HTML হাতেখড়ি [পর্ব- ১] প্রাথমিক আলোচনা

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব

আজ থেকে আমি ওয়েব প্রোগ্রামিং নিয়ে ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি। বরাবরই দেখে আসছি ওয়েব প্রোগ্রামিং নিয়ে সবাই শুরু করে, কিন্তু সেটা আর শেষ করে না। এখন এর কারণ হিসেবে আমরা অনেক কিছুই বলতে পারি। যাই হোক কথা সেটা না। কথা হল আমরা এটা দেখতে দেখতে প্রায় বিরক্ত। কারণ যারা তাদের অনুসরণ করেন তারা ধারাবাহিক টিউটোরিয়াল না পেয়ে প্রায় হতাশ হয়ে যান। এই সমস্যা থেকে আশা করি আমি আপনাদের রেহাই দিতে পারি। কারণ সবগুলো টিউটোরিয়াল আমার করা হয়ে গেছে। এখন শুধু এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করব। যাই হোক আমি আর সময় নষ্ট না করে আমার টিউটোরিয়াল শুরু করে দেই।

HTML  করতে গেলে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগতে পারে। প্রশ্নগুলো উত্তরসহ যথাক্রমে নিচে দেওয়া হল:

  • HTML  কি?

উত্তর: HTML হল Hyper Text Markup Language.

  • HTML  দিয়ে কি করা হয়?

উত্তর: HTML দিয়ে ওয়েব সাইট তৈরি করা হয়।

  • HTML প্রাকটিস করার জন্য কি কোন এডিটরের প্রয়োজন হয়?

উত্তর: না HTML প্রাকটিস করার জন্য কোন এডিটরের প্রয়োজন হয় না। (তবে আপনি ইচ্ছা করলে এডিটর ব্যবহার করতে পারবেন।)

  • HTML শিখার জন্য কি কোন ওয়েব সার্ভার এর প্রয়োজন হয়?

উত্তর: HTML শিখার জন্য কোন ওয়েব সার্ভার এর প্রয়োজন হয় না।

  • HTML শিখার জন্য কি কোন ওয়েব সাইটের প্রয়োজন হয়?

উত্তর: HTML শিখার জন্য কোন ওয়েব সাইটের প্রয়োজন হয় না।

  • HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়?

উত্তর: এই প্রশ্নের উত্তর আমি চারটি ধাপে দিব। ধাপগুলো পর্যায়ক্রমে নিচে দেওয়া হল:

প্রথম ধাপ:

প্রথমে আপনার কম্পিউটার থেকে নোটপ্যাড অথবা নোটপ্যাড++(নোটপ্যাডের উন্নত ভার্সন) ওপেন করুন।

দ্বিতীয় ধাপ:

নিম্নের কোডটি টাইপ করুন। (কোডের ব্যাখ্যা নিম্নে দেওয়া হল)

<html>
<head>
<title>your website name</title>
</head>
<body>
<p>This is your first HTML website</p>
</body>
</html>

তৃতীয় ধাপ:

ফাইলটি .html এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থা‍ৎ আপনি যদি আপনার তৈরি করা এই পেজটির নাম দেন index তাহলে এটি নামে index.html সেভ করুন।

চতুর্থ ধাপ:

এবার output(আউটপুট) দেখার জন্য আপনার তৈরি করা ফাইলটির উপর ‌মাউস দিয়ে ডাবল ক্লীক করুন। আশা করি আপনি আউটপুট হিসেবে আপনার ব্রাউজারে This is you first HTML website এই লেখাটি দেখতে পাবেন।

উপরোক্ত কোডটির ব্যাখ্যা:

