দিষ্ট নির্দেশ পেলে নির্দিষ্ট কাজ করতে সক্ষম। এই শব্দটি এসেছে Ro-“bot” থেকে। সাধারনত বটস দেখা যায় বিভিন্ন অনলাইন চ্যাটিং এ বা ওয়েব সার্চিং এ। সাধারনত এগুলো চ্যাট রুমে ঢুকে, ওয়েবসাইটের বিজ্ঞাপণ প্রকাশ করে আর কেউ চ্যাটরুমে এ নিয়ম রক্ষা না করলে, সেখান থেকে সরিয়ে দেয়া হয়।  ওয়েব সার্চিং বটগুলোকে মাকড়সা বা কাঁকড়া বলা হয়, কারন এগুলো ওয়েবে এ সার্চ করে মিলিয়নের বেশী এইচটিএমএল ডকুমেন্ট খুঁজে বের করে এবং সেগুলোর রেকর্ড রেখে দেয়।

 

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস