আপনার পিসির কুলিং ফ্যানের বিরক্তিকর শব্দ কমানোর টিপস।

কম্পিউটারের মধ্যে অনেক জিনিসই শব্দ করে যেমন  cooling fans, CD/DVD অথবা অন্য অনেক কিছু  hard disk drive, power supply, প্রধানত ক্লোন কম্পিউটারে এই সমস্যা বেশি হয়। আর এই সাউন্ড গুলো খুবই বিরক্তিকর। আমি আজকে আপনাদের কুলিং ফ্যান সাউন্ড বেশি করলে কিভাবে ঠিক করবেন তার একটি সমাধান দেয়ার চেষ্টা করবো।
কুলিং ফ্যান শব্দ বেশি করলে এর সমাধান
প্রথমে আপনাকে জানতে হবে আপনার পিসির ফ্যান টি ঠিক আছে নাকি। এটা নিশ্চিত হতে হলে কাসিং খুলে physically দেখতে হবে। ফ্যান ঠিক থাকলে আপনাকে একটি thermal paste কিনতে হবে । Thermal paste, heat sink compound, thermal gel, thermal compound এসব থারমাল পেস্ট এরই বিভিন্ন নাম।
এটা আপনি ১০০০-১২০০টাকার ভিতর পেতে পারেন। আবার ৩০-৫০টাকার মিনিপ্যাক আছে বেশি কম ও হতে পারে, মিনিপ্যাক বিভিন্ন সাইজ এর আছে। 
This thermal paste is a fluid substance (very similar to a tooth paste), used for thermal conductivity between two thermal conductors. This thermal interface material fills the invisible gaps between the CPU and the heat sink and since the thermal paste conducts heat better than air, it ends up improving greatly the thermal conductivity of your processor.
টির জন্য।
নিচের ছবির মতকরে উইজ করুন 

এবার আপনার কুলিং ফানটি লাগিয়ে ফেলুন। পিসি চালু করলে আগের বিরক্তিকর শব্দ হবে না আশাকরি।

Level 0

আমি উড়াধুড়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বাংলাদেশী পোলা...........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai, কুলিং ফ্যানের kono soft ache?

Level 0

thermal paste এর দাম কত ভাই

১২০০ টাকা অনেক আগে দেখেছিলাম, এখন কত জানি না।

১০০/১৫০ টাকার মিনি প্যাক ও পাওয়া যায়

Level 2

130 tk in stadium market. Dhaka.

thankuuuuuuuuuu খারাপ ছেলে (name ta likhte kharp lagce tbuo…)
plz dont mind

এটি ব্যবহারের ক্ষেত্রে সাবধান। অধিক পরিমানে যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে প্রসেসরের যে অংশে কুলিং ফ্যান কভার দিচ্ছে যে অংশের বাইরে যেন না যায় সেদিকে সর্তক দৃষ্টি রাখবেন।
এটি সাধারণত দুইভাবে প্রয়োগ করা যায়।
১. প্রসেসরের উপরিভাগের ঠিক মাঝ বরাবর অল্প একটু প্রয়োগ করে ফ্যান সাবধানে লাগিয়ে দিন। অটোমেটিক্যালি এটি সবদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে।
২. দুই বা অধিক কোর বিশিষ্ট প্রসেসরে আড়াআড়িভাবে সমান্তরালে প্রয়োগ করতে পারেন।

যদি আগেই এটি ব্যবহার করে থাকেন তাহলে নতুন করে ব্যবহার করবার আগে অবশ্যই পরিস্কার করে নিবেন। এর জন্যে ৯১-৯৯% আইসো প্রোপাইল এ্যালকোহল অথবা রাবিং এ্যালকোহল ও সিনথেটিক পলিইস্টার কাপড় লাগবে। কাপড়টিতে কিছুটা এ্যালকোহল লাগিয়ে প্রসেসর এবং ফ্যানটি ভালোভাবে মুছে আগের পেস্ট তুলে ফেলবেন।

নীল ভাই আপানাকে আনেক ধন্যবাদ টিপস শেয়ার করার জন্য।

ভাই, মিনি সাইজ যেটার ছবি দিয়েছেন সেটার দাম ৩০ টাকা, আমি ৬০ টাকা দিয়ে এক কৌটা কিনেছি। তবে মিনি সাইজ টা কেনা ভালো। কারণ এটা আসতে আস্তে নষ্ট হয়ে যায়।

আপনাকেও অনেক ধন্যবাদ।
চাইলে এটি মূল লেখার মধ্যে যোগ করে দিতে পারেন। একটু বিস্তারিত বর্ণনা দেওয়া থাকলে নতুনদের জন্যে সুবিধা হয়। তাছাড়া ইউিটউবের এই ভিডিওটি ও যোগ করতে পারেন। তাহলে সবার জন্যে বিষয়টি আরো সহজ ও বোধগম্য হবে বলে মনে হয়।
http://youtu.be/fRRWbQUqW1Y

ভাই আমি তুথ পেস্ট দিয়ে কাম সারাইছি… আমার আর ১২০০ বা ৩০ টাকা লাগে নাই… এক ডিলে দুই পাখি …এই আর কি…

Level 0

আমি তো elephant road থেকে ২০/৩০ টাকায় কিন্সিলাম। দাম কি বাড়ল নাকি এত!!!

তুথ পেস্ট তো গলে বের হয়ে যাওয়ার কথা। পরে দেখাদিবে অন্য ভেজাল…লোল

@ tech_no
বর্তমানে মিনি প্যাক পাওয়া যায় ২০ টাকা করে যা দিয়ে কমপক্ষে ২টি প্রসেসরে লাগানো সম্ভব।