  • যেকোন ট্যাগ <> চিহ্ন দিয়ে শুরু হয় এবং </> চিহ্ন দিয়ে শেষ হয় উদাহরণসরূপ
< html> < /html>
  • এখানে Title ট্যাগের মধ্যে আপনার ওয়েব সাইটের নাম লিখতে হবে। আপনি চাইলে নামের সাথে আরো অনেককিছু যোগ করতে পারবেন, যা আপনার ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত হবে।
  • Head(হেড) অংশের ভিতরে আপনি CSS, Javascript সহ যেকোন স্ক্রীপ্ট যোগ করতে পারবেন।
  • Body অংশের ভিতরে আপনার ওয়েব সাইটের সব Content(কনটেন্ট) থাকবে।
  • আর একটা কথা বিশেষভাবে মনে রাখবেন তা হল প্রত্যেকটি ট্যাগ ছোট হাতের অক্ষরে(small letter) লিখতে হবে।

আজ থেকে আমি ওয়েব প্রোগ্রামিং নিয়ে ধারাবাহিক পর্ব শুরু করতে যাচ্ছি। বরাবরই দেখে আসছি ওয়েব প্রোগ্রামিং নিয়ে সবাই শুরু করে, কিন্তু সেটা আর শেষ করে না। এখন এর কারণ হিসেবে আমরা অনেক কিছুই বলতে পারি। যাই হোক কথা সেটা না। কথা হল আমরা এটা দেখতে দেখতে প্রায় বিরক্ত। কারণ যারা তাদের অনুসরণ করেন তারা ধারাবাহিক টিউটোরিয়াল না পেয়ে প্রায় হতাশ হয়ে যান। এই সমস্যা থেকে আশা করি আমি আপনাদের রেহাই দিতে পারি। কারণ সবগুলো টিউটোরিয়াল আমার করা হয়ে গেছে। এখন শুধু এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করব। যাই হোক আমি আর সময় নষ্ট না করে আমার টিউটোরিয়াল শুরু করে দেই।

HTML  করতে গেলে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন জাগতে পারে। প্রশ্নগুলো উত্তরসহ যথাক্রমে নিচে দেওয়া হল:

  • HTML  কি?

উত্তর: HTML হল Hyper Text Markup Language.

  • HTML  দিয়ে কি করা হয়?

উত্তর: HTML দিয়ে ওয়েব সাইট তৈরি করা হয়।

  • HTML প্রাকটিস করার জন্য কি কোন এডিটরের প্রয়োজন হয়?

উত্তর: না HTML প্রাকটিস করার জন্য কোন এডিটরের প্রয়োজন হয় না। (তবে আপনি ইচ্ছা করলে এডিটর ব্যবহার করতে পারবেন।)

  • HTML শিখার জন্য কি কোন ওয়েব সার্ভার এর প্রয়োজন হয়?

উত্তর: HTML শিখার জন্য কোন ওয়েব সার্ভার এর প্রয়োজন হয় না।

  • HTML শিখার জন্য কি কোন ওয়েব সাইটের প্রয়োজন হয়?

উত্তর: HTML শিখার জন্য কোন ওয়েব সাইটের প্রয়োজন হয় না।

  • HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়?

উত্তর: এই প্রশ্নের উত্তর আমি চারটি ধাপে দিব। ধাপগুলো পর্যায়ক্রমে নিচে দেওয়া হল:

প্রথম ধাপ:

প্রথমে আপনার কম্পিউটার থেকে নোটপ্যাড অথবা নোটপ্যাড++(নোটপ্যাডের উন্নত ভার্সন) ওপেন করুন।

দ্বিতীয় ধাপ:

নিম্নের কোডটি টাইপ করুন। (কোডের ব্যাখ্যা নিম্নে দেওয়া হল)

<html>
<head>
<title>your website name</title>
</head>
<body>
<p>This is your first HTML website</p>
</body>
</html>

তৃতীয় ধাপ:

ফাইলটি .html এক্সটেনশন দিয়ে সেভ করুন। অর্থা‍ৎ আপনি যদি আপনার তৈরি করা এই পেজটির নাম দেন index তাহলে এটি নামে index.html সেভ করুন।

চতুর্থ ধাপ:

