Samsung Galaxy S2 ও iPhone 4S এর মধ্যে কোনটা কিনবেন?

Samsung Galaxy S2 ও iPhone 4S নতুন দুটি Powerful স্মার্ট ফোন বর্তমান মোবাইল মার্কেটে ।

Samsung Galaxy S2

Price  =    Tk. 50,000 এর বেশি বা কম হতেপারে ।
১। Size: ১২৫.৩ * ৬৬.১* ৮.৪৯ mm
২। Display:  ৪.৩'' - ৪.৫'' Super AMOLED Gorilla Glass Screen
৩। Duel core ১.২ ghz প্রসেসর
৪। ১৬ গিগা স্টোরেজ (৩২ গিগা পর্যন্ত বাড়ানো যায় মাইক্রো এস ডি কার্ড দিয়ে।
৫। ১ গিগা মেমোরি
৬। Connectivity: HSPA+/HSUPA (21Mbps), 4G, 3G, WiFi, Bluetooth 3.0, USB
৭। Battery: 650mAh - 1800mAh (৮ ঘণ্টা টক টাইম)
৮। Camera: 8MP Rear, 2MP Front

 iPhone 4S

Price = Tk. 82,000 এর বেশি বা কম হতেপারে ।
১। Size  115.2 x 58.6 x 9.3mm
২। Display 3.5" 960 x 540 Resolution fingerprint resistant screen
৩। Processor: A5 Chipset 1ghz Dual Core
৪। Storage: 16GB, 32GB, 64GB
৫। ৫১২ মেগা মেমোরি
৬। Connectivity: 3G, WiFi, HSDPA/HSUPA, Bluetooth 4.0, GPS, Digital Compass
৭। Battery:  8 Hours Talk Time
৮। Camera: 8 megapixel rear, VGA Front
পারফর্মেন্স
এই দুটি সেটের পারফমেন্স প্রায় একই রকম । কিন্তু বড় পার্থক্যটা হোল  iPhone S4 এর রেম ৫১২ মেগাঃ যা Samsung Galaxy S2 এর অর্ধেক । আর এই পার্থক্যটিই  Samsung Galaxy S2 ফোন কে এগিয়ে রাখে, স্পেশালি মেমরি intensive অ্যাপ্লিকেশান ব্যাবহারের ক্ষেত্রে ।
যেহেতু A5 chipset প্রসেসর ব্যাবহার করা হয়  iPhone 4S এ তাই  Samsung Galaxy S2 এর চেয়ে  iPhone 4S একটু কম পওেরফুল হয়েযায় । কিন্তু  iPhone 4S সেট  iPhone 4 এর চেয়ে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন ।
কানেক্টিভিটি
যখন কানেক্টিভিটির কথা আসে তখনও Samsung Galaxy S2 এগিয়ে থাকে এর  4G কানেক্টিভিটির জন্য । কারন  4G এর স্পিড 3G এর থেকে অনেক বেশি । iPhone 4S এ 3G connectivity ব্যাবহার করা হয়েছে । দুটি ডিভাইসে ই Bluetooth and WiFi আছে। কিন্তু  iPhone 4S এ আছে Bluetooth 4.0 এবং Samsung Galaxy S2 এ আছে  Bluetooth 3.0 version, এই অপশনটি আবার এখানে iPhone 4S কে এগিয়ে রাখে ।
ওয়েব ব্রউজিং
দুই ডিভাইসের ওয়েব ব্রাউজিং প্রায় একই রকম । সবচেয়ে বড় পার্থক্য হোল Galaxy S2 supports flash, আমি ওয়েব  ব্রাউজিং  এর জন্য something sorely lacking in the iPhone for quite some time now.
In many ways I prefer the web browsing abilities on the iPhone. The touch screen is a little more intuitive alough I also find it just a tad slower than the Galaxy S2. It's a trade off, but only a small one.

Level 0

আমি উড়াধুড়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বাংলাদেশী পোলা...........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Samsung Galaxy S2 কিনব January তে… 🙂

Level 0

দুইটার দামের পার্থক্যটাই টা বলেন নাই ।আরো ভাল টিউনের অপেক্ষায়

hmm Samsung Galaxy S2 jotil

দাম কই??

thanks Tarif bro for your tips….akon e update korteci

age tobaste hobe ato din somoy asun ar o new phone asbe

dam update kora হয়েছে। আরিফ ভাই

Apple এর Mac Book Air দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ইচ্ছা আছে i Phone কিনার দেখি কি করা যায়?

আমার iphone 4s বা samsung galaxy sII কেনার টাকা তাই samsung galaxy pod কিনছি অনেক কষ্টে।কিন্তু কিনেই দেখি এটার কোন কাজ খুজে পাইনা।বাংলা দেখা যায়না বাংলা পড়া যায়না।ভাবলাম এটা না হোক তবে internet এ ফ্রি কথা বলা (pc তে বসা লাগবে না)যাবে কিন্তু skype install হয়না। ভাল কোন গেম পাইনা খেলার জন্য পাইলেও টাকা লাগবে।আচ্ছা খুব কষ্টে DOWNLOAD করলাম কিন্তু install করার পর file download হতে আবার wifi লাগবে।ভাই আমি গ্রামে থাকি wifi কোথায় পাব?এত সব ঝামেলার পর ফোনটা আলমারিতে তুলে রেখেদিয়েছি।আর এখন আমার আগের ফোনসেট nokia 2700c use করছি।কী সুন্দর বাংলা দেখাও যায় আবার লেখাও যায়।এটাই ভাল।

    Level 0

    @এহসানুর রহমান: খুব ভাল মানের গেম খেলতে পারবেন G pop তে একদম ফ্রি । এবং skype install হয়। একটাই problem বাংলা দেখা যাইনা

Level 2

i m using galaxy s2 from last 3 months ! and as a user .. also a android developer, i will suggest everyone to buy galaxy s2 (i9100)

but for battery backup, iphone 4s is better ! galaxy s2 drains the battery a lot … bt still we r trying to fix it ! for more info visit XDA forum !

Level 0

Bangladesh E Theke Iphone Kenar Kono Mana E Hoi Na . Er Theke Nokia N8 Or N9 Kena Onek Valo…

    Level 2

    @Babor: it depends on you ! pocket a tk thakle miss korar kono manei nai 😉

      Level 0

      Sob Kechu TK Deye Hoi Na 8MP Camera R 12MP Camera Onek Defference Ache. Apple Er Product Kenar Ortho Hochse Amra Apple Er Product Kenche Na Apple Amader Kene Nechche. Apne Chailae Ja Iccha Tai Korte Parben Na. Ja Apne Parten Android Or Symbian Deya………………

Level 0

My personal opinion everybody who wants to buy a high end phone go to Galaxy SII. It’s an amazing device. I am using it over 4 months and believe me it’s amazing.

Samsung galaxy S2 is best. S2 price 56500 TAKA. iPhone 4S price 77000 taka.

I have a iPhone 4S Black 32GB from UK, Price £650/- UK’S Price, if any person like iPhone to take any where the smiler price.

কমেন্ট করার জন্য আপনাদের সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

galaxy s2 use kortesi, khub valo mobile!

apnader shobar comments porlam, ashole apnara keu iPhone use koren na, ei jonne eishob comments korsen. iPhone amon ekta phone jeta dia bangla to pora jai, eita khubi normal ekta bapar, echara apnar phone k apni jeivabe khushi seivabe customize korte parben. issa korle Android o iOS dual boot hishebe use korte parben.

Aaar iphone er jonne ato beshi software iTunes store ase ja r kono phone er jonne nai. iPhone er retina display ato crystal clear ja onno kono phone er display te use hoi nai. America hok er jei desh hok apple is the best eita shobar shikar kortei hobe.

I like Samsung Galaxy note. But iPhone is iPhone. There is no alternatives!

Level 0

I use both of them.

I wanna buy a laptop , please help me about this …

শেষ পর্যন্ত Samsung Galaxy S2 ই নিয়ে নিলাম কারন এটা কে ই সেরা মনে হল ।
আপনি ও Samsung Galaxy S2 নিয়ে নেন ।

iPhone 5 আগামী September 2012 -এই বাজারে আসছে। iPhone 5 এর তথ্য জানতে visit করুন – appleproductreviewsforyou.blogspot.com/2012/08/iphone-5-features-realease.html

আসলে আইফোনের কোন বিকল্প নাই। আমি কয়েক বছর ধরে আইফোন ব্যবহার করছি। তারপর এই কিছুদিন হল গ্যালাক্সি নোট ব্যবহার করছি। এখন ২ টাই ব্যবহার করছি । আইফোনের র‍্যাম ২৫৬ মেগা আর অন্য যে কোন ফোনের ১ জিবি হলেও স্পীডের দিক দিয়ে আইফোনই এগিয়ে। যারা কোনদিন নিজে আইফোন ব্যবহার করেন নি, তাঁরা এই পার্থক্যটা ধরতে পারবেন না।