চেইন টিউন ফর Lynda.com এর টিউটোরিয়াল (HTML5 Part-2)
সবাইকে স্বগতম জানিয়ে শুরু করছি চেইন টিউনের দ্বিতীয় পর্ব।
আজকের টিউনে যা রয়েছেঃ
HTML5 - Drag and Drop in Depth
HTML5 - Geolocation in Depth
HTML5 - Local Storage and Offline Applications in Depth
HTML5 - Managing Browser History
HTML5 - Messaging and Communications in Depth
HTML Essential Training
uptobox থেকে ডাউনলোড করতে কারও কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
Firedrive -এ আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু আপলোড হচ্ছেনা।
4. HTML5 - Drag and Drop in Depth ফাইল সাইজ (167 MB)
5. HTML5 - Geolocation in Depth ফাইল সাইজ (84.8 MB)
6. HTML5 - Local Storage and Offline Applications in Depth ফাইল সাইজ (336 MB)
7. HTML5 - Managing Browser History ফাইল সাইজ (74.3 MB)
8. HTML5 - Messaging and Communications in Depth ফাইল সাইজ (88.2 MB)
Lynda.com - HTML Essential Training 2012 ফাইল সাইজ (814 MB) এই অংশটিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে।
পরবর্তী টিউনে যা থাকবে:
১. Lynda.com - Up and Running with HTML (ফাইল সাইজ 620 MB)
২. Lynda.com - XHTML & HTML Essential Training (ফাইল সাইজ 696 MB)
আজ আর নয় । সবাই ভাল থাকবেন ।
আল্লহ্ হাফেজ ।
আমি Obaidul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু মনে নিয়েন না ।
এগুলা টরেন্ট এ খুজলে সবই পাওয়া যায় । সুতরাং চেইন টিউনের কোন প্রয়োজনীয়তা দেখছি না ।
আপনি বরং একটা কাজ করতে পারেন সেটা হলঃ
লিন্ডার কোন কোন কোর্স গুলো ফলো করলে ওয়েব ডিজাইন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে সেই কোর্সগুলোর একটা লিষ্ট তৈরি করে একটা টিউন করেন । এতে সবাই উপকৃত হবে বলে মনে হয় ।