এবার output(আউটপুট) দেখার জন্য আপনার তৈরি করা ফাইলটির উপর ‌মাউস দিয়ে ডাবল ক্লীক করুন। আশা করি আপনি আউটপুট হিসেবে আপনার ব্রাউজারে This is you first HTML website এই লেখাটি দেখতে পাবেন।

উপরোক্ত কোডটির ব্যাখ্যা:

  • যেকোন ট্যাগ <> চিহ্ন দিয়ে শুরু হয় এবং </> চিহ্ন দিয়ে শেষ হয় উদাহরণসরূপ
< html> < /html>
  • এখানে Title ট্যাগের মধ্যে আপনার ওয়েব সাইটের নাম লিখতে হবে। আপনি চাইলে নামের সাথে আরো অনেককিছু যোগ করতে পারবেন, যা আপনার ব্রাউজারের টাইটেল বারে প্রদর্শিত হবে।
  • Head(হেড) অংশের ভিতরে আপনি CSS, Javascript সহ যেকোন স্ক্রীপ্ট যোগ করতে পারবেন।
  • Body অংশের ভিতরে আপনার ওয়েব সাইটের সব Content(কনটেন্ট) থাকবে।
  • আর একটা কথা বিশেষভাবে মনে রাখবেন তা হল প্রত্যেকটি ট্যাগ ছোট হাতের অক্ষরে(small letter) লিখতে হবে।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল হচ্ছে রকিবুল ভাই, চালিয়ে জান। 🙂

রকিবুল ভাই আমি আপনাকে ধন্যবাদ ও অভিন্দন জানাতে চাই এমন হারাবাহিক ভাবে HTML নিয়ে লেখার জন্য।এটা অবশ্যই একটা ভলো উদ্যাগ।আশা করি এতে করে সবাই সমান ভাবে উপকৃত হবে।আর থেমে যাবেন না চালিয়ে যান।আমরা সবাই আপনার পাশে আছি।

চমৎকার একটা স্টার্টিং …… আশা করি শেষের মাধ্যমে সকলের মধ্যে এইচটিএমএল এর বিষদ ধারণার সঞ্চারণ করবে।

বিষয়ের বাইরে একখান প্রশ্ন করি-
প্রশ্নঃ এটা কি কখন সম্ভব যে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, সাথে সাথে আমার সাউন্ড স্পিকারে রিংটোন বেজে উঠল। মানে প্রশ্ন হল আমি কি আমার সাইটে এ ধরনের কিছু সংযুক্ত করতে পারব যাতে ভিজিট করার সাথে সাথে কোন কিছু ক্লিক ব্যাতীত রিংটোন বেজে উঠে?

    জ্বী ‍ভাই এটা করা সম্ভব।

    কিভাবে সম্ভব? একটু বলেন না , প্লিজ প্লিজ প্লিজ। নাইলে মেইল মারেন – likewarid(at)gmail(dot)com

    আপনি নিচের কোডটির মাধ্যমে কাজটি করতে পারবেন।
    <embed src=”yourmusicfile.mid” autostart=”true” loop=”true”
    width=”2″ height=”0″>
    </embed>
    <noembed>
    <bgsound src=”yourmusicfile.mid” loop=”infinite”>
    </noembed>

    রকিবুল ভাই আপনার দেয়া কোডগুলো কি বডি ট্যাগের মাঝে যে কোনো জায়গায় বসালে চলবে ?

    না হলে কোন জায়গায় বসাব।বললে খুবেই খুশি হব। 🙂

    @কর্নেল বডি ট্যাগের যেকোন একজায়গায় বসালেই চলবে।

    রকিবুল ভাই ,আপনার কোড রান করবে না যদি না yourmusicfile.mid ফাইল টা সেভ করা থাকে। ধন্যবাদ

আরও কিছু জানার ছিল- যেমন আমি অনেক আগে অনেক কষ্ট করে HTML কোড শিখেছিলাম, তারপর দেখি ওয়েবসাইট বানানোর টুলস গুলো দিয়ে html না জেনেই অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। তাহলে html এর কি দরকার ?

স্বাধীন ভাই টুলস দিয়ে সীমাবদ্ধ কিছু জিনিস করা যায়। যেমন একটু আগে আপনি যে প্রশ্ন করেছেন তা কি আপনি টুলস দিয়ে করতে পারবেন? নিশ্চয়ই না। আসলে HTML শেখার মাধ্যমে আপনি নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারবেন যা টুলস দিয়ে কোনদিন সম্ভব হবে না। কারণ সেখানে একটা টুলস টুলস ভাব এসে যাবে। তাই আমার মতে একটু কষ্ট করে HTML শেখাই ভাল। আর এই লাভটা আপনি এখন বুঝতে পারবেন না। ভবিষ্যতে এরকম আরো অনেক জিনিস শিখতে যাবেন তখন বুঝতে পারবেন।

    আমি html মোটামুটি পারি, তবে খুব এক্সপার্ট না, অনেক আগে শিখেছিলাম, জাস্ট এখন একটু ঝালাই করতে হবে।
    microsoft front page দিয়ে ওয়েবপেজ বানাতে গিয়ে দেখলাম বাংলা সাপোর্ট করে। কিন্তু ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েবপেজ বানানোর সফটওয়্যার ডাউনলোড করে দেখলাম বাংলা সাপোর্ট করে না।
    আমাকে এমন একটা টুলস এর নাম বলেন যেটাতে microsoft front page এর মত বাংলা সাপোর্ট করবে।
    না হলে আমাকে নোটপ্যাড এ অনেক কষ্ট করে একেবারে সবকিছুর html কোড লিখে এরপর ওয়েবপেজ বানাতে হবে।
    আচ্ছা, PHP দিয়েও ওয়েবপেজ বানানো যায়, html দিয়েও যায় । ঠিক কিনা? তাহলে একটা ওয়েবপেজ এ Php আর html একসাথে ব্যবহার করা যায় নাকি ? এই প্রশ্নটা কি রকম হল জানি না।

    @ স্বাধীন ভাই আমি ওয়েব পেজ কোডিং এর জন্য নোটপ্যাড ব্যতীত অন্য কোন সফটওয়্যার ব্যবহার করি না। তাই আপনাকে কোন সফটওয়্যারের নাম বলতে পারতেছি না। আপনি চাইলে গুগলিং করে দেখতে পারেন। আর PHP হল Sever side scripting language। HTML এর ভিতরেই PHP ব্যবহার করা হয়। অর্থা‍ৎ PHP ফাইলটি সেভ করা হয় .php এক্সটেনশন দিয়ে। কিন্তু ভিতরের কোডিং টা শুরু এবং শেষ করা হয় HTML ট্যাগ দিয়ে। HTML কোডের body অংশে php কোডিংটা থাকে।

Level 0

খুব সুন্ধর হচ্ছে…..চালিয়ে জান……

ভাই অনেক সুন্দর একটি টিউন আর আসা করি সবগুলো পার্ট করবেন। দ্বিতীয় পার্টটা কবে পাব? আর ভাই HTML দিয়ে ওয়ার্ডপ্রেস থিম বানাব কি করে?

    প্রথম পার্টটা একটু পুরানো হয়ে গেলেই দ্বিতীয় পার্টটা পেয়ে যাবেন। আর HTML দিয়ে ওয়ার্ডপ্রেস থীম বানানো যায় না। এজন্য আপনাকে PHP শিখতে হবে।

রকিবুল ভাই….এই টিউনটি আমার অনেক কাজে লাগবে…আমি এইচ,টি, এম, এল শিখতে চাই।আপনার পরবর্তী টিউনের অপেক্ষা করছি। আচ্ছা….পরের টিউনটি কবে দিচ্ছেন?

অনেক সুন্দর হয়েছে। রাকিব ভাই দ্রুত ২nd পার্ট টা দিয়ে দেন।

ধন্যবাদ রকিবুল হায়দার ভাই। বাকীগুলোও ধারাবাহিকভাবে আশা করছি।

ধন্যবাদ ভাল একটা বিষয়ে টিউটোরিয়াল শুরু করার জন্য।
চালিয়ে যান…

Level 0

চালিয়ে যান এটানিয়ে এর আগে কেউ টিউন করেনাই, আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ।

ধন্যবাদ…
আর একটা কথা বিশেষভাবে মনে রাখবেন তা হল প্রত্যেকটি ট্যাগ ছোট হাতের অক্ষরে(small letter) লিখতে হবে কিন্ত বর হাতের লিখলেও ত একই কাজ করে কিন্তু difference কি

    আসলে রাশেদ ভাই এখন HTML অনেক পুরানো হয়ে গেছে। আমি আসলে HTML নামে XHTML শিখাচ্ছি। XHTML হল HTML এর উন্নত ভার্সন। আর XHTML W3C কর্তৃক অনুমোদিত। XHTML এর মূল কথা হল প্রত্যেকটি ট্যাগ ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আর এখন সবাই HTML নামে XHTML ই ব্যবহার করে। এখন হয়তো ব্রাউজার HTML সাপোর্ট করে। কিন্তু এমন একদিন হয়তো আসবে যখন কোন ব্রাউজার XHTML ছাড়া সাপোর্টই করবে না। তাই আগে থেকে আমাদের সচেতন হওয়া ভাল।

    ধন্যবাদ……

রকিব ভাই,আপনাকে অনেক অনেক ধন্যবাদ html নিয়ে ধারাবাহিক টিউন আরম্ভ করার জন্য।ভাই php নিয়েও টিউন করেননা । Please.

Level 0

সব সময় জানার খুব আগ্রহ , ধন্যবাদ আপনাকে । চলবে তো চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ভাই,সালাম,অনেক সুন্দর একটি টিউন ও টিউটোরিয়াল শুরু করি। আর ভাই HTML দিয়ে ব্লগস্পট কিভাবে বানাব ?

আপনাকে প্রশ্ন করলে তারাতারি উত্তর পাব তাই আপনার কাছে আসলাম। এই লিঙ্কটা দেখেন- https://www.techtunes.io/web-development/tune-id/2715/

এখানে টিউনার লিখেছেন –
৬ গিগাবাইট ব্যান্ডওয়াইড।( ১ মাসে আপনার সাইটে যে পরিমান ব্যান্ডওয়াইড ব্যবহার করতে পারবেন, মনে রাখবেন, আপনার সাইটে ভিজিটর বুদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যান্ডওয়াইডের পরিমানও ব্যবহার হবে।সুতরাং বেশী ভিজিটর হলে আপনি এই ফ্রী হোস্ট ব্যবহার করে ভালো ফলাফল পাবেন না। এই কারনে আমার একটা ডোমেইন বন্ধ হয়ে গেছে )

—- ৬ গিগাবাইট ব্যান্ডওয়াইড।– মানেটা কি? ভিজিটর বেশি হলে সাইট বন্ধ হবে কেন?

    প্রথমেই আপনাকে বুঝতে হবে ব্যান্ডউইথ জিনিসটা কি? ব্যান্ডউইথ বলতে আপনার সাইট বা কোনকিছু ব্যবহার করাকে বোঝায়। অর্থা‍ৎ আপনি যখন কোন সাইটে ঢোকেন তখন ঐ সাইটের কিছু ব্যান্ডউইথ খরচ হয় অথবা এভাবেও বলা যায় যখন কোন সাইট থেকে মনে করুন 10মেগার একটা ফাইল ডাউনলোড করলেন। কিন্তু ঐ সাইটের মাসিক ব্যান্ডউইথ হল 100 মেগা। তাহলে ঐ সাইটের ঐ মাসে ব্যান্ডউইথ রয়ে গেল 90 মেগা। এবার মনে হয় ব্যাপারটি বুঝতে পারছেন। আর গ্রাহক যখন বেশী হবে তখন আপনার সাইটে গেলেই ব্যান্ডউইথ একটু একটু করে খরচ হতে থাকবে। তাই ঐ টিউনার এমন কথাটি বলেছেন। সহজ ভাষায় বলতে গেলে আপনার মোবাইলে টাকা না থাকলে মোবাইল দিয়ে যেমন কথা বলা যাবে না, তেমনি সাইটের ব্যান্ডউইথ না থাকলে সাইট ব্যবহারও করা যাবে না।

তাইলে তো সাইটে বেশি কিছু রাখা যাবে না। কোন কিছু ডাউনলোড করার জন্য মিডিয়াফায়ারের লিঙ্ক ধরাইয়া দিমু।
আপনের মেইল ঠিকানা কোন একটিভ। মানে প্রশ্ন করার কিছুক্ষন পরে উত্তর পাব?

http://www.makeprogrameasy.blogspot.com আপনেই এই সাইটের ব্যান্ডউইথ কত? আর কত মেগাবাইট স্পেস ?

    ভাই এটা তো গুগলের ফ্রী ব্লগ সাইট। আর প্রতিষ্ঠান যেহেতু গুগল তাই এটার ব্যান্ডউইথ ও স্পেসও আনলিমিটেড। আর আপনার কোন প্রশ্ন থাকলে এখানেই করেন। কারণ আপনার প্রশ্নের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে।

ধন্যবাদ রাকিবুল ভাই !! আমি শুরু করতে চেয়ে ছিলাম যাই হোক ব্যস্তার জন্য শুরু করতে পারি নি !! আপনি অনেক ভাল একটা কাজ শুরু করেছেন !! দেখি আমি পারলে এবার থ্রী ম্যাক্স নিয়ে নামবো !! সামনে সেমিস্টার ফাইনাল , দোয়া করবেন !!

ধন্যবাদ রাকিবুল ভাই !! আমি শুরু করতে চেয়ে ছিলাম যাই হোক ব্যস্তার জন্য শুরু করতে পারি নি !! আপনি অনেক ভাল একটা কাজ শুরু করেছেন !! দেখি আমি পারলে এবার থ্রীডি ম্যাক্স নিয়ে নামবো !! সামনে সেমিস্টার ফাইনাল , দোয়া করবেন !!

অনেক কিছু জানি না তো তাই আরেকটা প্রশ্ন শোনেন-
http://sites.google.com

আমি তো জানি গুগল এই সাইট থেকে আমাকে সাইট বানাতে দিবে। আর আপনি বলছে ঐ সাইট নাকি গুগলের ফ্রী ব্লগ সাইট । অথচ আপনার সাইটের শেষের দিকে আছে .blogspot{dot}com তাহলে গুগলের সাইট হল কিভাবে? এটাতো ব্লগস্পট এর সাইট।

    ভাই আমার যেটা দেখছেন ঐটা গুগলের ফ্রী ব্লগসাইট। আর আপনি এখন যেটা দিছেন এটা গুগলের ফ্রী ওয়েবসাইট। আশাকরি ব্যাপারটি বুঝতে পারছেন।

তার মানে blogspot{ডট}com তাহলে গুগলের ? wordpress{ডট}com কার?
blogspot{ডট}com এ সাইট খুলতে হলে কি করতে হবে? http://www.blogspot.com এ গিয়ে সাইন আপ করলেই হবে?
wordpress{ডট}com এ সাইট খুলতে হলে কি করতে হবে? www{ডট}wordpress{ডট}com এ গিয়ে সাইন আপ করলেই হবে?

একবার কে জানি বলেছিল, “টেকটিউন্স চলে ওয়ার্ডপ্রেস দিয়ে”। এটা আবার কেমন কথা? ওয়ার্ডপ্রেস হল আলাদা একটা ওয়েবসাইট, আর টেকটিউন্স ও আলাদা , তাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে চলা অসম্ভব।

**** আপনাকে একটু বেশি বিরক্ত করছি. sorry .

    ওয়ার্ডপ্রেস.কম ওয়ার্ডপ্রেসের।

    Blogspot.com এ Registration এর জন্য যেকোন ইমেল একাউন্ট দিয়ে সাইনআপ করলেই চলবে। তবে আপনার যদি জিমেইল একাউন্ট থাকে তাহলে আপনি সাইনআপ ছাড়াই ঐ জিমেইল একাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি ঢুকতে পারবেন।

    WordPress.com এ Registration এর জন্য যেকোন ইমেল একাউন্ট দিয়ে সাইনআপ করলেই চলবে।
    Wordpress হল একটা CMS(Content Management System)। সহজ ভাষায় বলতে গেলে এটা একটা স্ক্রীপ্ট। আপনার যদি নিজের হোস্টিং থাকে তবে সেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। (এ জন্যই বলা হয়েছে টেকটিউনস চলে ওয়ার্ডপ্রেস এ)
    না না এটাকে আপনি বিরক্ত বলছেন কেন? আপনি যত প্রশ্ন করবেন আমি তত বেশী খুশি হব।

    বি:দ্র: আপনার প্রশ্নগুলো চলতি টিউনে করলে আমার জন্য জিনিসটা সহজ হয়।যেমন: HTML part-2 চলাকালে আপনি প্রশ্ন করেছেন HTML part-1। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।

আমি আগে থেকেই কিছু কিছু জানি, এটিউন গুলো থেকে আরও বিশদ জানতে পারব আশাকরি। অনেক অনেক ধন্যবাদ।

ভাল লাগছে বন্ধ করবেন না।

Level 0

প্রিয়তে রাখাতাছি ভাই।

আপনার টিউনগুলো সরাসরি প্রিয়তে রাখছি।প্রিয়র উপরে যদি সুপ্রিয় থাকতো তবে সেটাতে রাখতাম।

বুঝলাম না আপনার চলতি টিউনে কমেন্ট করলাম কিন্তু html ১ নং পার্টে গেলো কেনো?যাইহোক কমেন্টটি আবার করছি-“আপনার টিউনগুলো সরাসরি প্রিয়তে রাখছি।প্রিয়র উপরে যদি সুপ্রিয় থাকতো তবে সেটাতে রাখতাম”।

ধন্যবাদ

ধন্যবাদ হায়দার ভাই

Level 0

হায়াদার ভাই কি বলব…এক কথায় অসাধারণ এক একটা পর্ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Td= table data.
Tr= table row.
Th= table header.

Level 0

ধন্যবাদ আপনাকে । ভাল লাগছে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কি বলব প্রিয়তে গেল।

ভাই এত দেরী করলেন কেন?

HTML Entities: এটা সম্পর্কে জানতাম না। তবে সাইট বানানোর জন্য বিভিন্ন সাইটে কোড কালেক্ট করতে গিয়ে একটা সমস্যায় পড়তে হত । তাহল- আমি ধরেন কোন html কোড কপি করলাম, তারপর microsoft front page এর html অংশে পেস্ট করলাম।এখন front page এর “view” তে ক্লিক মারলাম, দেখি কোড ক্কাজ করে না। আর কাজ করবে কিভাবে ? দেখি যে < এর বদলে আসচে &(এর সাথে আরো কি কি ?) ।

এরপর অনেক চিন্তা করে বের করলাম, আমি যদি কোড কপি করে নোটপ্যাড এ পেস্ট করি, তারপর নোট প্যাড থেকে কপি করে front page এ পেস্ট করি, তাহলে front page এর HTML অংশে ঠিকভাবেই কাজ করে।

আশ্চর্য ! কমেন্ট করি যাক জায়গায় যায় অন্য জায়গায় !!!

Thanks for sharing.

Level 0

একটিও মন্তব্য নেই !!!!!!!!!!!!!!!!!! আমি কিন্তু নিয়মিত দেখছি। ধন্যবাদ।

    Level 0

    Sorry,আমার এখানে প্রথমে মন্তব্য গুলো দেখায়নি। কেন তা বলতে পারবোনা, তবে আমার মন্তব্য দেওয়ার পর দেখলাম একি কান্ড। এখানেত আনেক মন্তব্য। সত্যি আমি দু:খিত।

    নিয়মিত দেখার জন্য ধন্যবাদ আপু।

Level 0

একটিও মন্তব্য নেই !!!!!!!!!!!!!!!!!! আমি কিন্তু নিয়মিত দেখছি। ধন্যবাদ……………….

আমি বুঝতে পারলামনা, এখানে মন্তব্য করার পর দেখি মন্তব্য দেখচ্ছে পর্ব ১ এ। এটা কেমন কথারে ভাই ????????????????

Level 0

কেউ কি বলতে পারেন, পর্ব ৪ এ মন্তব্য করার পর সেই মন্তব্য পর্ব ১ এ দেখায় কেন ??????????

Level 0

আসলেই আমি আক্কেল হইন।

Level 0

আসলেই আমি আক্কেল ছাড়া মানুষ।

আপনি যে জানেন, তা তো আমিও জানি, আমি দিয়েছিলাম নতুন দের জন্য।

রকিবুল হায়দার ভাই,আপনার সবগুলো টিউন শেষ হলে শুরু করবো মূল ক্লাস।আপাতত শুধু চোখ বুলাচ্ছি।প্রিয়তে রাখলাম।

ভাই গোছান টিউন………… এই সব টিউন এ কমেন্ট কম হবে………… দুঃখ নিএন না………… ভাল টিউন, সুন্দর হইছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Website-te ASP and VBScript kimba ASP and JavaScript use kore Visitor Counter Create korte chai. er jonno ki code hobe othoba kibhe korbo keu jodi bolen khub upokar hoi. amar mail id [email protected]

ami amader Officer Website-te ASP and VBScript kimba ASP and JavaScript use kore Visitor Counter Create korte chai. er jonno ki code hobe othoba kibhe korbo keu jodi bolen khub upokar hoi. amar mail id [email protected]

হুম আপনার উদ্দেশ্যকে স্বাগত জানাই।

Level 2

মোহাম্মদ রকিবুল হায়দার ভাই ধন্যবাদ আপনাকে , এইবার কিন্তু আমি HTML শিখাই ফালামু , কেউ আমাকে থামাইতে পারব না ইনশাল্লাহ । প্রিয়তে রাখলাম ।

খুব ভাল হয়েছে,

ওহ খুব ভালো লাগটাসে

অসাধারন টিউন।রকিবুল ভাই এধরনের একটি টিউন ই ত খুজছিলাম। আসা করি শেষ করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

Level 2

Ami ekebare new
Head(হেড) অংশের ভিতরে Bolte Kon Ongsoke bujhay ?
<head> dekhi 2 ta

আসসালামুআলাইকুম। অনেক ভালো জিনিস শেখালেন। ধন্যবাদ।

আজ থেকে শেখা শুরু করে দিলাম। 🙂

সবগুলি পর্ব পড়া শেষ হলে, আপনার ই-মেইলে মিষ্টি পাঠিয়ে দিব 😛

Level 0

ভাই আমি আজ থেকে html and css শেখা শুরু করলাম ।
আপনার tune and w3school থেকে star করলাম।
দোয়া করবেন যেন সফল হতে পারি।
html and css শেষ করলে কি freelance করতে পারবো
কত দিন লাকতে পারে।

Level 0

ভাই আমি আজ থেকে html and css শেখা শুরু করলাম ।
আপনার tune and w3school থেকে start করলাম।
দোয়া করবেন যেন সফল হতে পারি।
html and css শেষ করলে কি freelance করতে পারবো
কত দিন লাকতে পারে।

সুন্দর টিউন 🙂

শুরু করে দিলাম